PAN Card | PAN Card in Bengali | NSDL PAN Card | Eligibility for PAN Card | PAN Card Status in Bengali | Benefits of PAN Card | PAN Card Application Process in Bengali
সূচী
প্যান কার্ড কী (What is PAN Card)?
PAN কথাটি সম্পূর্ণ অর্থ হলো Permanent Account Number। ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তি বা ব্যবসায়ী সমিতি কিংবা অন্য কোন সংস্থার একটি মাত্র Permanent Account Number থাকবে।
ভারতবর্ষের নাগরিক পরিচয় পত্র গুলির মধ্যে অন্যতম একটি পরিচয় পত্র হলো PAN Card। এই Card টি ভারতের সর্বোচ্চ গ্রহণযোগ্য একটি পরিচয় পত্র। এই Card এ একজন ব্যক্তির নাম, পিতার নাম কিংবা জন্ম তারিখ প্রভৃতি সমস্ত তথ্য উল্লেখিত থাকে। এ কারণে একটি পরিচয় পত্র হিসেবে এই PAN Card এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়া PAN Card এ সবচাইতে বেশি ব্যবহার রয়েছে Tax প্রদানের ক্ষেত্রে। একজন ব্যক্তি জীবিকা নির্বাহ কালে সরকারি খাতে এবং বিভিন্ন বেসরকারি খাতে এক বিশাল অঙ্কের টাকা ট্যাক্স প্রদান করে থাকে। পূর্বে সাধারণ মানুষের থেকে বিভিন্ন প্রকারের ট্যাক্স অর্থাৎ কর আদায়ের ক্ষেত্রে সরকারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। এই সমস্যাগুলি সমাধানের জন্য ভারত সরকার প্রত্যেক নাগরিকের জন্য একটি করে PAN Card এর ব্যবস্থা করেছে। একজন ব্যক্তি তার সম্পূর্ণ জীবন কালে একটি মাত্র PAN Card পেতে পারেন। এই PAN Card এর মধ্যে দশটি ডিজিটের একটি স্থায়ী নম্বর প্রদান করা হয়। যে কোন প্রকারের কর প্রদানের ক্ষেত্রে কিংবা আর্থিক লেন-দেনের ক্ষেত্রে এই নম্বরের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিদেশ যাত্রা কালেও এই PAN Card এর প্রয়োজন পড়ে। এছাড়াও ভারতীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রা ভাঙাতে গেলে কিংবা শেয়ারবাজারে বিভিন্ন পরিমাণে শেয়ার কিনতে গেলে PAN Card এর অবশ্যই প্রয়োজন।
ভারত সরকারের তরফ থেকে ভারতীয় নাগরিকদের জন্য প্রদত্ত পরিচয় পত্র গুলির সঙ্গে PAN Card এর পার্থক্য এই যে – অন্যান্য পরিচয় পত্র যেমন Aadhar Card, Voter Card প্রভৃতি সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের জন্য উপলব্ধ করা হয়, কিন্তু PAN Card এর জন্য প্রাপ্ত বয়স্ক নাগরিকদের আলাদা করে আবেদন করতে হয় এবং রেজিস্ট্রেশন এর ফি পেমেন্ট করতে হয়। ভারতবর্ষের একজন প্রাপ্তবয়স্ক নাগরিক শুধুমাত্র তার Aadhar Card ব্যবহার করে PAN Card এর জন্য আবেদন করতে পারবে।
প্যান কার্ড প্রদানের উদ্দেশ্য কী (Objective of PAN Card)?
- ভারতবর্ষের সর্বত্র গ্রহণযোগ্য এমন একটি নাগরিক পরিচয় পত্র প্রদান করা ।
- যেকোনো নাগরিকের সমস্ত প্রকারের Tax প্রদানে Digital পদ্ধতি নিয়ে আসা।
- প্রত্যেক নাগরিকের মাথাপিছু আয় এবং প্রদত্ত Tax এর পরিমাণ Track করা।
- ভারতের সর্বত্র যে কোন প্রকারের দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের সুবিধা প্রদান করা।
- Banking Transction এর তথ্য সংগ্রহ করা।
- বিদেশে ভ্রমণকালে অথবা বিভিন্ন প্রয়োজনে ভিনদেশে টাকা পাঠানোর সময় দুই দেশের মুদ্রার সমতা রক্ষা করা।
বিশেষ দ্রষ্টব্য:- 1 জানুয়ারি 2017 এর পর থেকে ভারতবর্ষের আয়কর বিভাগ নতুন এক ধরনের PAN Card এর প্রচলন শুরু করেছে। এই প্রকার PAN Card গুলি পূর্বের PAN Card এর চাইতে অনেক উন্নত এবং সুবিধাজনক। নতুন PAN Card এর গুলিতে একটি Quick Response বা QR কোড রয়েছে যা ব্যক্তিত্ব পরিচয় পত্র বহন করবে। নতুন প্রকারের PAN Card এর PAN Card নম্বর এবং স্বাক্ষরের স্থান পরিবর্তন করা হয়েছে। ব্যক্তির নাম, পিতার নাম এবং জন্মতারিখ যুক্ত করার জন্য আলাদা একটি সেকশন তৈরি করা হয়েছে। একবার অবশ্যই যাচাই করে নিবেন আপনার PAN Card টি আপডেট রয়েছে কিনা যদি না থেকে থাকে অবশ্যই অতি শীঘ্রই আপডেট করুন আপনার PAN Card টি ।
PAN Card এর ধরণ কি? (Types of PAN Card):-
বাজারে মোট চার ধরনের PAN Card পাওয়া যায় যথা-1) PAN Card for Indian Individuals, 2) PAN Card for Indian Companies, 3) PAN for Foreign Citizens, 4) PAN for Foreign Companies
কারা আবেদন করতে পারবে প্যান কার্ড এর জন্য (Eligibility for Holding PAN Card):-
ভারতবর্ষের Income Tax Act এর section 139A অনুযায়ী নিম্নলিখিত কর প্রদানকারী সংস্থা গুলির একটি করে Permanent Account Number (PAN) থাকতে হবে –
- ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি আয়কর বিভাগে প্রধানে দায়বদ্ধ। Task Slap এর উপর ভিত্তি করে প্রত্যেক ব্যক্তির উপরে এই আয় কর ধার্য করা হয়।
- যে কোন ব্যাক্তি যিনি কোন প্রকার ব্যবসা বা অন্য কোন জীবিকার মাধ্যমে বার্ষিক 5 Lakh টাকার বেশি উপার্জন করছেন তাকে অবশ্যই Tax প্রদান করতে হবে।
- যে কোন প্রকারের আমদানিকারক বা রপ্তানিকারক কোম্পানি ভারতবর্ষের আয়কর আইন অথবা অন্য যে কোন প্রচলিত আইন অনুসারে Tax প্রদানে বদ্ধপরিকর।
- সমস্ত প্রকারের ট্রাস্ট, দাতব্য সংগঠন এবং সমস্ত প্রকারের সমিতি।
PAN Card এর বৈশিষ্ট্য কি (Key Features of PAN Card) ?:–
- এই PAN Card ভারতীয়দের অন্যতম একটি পরিচয় পত্র। PAN Card এর মধ্যে একজন ব্যক্তির নাম, জন্মতারিখ,ছবি প্রভৃতি সমস্ত তথ্য থাকে। কাজেই একটি পরিচয় পত্র হিসেবে এই PAN Card এর অশেষ গুরুত্ব রয়েছে।
- একজন ব্যক্তি সরকারি খাতে কত টাকা কর প্রদান করছে তার সমস্ত তথ্য ট্র্যাক করা সম্ভব এই PAN Card এর মাধ্যমে।
- কর প্রদানের হিসেবে না রাখলে একজন ব্যক্তিকে একাধিক বার কর প্রদান করতে হতে পারে।
- বিভিন্ন প্রকার আধুনিক পরিষেবা যেমন বৈদ্যুতিক পরিষেবা টেলিফোন রান্নার গ্যাস প্রভৃতি ক্ষেত্রে বিল প্রদান করতে গেলে PAN Card এর ব্যবহার করা যেতে পারে।
PAN Card এর সুবিধা কি?( Benefits of PAN Card ):-
- প্রত্যেক করদাতাদের ক্ষেত্রে PAN Card অতি গুরুত্বপূর্ণ একটি Documents। বর্তমানে সমস্ত প্রকারের আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই Card এর প্রয়োজন রয়েছে।
- এই Card এর মাধ্যমে সরকার একজন ব্যক্তির সমস্ত প্রকার আর্থিক আয় এবং ব্যয়ের হিসাব ট্র্যাক করতে পারবে।
- আয়কর প্রদান, কোন প্রকার টেক্স রিফান্ড পাওয়া অথবা আয়কর বিভাগের সঙ্গে যোগসূত্র স্থাপনের ক্ষেত্রে এই কার্ডের গুরুত্ব অপরিসীম।
- ভারতবর্ষের কেন্দ্রীয় বাজেট 2019 এ একটি প্রস্তাব রাখা হয় যেখানে বলা হয়, যে সমস্ত ক্ষেত্রে গুলিতে PAN Card এর বাধ্যতামূলক প্রয়োজনীয়তা রয়েছে সেখানে সাধারণ মানুষ নিজস্ব Aadhar Number ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি একটি PAN Card না থাকে অথবা PAN Card এর সঙ্গে Aadhar Number সংযুক্ত না থাকে তবুও আপনাকে নতুন করে PAN Card এর জন্য আবেদন করতে হবে না। যদিও এই সমস্ত নিয়ম কানুণ গুলি ভারতবর্ষে এখনো লাগু করা সম্ভব হয়নি, প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
কোন কোন ক্ষেত্রে PAN Card বাধ্যতামূলক (Why PAN Card Mandetory)?
- যে কোন প্রকারের প্রত্যক্ষ কর প্রদান করার সময় PAN Card প্রয়োজন
- ইনকাম ট্যাক্স প্রদানের সময় প্রদানকারীদের নিজস্ব PAN Card নম্বর প্রদান করতে,
- এছাড়াও বিভিন্ন প্রকার দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে PAN Card প্রয়োজন। –
- 5 Lakh টাকার ঊর্ধে যে কোন প্রকার স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে।
- ব্যাংকে 50000 টাকার বেশি লেনদেন করতে গেলে।
- 50000 টাকার উর্ধে কোন প্রকার বন্ড ক্রয় করলে।
- দুই চাকার উর্ধ্বে কোন প্রকার যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে।
- 50000 টাকার মূল্যের শেয়ার ক্রয় করা অথবা 50 হাজার টাকা মূল্যের বীমা পলিসি ক্রয় করা।
- ভারতবর্ষের বাইরের কোন দেশে টাকা পাঠানোর জন্য।
- 5 Lakh টাকার ঊর্ধে সোনার গয়না কিনলে।
PAN Card এর জন্য কেমন করে আবেদন করবেন? (PAN Card Application Process) :-
PAN Card Online Application Process:-
- PAN Card এর জন্য আবেদন করতে হলে প্রথমে নিম্নলিখিত লিংক এ ক্লিক করুন “https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html“
- হোমপেজ থেকে প্রথমে Application Type নির্বাচন করুন তারপরে Category Select করুন।
- এরপরে সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন নাম, Date of Birth, Email ID, Mobile Number প্রভৃতি তথ্যগুলো সঠিক ভাবে প্রদান করতে হবে।
- একটি Captcha Code পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
- এবারের নতুন একটি পেজ ওপেন হবে, আবেদনকারীকে একটি Acknowledgement Number প্রদান করা হবে।
- এরপরে সমস্ত Document গুলির ফটোকপি পোস্ট অফিস অথবা কুরিয়ার এর মাধ্যমে NSDL এর অফিসে পাঠাতে হবে।
- এরপরে Document গুলি যাচাই করা হবে এবং সরাসরি আয়কর অফিস থেকে আবেদনকারীর বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে আবেদনকারীর PAN Card টি প্রদান করা হবে।
PAN Card Offline Application Process:-
- PAN Card এর জন্য Offline এ আবেদন করতে হলে প্রথমে একটি Form সংগ্রহ করতে হবে। Application Form Download করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন – https://www.tin-nsdl.com/
- Downloads Section এর মধ্যে থেকে PAN অপশনটিতে ক্লিক করুন
- এরপরে Form 49A’ লিংকে ক্লিক করলে একটি PDF ফাইল আকারে আবেদনের জন্য Form টি প্রদর্শিত হবে, Form টি Download করে Print করে নিতে হবে।
- সম্পূর্ণ Application Form টি ভালোভাবে পূরণ করতে হবে এবং Passport Size Photo সহকারে Form এ উল্লেখিত অন্যান্য সমস্ত Document Foem এর সঙ্গে জুড়ে দিতে হবে।
- সমস্ত Document গুলি একটি খামের মধ্যে ভরে দিতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় প্রেরণ করতে হবে – Income Tax PAN Services Unit, Protean eGov Technologies Limited e-Governance Infrastructure Limited, 5th floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune – 411016.
- চিঠির খামের উপরে অবশ্যই এই লেখা টি মেনশন করে দিতে হবে -“APPLICATION FOR PAN-N-Acknowledgement Number’
- Registration Fees হিসেবে Rs.115.90 টাকা জমা করতে। এই Registration Fees Demand Draft এর মাধ্যমে মুম্বাইয়ের ‘Protean eGov Technologies Limited – PAN’ জমা করা যেতে পারে।
- বিশেষভাবে উল্লেখ্য যে প্যান কার্ডের আবেদনের সময় মোট দুই প্রকারের আবেদন পত্র পাওয়া যায়। এগুলি হল -Form 49A এবং Form 49AA. Online এবং Offline উভয় ক্ষেত্রেই এই দুই প্রকার Form পাওয়া যায় –
- Form 49A: ভারতে বসবাসকারী ব্যক্তিরা এবং সমস্ত প্রকার ভারতীয় সংস্থা প্যান কার্ডের আবেদনের সময় এই ফরমটি পূরণ করতে পারেন। এছাড়াও শিক্ষার্থীরা এবং অপ্রাপ্ত বয়স্করা প্যান কার্ডের আবেদন করতে গেলে এই ফরমটি পূরণ করবেন।
- Form 49AA: ভিনদেশী অর্থাৎ ভারতবর্ষের বাইরের দেশের কোনো নাগরিক ভারতবর্ষে প্যান কার্ডের আবেদন করতে গেলে এই ফরমটি পূরণ করবেন।
PAN Card এর জন্য কেমন করে আবেদন এর জন্য প্রয়োজনীয় Documents (Important Documents for Applying PAN Card ):-
- Aadhar card
- Voter ID card
- Passport size photo
PAN Card এর Status জানবেন কিভাবে (PAN Card Status Checking Process):-
- PAN Card এর Status জানার জন্য প্রথমে UTIITSL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে – https://www.trackpan.utiitsl.com/PANONLINE/trackApp
- নতুন একটি পেজ প্রদর্শিত হবে, নির্দিষ্ট স্থানে PAN Number’ অথবা ‘Application Coupon Number’ প্রদান করতে হবে
- DOB ইনপুট করতে হবে।
- একটি Captca Code পূরণ করতে হবে এবং ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- এবারে Application Form Status প্রদর্শিত হবে।
Aadhar Card এর মাধ্যমে PAN Card Status জানবেন কিভাবে (How to know PAN Card Status through Aadhar Card ?
Aadhar Card এর মাধ্যমে PAN Card এর Status জানতে হলে প্রথমে ভারতের আয়কর বিভাগের অফিসের ওয়েবসাইট এ যেতে হবে – www.incometaxindiaefiling.gov.in
- Homepage থেকে ‘Instant PAN through Aadhaar’ লিংকে ক্লিক করতে হবে।
- আবার একটি নতুন পেজ ওপেন হবে, এই পেজ থেকে ‘Check Status / Download PAN’ বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনকারীর আধার নম্বর প্রদান করতে হবে এবং একটি ক্যাপচা কোড পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
- মোবাইল নম্বরে একটি OTP আসবে, এই কোডটি ইনপুট করে লগইন করতে হবে।
- এবারে প্যান কার্ডের আবেদন এর বর্তমান স্থিতি প্রদর্শিত হবে।
Original PAN Card হারিয়ে গেলে কিভাবে Duplicate PAN Card এর জন্য আবেদন করবেন (How to apply for a Duplicate PAN Card if you have Lost your Original PAN Card):-
যদি কোনো কারণবশত আপনার Original PAN Card হারিয়ে যায় এবং Duplicate PAN Card এর জন্য আবেদন করতে হয় তাহলে নিম্নে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে আপনি খুব সহজেই Duplicate PAN Card পেতে পারেন।
- TIN-Protean eGov Technologies Limited (formerly NSDL) বা UTIITSL এর Official Website ভিজিট করুন।
- যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে 49A Form Fill Up করুন বা Foreigner হলে 49AA Form Fill Up করুন।
- Duplicate PAN Card Order এর জন্য Payment সম্পন্ন করুন।
- এখন আপনার Application Form টির Print Out কপি বের করুন এবং নিম্নে প্রদান করা Address এ Application Form টি পাঠিয়ে দিন।
Income Tax PAN Services Unit, Protean eGov Technologies Limited e-Governance Infrastructure Limited, 5th Floor, Mantri Sterling, Plot No. 341, Survey No. 997/8, Model Colony, Near Deep Bungalow Chowk, Pune – 411 016.
- Application Form জমা দেওয়ার মোটামুটি 45 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার Duplicate PAN Card।
FAQ:-
1. PAN Card Application Form কিভাবে পাওয়া যাবে ?
ANS:- PAN Card আবেদনের জন্য নিম্নে উল্লেখিত ওয়েবসাইটে যেতে হবে – https://www.tin-nsdl.com/downloads/pan/downloads-pan.html, সম্পূর্ণ আবেদন পদ্ধতি উপরে বর্ণনা করা হয়েছে।
2. Offline Application Form এর মধ্যেই ছবি কিভাবে Attach করতে হবে ?
ANS:- নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সাম্প্রতিককালে তোলার দুইটি রঙিন ছবি প্রদান করতে হবে। ছবির আকার হতে হবে 3.5 cm x 2.5 cm.। ছবি কখনোই আবেদনপত্রের সঙ্গে স্টাপলার দিয়ে পিন দিয়ে আটকানো যাবেনা। আবেদনকারীকে সম্পূর্ণ ছবি জুড়ে স্বাক্ষর করতে হবে, খেয়াল রাখতে হবে যেন স্বাক্ষর এর একটি অংশ ছবির উপরে এবং বাকি অংশ ফর্ম এর মধ্যে থাকে।
3. আবেদনের সময় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি কি বাধ্যতামূলক ?
ANS:- হ্যাঁ, আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেইল আইডি প্রদান করতে হবে যাতে আবেদন সংক্রান্ত যেকোন সমস্যায় আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এছাড়াও আবেদনকারী যদি ইমেইল আইডি প্রদান করে থাকে তবে প্যান কার্ডের নম্বরটি তার ইমেইলে প্রেরণ করা হবে।
4. আবেদনপত্র সফলভাবে জমা করলে কি কোন প্রকার Acknowledge Slip পাওয়া যাবে ?
ANS:- হ্যাঁ, আবেদনপত্র সঠিকভাবে জমা করলে 15 টি অক্ষরের একটি একনলেজমেন্ট নম্বর প্রদান করা হবে।
5. PAN Card গ্রহণ করার পরে কার্ডের ছবিটি কি পরিবর্তন করা যাবে ?
ANS:- হ্যাঁ, আপনার PAN Card এর ছবিটি যদি অস্পষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি তা পরিবর্তন করতে পারেন। যে পদ্ধতিতে প্যান কার্ডের উল্লেখিত নাম, জন্মতারিখ প্রভৃতি তথ্য পরিবর্তন করা যায় একইভাবে আবেদনকারীর ছবিও পরিবর্তন করা সম্ভব। এর জন্য আপনাকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://tin.tin.nsdl.com/pan/,