দিদির দূত অ্যাপ কী? Didir Doot App Downlaod Direct Link, Benefits কি জানুন সমস্ত কিছু!

সামনে নির্বাচন নির্বাচনের কথা মাথায় রেখে সমস্ত রাজনৈতিক দলই কোন না কোন পদক্ষেপ গ্রহণ করেছে। তেমনই এক প্রকল্প দিদির দূত।  তৃণমূলের কর্মী সম্মেলনে দিদির দূত অ্যাপের ঘোষণা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ অনেক সুযোগ সুবিধা পাবেন৷ স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন তাহলে কি এই অ্যাপের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী,স্বাস্থ্যসাথী ইত্যাদি নানা সামাজিক প্রকল্পের টাকা পাওয়া যায় তার সুবিধা কি মিলবে? আসুন জানি বিস্তারিত।

দিদির দূত অ্যাপ কী? (What is Didir Doot App?)

১০ জানুয়ারি থেকে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি ঘুরবেন বাংলা জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। সেদিন থেকেই এই অ্যাপের কাজ, কী কী সুবিধা মিলবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন প্রতিনিধিরা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, মঙ্গলবার থেকে এই অ্যাপের মাধ্যমে সাধারণমানুষকে এই অ্যাপের কাজ বোঝাতে হবে।

তিনি আরও জানান,লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা,যুবশ্রী,কন্যাশ্রী,স্বাস্থ্যসাথী ইত্যাদি যে প্রকল্পগুলি রয়েছে তা এই অ্যাপের মাধ্যমে বোঝানো হবে সাধারণ মানুষকে৷ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া প্রকল্পগুলো৷ অ্যাপটার মধ্যে একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে সামাজিক প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত তথ্য মিলবে। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা আপনি না এখনও না পেয়ে থাকলে এই অ্যাপের মাধ্যমে পেতে পারে |

এক কথায় বলা যায় যে এটি একটি অভিনব উদ্যোগ যার মাধ্যমে রাজ্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্প গুলি সম্বন্ধে জনসাধারণকে জানানো হবে এবং সঙ্গে তারা কিভাবে তার সুভিধা গ্রহণ করতে পারবে তার ও উপযুক্ত ব্যবস্থা থাকবে, যেনো তাদের আর কোন হয়রানি না হয়।

দিদির দূত প্রকল্প এর উদ্দেশ্য কী?(Objective of Didir Doot App):-

  • রাজনৈতিক মহলের ধারণা, ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে।
  • ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার -এর পর তৃণমূল কংগ্রেসের অপর প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে,  অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু’মাস গ্রামে গ্রামে পৌঁছবেন।
  • সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে, Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।
  • এই প্রকল্পের উদ্দেশ্য পার্টির সঙ্গে যোগাযোগ তৃণমূল স্তরের সঙ্গে আরও মজবুদ করা। মুখমন্ত্রীর ঘোষণা, ‘ এবার মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল কংগ্রেস’। 
  • তৃণমূল নেত্রী বললেন, ‘ সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে’। দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা।

দিদির দূত অ্যাপ এর সুবিধা কী?(Benefits of Didir Doot App):-

  • গ্রামে গ্রামে গিয়ে নেতা নেত্রীরা কাজ করবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এবার সেই সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিলেন। বললেন, ‘ নিচের স্তরে যাতে কাজ আটকে না থাকে, তা দেখা হবে এর মাধ্যমে’ ।
  • দুয়ারে সরকারের মাধ্যমে আগেই মানুষের দুয়ারে পৌঁছেছে রাজ্য সরকার।
  • এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে, মানুষ সব সুবিধে পাচ্ছে কি না , তা দেখা হবে এই প্রকল্পের মাধ্যমে।
  • তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতি ইস্যুতে দলের ভাবমূর্তি ফেরাতে এই সম্মেলন থেকে শুদ্ধকরণের ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
  • এর পাশাপাশি, আত্মতুষ্টিতে না ভুগে পঞ্চায়েত ভোটের আগে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছনো যায়, তার দিক নির্দেশ করবেন তৃণমূল নেত্রী।  

দিদির দূত অ্যাপ ডাউনলোড পদ্ধতি (Download Process of Didir Doot App):-

 আপনি আপনার Smartphone থেকেই এই App এর মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারেন। নিম্নে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • আপনার Android  বা Iphone হলে যথাক্রমে Play Store বা App Store App করুন।
  • Search Box এ টাইপ করুণ দিদির দূত বা Didir Doot ।
  • এবার আপনার সামনে চলে আসবে App টি সেটি এবার Install করুন।
  • এবার App টি Open করুন এবং ভাষা নির্বাচন করুন।
  • দরকার পড়লে Preview দেখে নিন বা Skip করুন।
  • আপনার Mobile Number প্রদান করুন 
  • OTP প্রদনের মাধ্যমে Verification সম্পূর্ণ করুন ।
  • এবার প্রদান করুন আপনার নাম, Email, জেলা, বিধানসভা কেন্দ্র ইত্যাদি এবং Submit বাটনে ক্লিক করুন।
  • এখন App টি ব্যবহারযোগ্য আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন।

দিদির দূত অ্যাপ সমন্ধিত লিংক (Important Links of Didir Doot App):-

Didir Dut App Download Direct Link Click Here

FAQ:-

1. Didir Dut App Lunching Date কি?

ANS:-3rd January, 2023

2. কয়টি Scheme এর সুবিধা পাওয়া যাবে Didir Dut App এর মাধ্যমে?

ANS:– পশ্চিমবঙ্গ সরকারের মোট 15 টি Scheme এর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *