পশ্চিমবঙ্গের মা, বোনেরা যারা Lakshmi Bhandar এর টাকা অলরেডি পাচ্ছেন অথবা Lakshmi Bhandar স্কিমে নাম নথিভুক্ত করেছেন ইতিমধ্যে তাদের আবেদনের স্ট্যাটাস চেক (Status Check) করার বিকল্পও দেওয়া হয়েছে। সবাই নিজে নিজের মোবাইলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত বিবরণ চেক করতে পারবে। Laxmi Bhandar ID, Aprove Date, Bank Details সহ কবে থেকে এবং কত টাকা এই পর্যন্ত পেয়েছেন সমস্ত কিছু দেখতে পারবেন। জেনে নিন কিভাবে চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস?
Lakshmi Bhandar Status Check! কিভাবে চেক করবেন লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস?
আপনি দুইভাবে আপানার Lakshmi Bhandar Status Check করতে পারেন, OTP এর মাধ্যমে এবং OTP ছাড়া। নিম্নে স্টেপ অনুজায়ী কিভাবে Lakshmi Bhandar Status Check করবেন তা দেওয়া হল-
OTP ছাড়া Lakshmi Bhandar Status Check:
1st স্টেপঃ
প্রথমে Laxmi Bhandar portal বা ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/login এ যান। আপনার সামনে একটি হোম পেজ খুলে যাবে।
2nd স্টেপঃ
এরপর, “Track Application Status” অপসনে ক্লিক করুন।
3rd স্টেপঃ
এরপর, আপনাকে আপনার Mobile Number অথবা Aadhaar Number অথাবা Application Id প্রদান করতে হবে এবং সাথে একটি ক্যপাচা কোড দেওয়া থাকবে তা পূরণ করতে হবে। এখানে কোনরকম OTP লাগবে না।
4th স্টেপঃ
উপরের যেকোনো বিকল্পের মধ্যে একটি দিলেই আপনার সামনে Laxmi Bhandar Status এর সমস্ত তথ্য খুলে যাবে। যেখানে আপনি দেখে নিতে পারবেন Laxmi Bhandar ID, Aprove Date, Bank Details সহ কবে থেকে এবং কত টাকা এই পর্যন্ত পেয়েছেন সমস্ত কিছু।
OTP এর মাধ্যমে Lakshmi Bhandar Status Check:
1st স্টেপঃ
প্রথমে Laxmi Bhandar portal বা ওয়েবসাইট https://socialsecurity.wb.gov.in/login এ যান। আপনার সামনে একটি হোম পেজ খুলে যাবে।
2nd স্টেপঃ
এরপর, সামনে থাকা অপশনে আপনার মোবাইল নাম্বার দিয়ে পাশে থাকা ক্যপাচা পূরণ করে Generate OTP তে ক্লিক করতে হবে।
3rd স্টেপঃ
এরপর, আপনাকে আপনার মোবাইল নম্বরে আসা OTP দিয়ে “login” অপশনে ক্লিক করতে হবে।
4th স্টেপঃ
তারপর ঠিক একই রকমভাবে আপনার সামনে Laxmi Bhandar Status এর সমস্ত তথ্য খুলে যাবে। যেখানে আপনি দেখে নিতে পারবেন Laxmi Bhandar ID, Aprove Date, Bank Details সহ কবে থেকে এবং কত টাকা এই পর্যন্ত পেয়েছেন সমস্ত কিছু।