PM Vishwakarma Yojona

কীভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য | How to apply for PM Vishwakarma Yojona?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana), চলতি বছর অর্থাৎ 2023 সালের ভারতের শ্রম মন্ত্রণালয় দ্বারা চালিত একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হাতের কাজ জানা সমস্ত কর্মীদের জন্য আর্থিক সাহায্য প্রদান করে এবং তাদের উন্নত উদ্যোগের জন্য অনুমোদন প্রদান করে। এই নিবন্ধের মাধ্যমে আপানারা জানতে পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য কারা কারা আবেদন করতে পারবেন, বিশ্বকর্মা যোজনার প্রয়োজনীয় ডকুমেন্ট/ Doccuments for PM Vishwakarma Yojona? বিশ্বকর্মা যোজনার আবেদন প্রক্রিয়া/ Application process of PM Vishwakarma Yojona সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য।

বিশ্বকর্মা যোজনার সুবিধা (Benefit of PM Viswakarma Yojona):-

আ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন ৫০০ টাকা করে স্টাইপেন্ড দেয়া হবে। এছাড়া এই সমস্ত কাজ করার জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন হয় সেগুলি কেনার জন্য ১৫ হাজার টাকা পর্যন্ত সহযোগিতা করা হবে এবং সাথে মাত্র ৫% সর্বোচ্চ সুদের হারে এক লাখ টাকা পর্যন্ত লোন পাওয়ার সুবিধা রয়েছে।

বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojona) জন্য কারা কারা আবেদন করতে পারবেন?

যেসমস্ত ব্যাক্তিরা PM Vishwakarma Yojona র স্কিমে আবেদন করতে পারবেন তাদের বর্ণনা নিম্নে দেওয়া হলো-

  • রাজমিস্ত্রি, হস্তশিল্পী, কারিগর , ইটভাটার কর্মী, নাপিত, পাথর ভাঙা কর্মী, কামার, মৎস চাষী, সোনা/রুপা কারিগর, নৌকা মিস্ত্রি, কাঠমিস্ত্রি, মেকার ইত্যাদি সমস্ত কর্মীরা PM Vishwakarma Yojona র স্কিমের জন্য আবেদন করতে পারবেন ।
  • এছাড়া সাথে, আপনার বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আবেদনকারীর যে কোনো হাতের কাজ জানতে হবে ।

বিশ্বকর্মা যোজনার প্রয়োজনীয় ডকুমেন্ট/ Doccuments for PM Vishwakarma Yojona?

PM Vishwakarma Yojona র স্কিমে আবেদনের জন্য যে সমস্ত নথি বা Documents লাগবে তা নিচে দেওয়া হলো-

  1. আধার কার্ড (Aadhar card)
  2. ভোটার কার্ড (Voter id card)
  3. ব্যাঙ্ক এর বই (Bank account passbook)
  4. রেশন কার্ড (Ration card number)
  5. আবেদনকারীর ছবি (Passport Size Photo)
  6. আবরদনকারীর কাজের তথ্য (Applicant skill details)

বিশ্বকর্মা যোজনার আবেদন প্রক্রিয়া (Application process of PM Vishwakarma Yojona):-

1st স্টেপঃ

PM Vishwakarma Yojona র স্কিমে আবেদন করার জন্য প্রথমে আপনার EKYC করা বাধ্যতামুলক। আপনার EKYC করতে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে লাগবে । PM Vishwakarma Yojona EKYC করতে আধার নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

2nd স্টেপঃ-

EKYC করা হয়ে গেলে আপনি যে কাজের সঙ্গে যুক্ত তার জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে যা Artisan Registration Form নামে পরিচিত।

3rd স্টেপঃ-

আপানার কাজের বিবরন দিয়ে ফর্ম ফিলাপ করা হয়ে গেলে, এই পর্যায়ে আপানার নামে একটি PM Vishwakarma Certificate

তৈরি হবে সেটি ডাউনলোড করে নিতে হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *