Yuvashree Prakalpa

Yuvashree Prakalpa (Scheme)/ যুবশ্রী প্রকল্প কী? New List, Eligibility, Application Process, Important Documents ইত্যাদি জানুন!

Yuvashree Prakalpa | Yuva Utsaha Prakalpa  |  Yuvashree Scheme in Bengali  |  Yuvashree Scheme Eligibility  | Yuvashree Scheme of West Bengal |  employmentbankwn.gov.in  |  বেকার ভাতা  |  Yuvashree Status Check  |  Yuvashree List Check in Bengali |   Employment Bank 

পশ্চিমবঙ্গ তথা সম্পন্ন ভারতবর্ষের যুব সমাজের এক মূল সমস্যা কর্মসংস্থানের অভাব। বিভিন্ন কারণবশত বর্তমান কালের যুবসমাজের সিংহভাগের কাছে নেই কোন চাকরি । বর্তমানে যুব সমাজের কাছে শুধুমাত্র অর্থসংকটে মূল নয় মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সঠিক শিক্ষার অভাব। রাজ্য সরকার কেন্দ্র সরকার উপায় তরফ থেকেই এ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে।l পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত এমন একটি পদক্ষেপ হলো যুবশ্রী প্রকল্প যা পূর্বে অন্য নামে পরিচিত ছিল।

সূচী

যুবশ্রী প্রকল্প কী (What is Yuvashree Scheme)?

Yuvashree হল পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই Scheme টি পূর্বে Yuva Utsaha Prakalpa  যুব উৎসহ প্রকল্প (YUP) নামে পরিচিত ছিল।Labour Department of West Bengal এর অন্তর্ভুক্ত এই Scheme টি চালু করা হয় October,2013 থেকে । এই Scheme সূচনার মূল উদ্দেশ্য পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য কর্মসংস্থান সহায়তা প্রদান করা।

যুবশ্রী প্রকল্প প্রদানের উদ্দেশ্য কী (Objective of Yuvashree Scheme)?

  • পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান প্রদান করা।
  • কর্ম ক্ষেত্রে যেসব Skill এর প্রয়োজন সেই সব Skill এ সকল যুবক যুবতীদের শিক্ষিত করে তোলা।
  • রাজ্য সকল বেকার যুবক যুবতীদের মধ্যে  Entrepreneurship কে আরও জনপ্রিয় করে তোলা ।

কারা আবেদন করতে পারবে যুবশ্রী প্রকল্প এর জন্য (Eligibility of Yuvashree Scheme):-

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রতি পরিবার প্রতি একজন বেকার সদস্য লাভ পেতে পারে এই Scheme এর জন্যে।
  • আবেদনকারীর যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে।
  • Employment Bank এ আবেদনকারীর নাম নথিভুক্ত থাকা আবশ্যক।
  • ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে সকল আবেদনকারীদের।
  • আবেদনকারী যুবক যুবতীর বয়স হতে হবে18 থেকে 45  এর মধ্যে। 

আবেদনকারী যদি কোন রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে কোনরকম ঋণ গ্রহণ করে তাহলে সে Yuvashree Scheme এর জন্য আবেদন করতে পারবে না।

যুবশ্রী প্রকল্প এর বৈশিষ্ট্য কি? (Key Features of Yuvashree Scheme):-

  • এই বিশেষ Scheme এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থা করা হবে যা তাদের ভবিষ্যৎ গঠনে অনস্বিকার্য ভূমিকা পালন করবে।
  • পশ্চিমবঙ্গ সরকারের সর্বপ্রথম এই প্রকল্প এর মাধ্যমে সর্বপ্রথম Entrepreneurship কে জনগণের সম্মুখে আনার প্রচেষ্টা করা হয়।
  • এই Scheme এর মাধ্যমে এমনভাবে যুবক-যুবতীদের ট্রেনিং দেওয়া যে তারা যেন নিজেরা একত্রিত হয় বৃহৎ সমস্যার সমাধান করতে পারেন
  • গ্রাম গ্রাম বাংলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের চাকরির প্রদানের ক্ষেত্রে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
  • এই Scheme পশ্চিমবঙ্গের চাকরি তৈরি করতে সাহায্য করবে যা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। 
  • এই Scheme এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পৃথক Portal তৈরি করা হবে।

যুবশ্রী প্রকল্প এর সুবিধা কি? (Benefits of Yuvashree Scheme):-

  • এই Scheme এর মাধ্যমে প্রতি যুবক-যুবতী 1 Lakh টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে।
  • 50000 Entrepreneur সরাসরি এই Scheme এর মাধ্যমে আর্থিক সাহায্য পাবে।
  • তালিকাভুক্ত যুবক-যুবতীরা প্রতি মাসে 15000 টাকা আর্থিক সাহায্য পাবে।
  • যুবক যুবক যুবতীদের যুগোপযোগী শিক্ষা শিক্ষিত করা হবে তারা জানান রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

যুবশ্রী প্রকল্প এর জন্য কেমন করে আবেদন করবেন? (Yuvashree Scheme Application Process) :-

যারা যারা ভাবছেন Yuvashree Scheme এর জন্য আবেদন করবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা শুধু মাত্র Online এ এই Scheme এর জন্য আবেদন করতে পারবেন। আমরা নিম্নে Registration পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেছে Apply করার জন্য Step by Step Process ফলো করুন।

  • Employment Bank of West Bengal এর Official Website ভিসিট করুন।
  • Homepage এর অপরাধী কে আপনি পেয়ে যাবেন New Enrollment Job Seeker অপশন , সেটিতে এখন ক্লিক করুন।
  • Terms and Conditions Accept করুন।
  • এখন আপনার সামনে আসবে Application Form সেটি পূরণ করুন।
  • আপনার একটি CV ও Passport Size Photo ও Identity Card আপলোড করতে হবে।
  •  একবার অবশ্যই মিলিয়ে নিন সব তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি সব তথ্য ঠিকঠাক থাকে তাহলে নিচে থাকা Save বাটনে ক্লিক করুন।
  • এখন আপনি পেয়ে যাবেন একটি Registration Number , চাইলে আপনি PDF Download করে প্রয়োজন অনুসারে Print Out কপি ও বের করতে পারেন।
  • আবেদনের 60 দিনের মধ্যে এখন আপনাকে ভিজিট করতে হবে Employment Exchange Bank সব Original Document সহ আপনার Enrollment Exchange No. Validation এর জন্য।

যুবশ্রী প্রকল্প এর জন্য কেমন করে আবেদন এর জন্য প্রয়োজনীয় Documents (Important Documents for Applying Yuvashree Scheme):-

  • Address Proof
  • Bank Account Details
  • Mobile Number
  • Passport Size Photo
  • Educational Qualification
  • Higher Secondary Marksheet
  • Identity Proof (Aadhar Card,Voter Card, Pan Card ইত্যাদি)
  • CV

যুবশ্রী প্রকল্প এর Enrolment Status Check করবেন কিভাবে? (Yuvashree Scheme 2022 Enrolment Checking Process):-

  • ভিজিট করুন Employment Bank of West Bengal এর Official Website ।
  • Homepage এই আপনি পেয়ে যাবেন View Status for Enrollment and Yuvashree সেটিতে ক্লিক করুন।
  • আপনার ID প্রদান করুন ও সঙ্গে Security Code /Captcha প্রদান করে Submit বাটনে ক্লিক করুন।

যুবশ্রী প্রকল্প এর Status Check করবেন কিভাবে (Yuvashree Scheme 2022 New List Checking Process):-

  • ভিজিট করুন Employment Bank of West Bengal এর Official Website ।
  • Homepage এই আপনি পেয়ে যাবেন View Status in Final Waiting List of Yuvashree সেটিতে ক্লিক করুন।
  • আপনার ID প্রদান করুন ও সঙ্গে Security Code /Captcha প্রদান করে Submit বাটনে ক্লিক করুন।

যুবশ্রী প্রকল্প (Yuvashree Scheme) 2022 Waiting List Download Direct Link:- 

যুবশ্রী প্রকল্প 2022 সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য (Important Facts about Yuvashree Scheme 2022):-

  •  Covid পরবর্তীকালে যেসব ভাতা প্রাপকরা গত 20/01/2022 থেকে 06/02/2022 (Online এ) এবং 07/02/2022 থেকে 07/03/2022 (Offline এ ) এর মধ্যে যারা যারা Annexure lIl জমা দিতে পারেননি উভয় মাধ্যমে তাদের অবশ্যই 09/05/2022 থেকে 23/05/2022 এর মধ্যে Annexure lIl টি জমা দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য Annexure lIl এর Link আপনারা পেয়ে যাবেন Download Section এ।
  • ইতিমধ্যে Yuvashree Scheme এর 3 rd Waiting List Publish হয়ে গেছে Official Website এ আপনারা নিম্নে প্রদান করা লিংক থেকে জেনে নিতে পারেন আপনার নাম রয়েছে কিনা যদি আপনার নাম থেকে থাকে List এ এবং যদি Online এ Annexure l এখনো পর্যন্ত জমা না করে থাকেন তাহলে  অবশ্যই Annexure l টি Online জমা করুন এবং Print Out কপিসহ সংশ্লিষ্ট Employment Exchange এর অফিসে জমা দিন Validation এর জন্য Annexure lI সহ 13/05/2022 এর মধ্যে। বিশেষ দ্রষ্টব্য Annexure lI এর Link আপনারা পেয়ে যাবেন Download Section এ।
  • Validation এর সময় Annexure l,  lI,  lIl এর সঙ্গে Bank Passbook এর প্রথম পাতা নিয়ে যাওয়া বাধ্যতামূলক। 
  • যাদের  Validation Process সম্পন্ন হবে তাদের ই নাম শুধুমাত্র Yuvashree Final Waiting List এ অন্তর্ভুক্ত করা হবে।
  • এই ভাতা পেতে আবেদনকারীদের কিছু সময় লাগতে পারে।

যুবশ্রী প্রকল্প /Yuvashree Scheme 2022 Helpline Number/Contact Details:- 

Central Management Cell

Employment Bank

67 Bentinck Street (4th Floor),

Kolkata -700069

e-mail – employment_bank_wb@wb.gov.in, feedbackempbank@wb.gov.in (for Employers only)

033 – 2237 6300 ( সোমবার থেকে শনিবার Office Time Only)

যুবশ্রী প্রকল্প /Yuvashree Scheme 2022 Important Links:- 

Yuvashree Scheme 2022 Waiting List Download Link  Click Here 
Yuvashree Scheme 2022 Annexure l Link  Click Here
Yuvashree Scheme 2022 Annexure ll Link  Click Here
Apply Now  Click Here 

FAQ:-

1. Yuvashree Status Check Direct Link কোনটি?

ANS:-Important Link Section এ দেখুন আমরা প্রদান করেছি।

2. Yuvashree Online Application 2022 Direct Link কোনটি?

ANS:-Important Link Section এ দেখুন আমরা প্রদান করেছি

3. Yuvashree View List কোথায় পাবেন?

ANS:-Important Link Section এ দেখুন আমরা প্রদান করেছি।

4. Yuvashree Prakalpa Online Apply কি করা যেতে পরে?

ANS:-হ্যা অবশ্যই এ সম্বন্ধে আমরা বেঁচে যাওয়ার জন্য করেছি Application Process Section এ।

5. Yuvashree Online Application Form এর Direct Link কোনটি?

ANS:-https://employmentbankwb.gov.in/jobseeker.php

6. Yuvashree Annexure lIl কোথায় পাবেন?

ANS:-Employment Bank of West Bengal এর Official Website Homepage এ।

7. Yuvashree Form কোথায় পাবেন?

ANS:-এখন Yuvashree এর Form Online এই Fill Up হয় তাই ,Yuvashree Direct Application Form এর কোন অস্তিত্ব নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *