Anandadhara Scheme 2022

Anandadhara Scheme 2022 (Egiye Bangla) NRLM in Bengali, Application Form, PDF, Eligibility ইত্যাদি জানুন!

Anandadhara Prakalpa |  Anandadhara Application Form  |  Anandadhara Scheme in Bengali | WB  Anandadhara Scheme |  Anandadhara PDF  |  Anandadhara NRLM 

ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের যদি ভৌগলিক অবস্থান অনুসারে জনসংখ্যা যাচাই করা যায় তাহলে আমাদের সবার চোখের সামনে আসবে এক গুরুত্বপূর্ণ তথ্য যে শহর অঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে কিন্তু বেশি লোকজন বসবাস করে। স্বাধীনতার এত বছর পরেও যে আমরা শহর অঞ্চলের লোকজন এর জীবন যাত্রার মান উন্নত  করে তুলতে পেরেছি আমার নয় আর এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে গ্রামাঞ্চলের ক্ষেত্রে। রাজ্য সরকার ও কেন্দ্র সরকার হয় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে গ্রামবাসীদের উন্নয়নের জন্য। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা এমনি এক Scheme বা Prakalpa এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি যার মূল লক্ষ্য গ্রাম বাংলার সাধারণ মানুষদের জীবিকা নির্বাহের সাহায্য করা।

Anandadhara Scheme কী (What is Anandadhara Scheme)?

17 May, 2012 এ পশ্চিমবঙ্গের তৎকালীন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি মহাশয়া The National Rural Livelihood Mission (NRLM) Anandadhara Scheme চালু করেছেন। প্রসঙ্গত কেন্দ্র সরকার স্বাধীনতার কিছু কালের মধ্যেই National Rural Livelihoods Mission (NRLM) শুরু করা হয় যা Ministry of Rural Development (MoRD)  এর অন্তর্গত। প্রাথমিকভাবে এই Scheme শুরু করার মূল উদ্দেশ্য গ্রাম বাংলার সাধারন মানুষের আর্থিক সাহায্য প্রদান, বিভিন্ন অধিকার প্রদান এবং মূল সমাজে ফিরিয়ে নিয়ে আসা ইত্যাদি। এই উদ্দেশ্য গুলি কে বাস্তবায়ন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে WBSRLM (West Bengal State Rural Livelihoods Mission) যা Society Registration Act 1860র অধীনে একটি নিবন্ধিত সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে।

Anandadhara Scheme প্রদানের উদ্দেশ্য কী (Objective 

of Anandadhara Scheme)?

  • গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক মানুষকে স্ব-নিয়ন্ত্রিত সংস্থায় আশ্রয় দেওয়া এবং জীবিকা নির্বাহে সাহায্য করা। এই Scheme এর মূল লক্ষ্য হল উন্নয়ন সূচকগুলিকে দরিদ্রদের কাছে আরও সহজলভ্য করা।
  • রাজ্যের প্রতিটি দরিদ্র মহিলা কে স্বনির্ভর করে তোলা।
  • গ্রাম বাংলার সাধারণ মানুষকে জীবনযাত্রার মূল স্রোতে ফিরিয়ে আনা।
  • রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ানোর যা সরাসরি প্রভাব ফেলবে বাংলা সাধারণ মানুষের ওপর।

কারা আবেদন করতে পারবে Anandadhara Scheme এর জন্য (Eligibility of Anandadhara Scheme):-

  • পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি দরিদ্র মহিলা Anandadhara Scheme এর সুবিধা পেতে সক্ষম হবেন। যাইহোক, এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে এই Scheme এর সুবিধাগুলি পাওয়ার আগে, তাদের স্ব-সহায়ক বা স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করতে হবে।
  • রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের অধীনে সবলা নামে একটি Scheme চালু করেছে যা সারা দেশে অঙ্গনওয়ারীর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
  • আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 60 বছর এর মধ্যে।
  • Family Annual Income 1 লক্ষ 30 হাজার এর মধ্যে হতে হবে।

Anandadhara Scheme এর বৈশিষ্ট্য কি? (Key Features of Anandadhara Scheme ):-

  • Universal Social Mobilisation :-  গ্রাম বাংলার প্রতিটি পরিবারের একজন মহিলা একটি স্বনির্ভর গোষ্ঠী তে সংঘটিত হবে যা তাদের আর্থিক অবস্থার উন্নয়নে সাহায্য করবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম , Block ,জেলা সহ রাজ্যে একটি পরিকাঠামো স্থাপন করা , যা গ্রামবাসীর অভিন্ন অঙ্গ হয়ে দাঁড়াবে।
  • Institute Building:– স্বনির্ভর গোষ্ঠীর নির্মাণ যা গ্রাম থেকে রাজ্য স্তরের বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে এবং তাদের সামাজিক উন্নতি সাধন হবে।
  • Skill Development:- গ্রাম বাংলার সাধারন মানুষ এর কর্মক্ষেত্রের বিভিন্ন প্রয়োজনীয় Skill Based শিক্ষা প্রদান করা।
  • Building a Pro Poor Financial Sector:- Loan প্রদানের মাধ্যমে গ্রামবাসীকে অর্থনৈতিক অবস্থা সচ্ছল করার প্রচেষ্টা, Community Investment Fund তৈরি, Bank Mitras এবং Community Service Provider (Bank Linkage) প্রস্তুত, Micro Insurance এর মাধ্যমে গ্রামবাসীকে সামাজিক সুরক্ষা প্রদান ও গ্রামবাসীকে বিভিন্ন Financial Education এর মাধ্যমে শিক্ষা প্রদান। 
  • Livelihoods promotion:-গ্রাম বাংলা এটি লক্ষ্য করা যায় বেশিরভাগ জনসাধারণ মাত্র একটি কিংবা দুটি পেশার সঙ্গে যুক্ত সেটি মূলত কৃষিক্ষেত্রে সঙ্গে সংযুক্ত। এরকম পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কখনো কখনো কোনো কারনে যদি কৃষি কাজ ঠিকঠাক না হয়ে থাকে তাহলে তাদের বিভিন্ন সমস্যার পড়তে হয় । যদি সাধারন মানুষ দুই বা তিন ধরনের কাজের ক্ষেত্রে যুক্ত থাকে সেক্ষেত্রে তাদের আর্থিক সমস্যা খুব একটা দেখা যায় না। এই Scheme এর মাধ্যমে বিভিন্ন হয় Livelihoods promotion এর চেষ্টা করা হয়েছে।
  • Rural Self Employment Training Institutes:- গ্রাম বাংলায় বিভিন্ন Self Employment Training Institutes এর স্থাপন এই Scheme এর মূল বৈশিষ্ট্য।
  • Marketing Support ও Infrastructure প্রস্তুত:– যে কোন সমাজে ব্যবসার জন্য দরকার উন্নত মানের Infrastructure ও Marketing Support । যা তৈরি করবেন রাজ্য সরকার এই Scheme এর অন্তরে।

Anandadhara Scheme এর সুবিধা কি?( Benefits of Anandadhara Scheme ):-

  1. আর্থিক সাহায্য প্রদান:-

 পশ্চিমবঙ্গ গ্রামীণ জীবিকা মিশন এর তরফ থেকে প্রত্যেক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের 15000 টাকা প্রদান করা হবে সঙ্গে Additional 5000 টাকার Loan পেতে পারে এই Scheme এর মাধ্যমে । তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীদের আলাদাভাবে Loan প্রদানের ও ব্যবস্থা করা হয়ে থাকে

2. প্রশিক্ষণ প্রদান:- 

  • রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের মেলা আয়োজন করা হয়ে থাকে (যেমন:- সবলা মেলা)। যেখানে সাধারন মানুষ নিজেদের কাজ সাধারণের কাছে দেখাতে পারে এবং সেখান থেকে অর্থ উপার্জনের এক সুনির্দিষ্ট রাস্তা তৈরি করতে পারে। 
  • এই Scheme এর অধীনে যে কোন গ্রামীণ দরিদ্র মেয়েরা স্বনির্ভর গোষ্ঠীতে যোগদানের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ মূলক শিক্ষা অর্জন করতে পারবেন এবং তদসংলগ্ন বিভিন্ন সুবিধা লাভ করতে পারবে।
  • বিশেষত ST/SC Category অন্তর্ভুক্ত মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ মূলক শিক্ষায় শিক্ষিত করে তোলা।
  • প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে স্বনির্ভর গোষ্ঠী কে অন্তর্ভুক্ত করা হবে যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এবং সে পরিবারে অন্নসংস্থানের ও দায়িত্ব গ্রহণ করতে পারবে ভবিষ্যতে।

Anandadhara Scheme এর জন্য কেমন করে আবেদন করবেন? (Anandadhara Scheme Application Process) :-

  • যদি আপনি এই Scheme এর জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে একসঙ্গে বেশকিছু মহিলাকে একত্রিত করুন (সবার মানসিকতা এক হলে ভালো হয়)।
  • Group Members দের নাম আলোচনা করে A4 Size পেপারে লিখুন।
  • সঙ্গে আপনাকে একটি দরখাস্ত পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে সব Member এর Signature সহ।
  • এরপর আপনাকে একটি Joint Bank Account তৈরি করতে হবে সরকারি ব্যাংকে।
  • একটি নির্দিষ্ট Amount সকল Member দের সেই Bank Account এ জমা দিতে হবে ছয় মাস পর্যন্ত । 
  • ছয় মাস পর সেই ব্যাংকের পক্ষ থেকে Anandadhara Scheme এর মাধ্যমে আপনাদের Group এর জন্য 1 লক্ষ 50 হাজার টাকা বরাদ্দ করা হবে। 

Anandadhara Scheme এর Contact Details:-

এই Scheme সম্বন্ধিত প্রয়োজনীয় তথ্য ও আপনার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েতে এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েতে এ গিয়ে কথা বলুন।

FAQ:-

1. Anandadhara Scheme এর মাধ্যমে সাহায্য প্রদান কবে থেকে শুরু হয়েছে?

ANS:- 17 May, 2012 

2. এখন কি আমি আবেদন করতে পারবো Anandadhara Scheme এর জন্য?

ANS:- হ্যাঁ আপনি পারবেন , সারাবছরই আবেদন চলে এই Scheme এর জন্য।

3. Anandadhara Application Form কোথায় পাবেন?

ANS:- আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করুন Application Form পেয়ে যাবেন ।

4. NRLM Full Form কি?

ANS:- The National Rural Livelihood Mission 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *