Sabooj Sathi Scheme 2022 PDF, Eligibility, Application Process, WB Bicycle Distribution Status more in Bengali!

Sabooj Sathi Scheme  |  Sabooj Sathi Prakalpa in Bengali |   Sabuj Sathi Log In  |  Sabooj Sathi Form PDF  |   Sabooj Sathi Log In  |  Sabuj Sathi Scheme Eligibility

স্বাধীনতা লাভের 75 বছর পরেও ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থার এখনো উন্নতি হয়নি। এই অসুবিধার সরাসরি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সহ ছাত্র-ছাত্রীদের। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় পরিবহনের সমস্যার জন্য তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি  2015-16 শিক্ষাবর্ষে Sabooj Sathi এর ঘোষণা করা হয়।

সবুজ সাথী প্রকল্প কী (What is Sabooj Sathi Scheme)?

পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র-ছাত্রী পরিবহনগত সমস্যা সমাধানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী 2015 -16 শিক্ষাবর্ষে Class IX থেকে XII পর্যন্ত Class এ পাঠরত মোটামুটি 40 Lakh ছাত্র-ছাত্রীদের Bicycle সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। প্রাথমিকভাবে প্রদান করা হয় 25 Lakh এবং বাকি 15 Lakh Bicycle প্রদান করা হয় পরবর্তী অর্থবর্ষে। এই প্রকল্পের নামকরণ এবং Logo উভয় তৈরি করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি নিজেই। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সর্বপ্রথম 2015 সালের October মাসের Paschim Medinipur জেলায় এই প্রকল্প এর উদ্বোধন করা হয়। পাওয়া তথ্য অনুসারে 2015 সাল থেকে মোটামুটি 1 Crore এরও বেশী ছাত্র-ছাত্রীদের এখনো পর্যন্ত বিনামূল্যে Bicycle প্রদান করা হয়েছে ।

সবুজ সাথী প্রকল্প প্রদানের উদ্দেশ্য কী (Objective of Sabooj Sathi Scheme)?

  • স্কুলে পাঠরত ছাত্র-ছাত্রীদের সংখ্যা বাড়ানো।
  • স্কুল শিক্ষার প্রতি ছাত্র ছাত্রীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদের আরো শিক্ষার আওতায় নিয়ে আসা।
  • গ্রামাঞ্চলে পাঠরত ছাত্র-ছাত্রীদের পরিবহন গত সমস্ত সমস্যার সমাধান ।
  • পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা স্থাপন সহ রাজ্যবাসীকে উৎসাহ প্রদান করা পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে।
  • ধনী এবং গরীব ছাত্রছাত্রীদের মধ্যে ভারসাম্য রক্ষা।

কারা আবেদন করতে পারবে সবুজ সাথী প্রকল্প এর জন্য (Eligibility of Sabooj Sathi Scheme):-

  • আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ছাত্রছাত্রীকে অবশ্যই সম্পূর্ণ সরকারি কিংবা সরকারি অর্থের আনুকূল্যে চলিত স্কুলে পাঠরত হতে হবে, মাথায় রাখবেন Madrasah তে পাঠরত হলেও আবেদনকারীরা আবেদন করতে পারবে।
  • Class IX (9) থেকে Class XI (12) এর মধ্যে কিরে কোন ক্লাসে আবেদনকারীকে পাঠরত হতে হবে।

সবুজ সাথী প্রকল্প এর বৈশিষ্ট্য কি? (Key Features of Sabooj Sathi Scheme):-

  • বিশাল Operation Challenge পার করার জন্য এই প্রকল্পের অধীনে এক E Governance Mechanism প্রস্তুত করা হয়েছে।
  • এখনো পর্যন্ত মোটামুটি 12000 স্কুলের 6 Million ছাত্র-ছাত্রীর এই প্রকল্পের অধীনে Bicycle পেয়েছে।
  • এই প্রকল্পের অধীনে পরিবহনের জন্য 1000 ট্রাক, 250 মধ্যবর্তী ডেলিভারি পয়েন্ট এবং 12000 চূড়ান্ত গন্তব্য স্থান নির্ধারণ করা হয়েছে ছাত্রছাত্রীদের কাছে Bicycle পৌঁছে দেওয়ার জন্য।
  • এই প্রকল্প সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে 3500 জন Fitter এর কার্যকরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে 20000 Bicycle প্রস্তুত করা হয়।
  • স্কুল পরিত্যাগ এর হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে এই প্রকল্প এর মাধ্যমে।

সবুজ সাথী প্রকল্প এর সুবিধা কি?( Benefits of Sabooj Sathi Scheme):-

এর প্রকল্প এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারী  কিংবা সরকারি অর্থের আনুকূল্যে চলিত স্কুলে শিক্ষালয় এ Class IX (9) থেকে Class XI (12) এর সমস্ত ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে Bicycle পাবে। যা তাদের সাহায্য করবে পরিবহনের ক্ষেত্রে।

সবুজ সাথী প্রকল্প এর জন্য কেমন করে আবেদন করবেন? (Sabooj Sathi Scheme Application Process) :-

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তোমাদের এই Scheme এর জন্য Application এর জন্য Form Fill Up করতে হবে না। তোমাদের শুধুমাত্র নিজেদের প্রয়োজনীয় Documents গুলি নিজের নিজের শিক্ষা প্রতিষ্ঠান প্রদান করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই তোমাদের Application Form জমা দেওয়া হবে Online এ।

আমরা নিম্নে যে পদ্ধতি বর্ণনা করছি সেটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে কার্যকরী হবে।

  • সর্বপ্রথম ভিজিট করুন Sabooj Sathi এর Official Website।
  • Home Page এই আপনি পেয়ে যাবেন Log In Option সেটিতে ক্লিক করুন।
  • আপনি Institution Level/Circle Level/Block Level/ District Level না State Level থেকে Log In করতে চাইছেন , সেটিতে ক্লিক করুন।
  • পরের পেজে এখন প্রদান করুন আপনার Application ID, Password ও Captcha Code।
  • আপনি যেই Phrase এর জন্য আবেদন করছেন সেটি বেছে নিন এবং সঙ্গে থাকা Online Entry অপশনে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য সহ Student দের Entry করুন এবং Submit বাটনে ক্লিক করুন।
  • এখন আপনার সামনে চলে আসবে আপনার Application ID , পরবর্তীকালে আপনি এই ID দিয়েই আপনার Application Form এর Status জানতে পারবেন। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিচে দেখুন।

সবুজ সাথী প্রকল্প এর Status জানবেন কিভাবে (Sabooj Sathi Scheme Status Checking Process):-

যদি আপনি ইতিমধ্যে Sabooj Sathi Scheme এর জন্য Application Submit করে থাকেন তাহলে , নিম্নে উল্লেখিত পদ্ধতি অনুমান করে আপনি সহজেই আপনারApplication Form এর Status জেনে নিতে পারবেন ।

  • সর্বপ্রথম ভিজিট করুন Sabooj Sathi এর Official Website। Mobile থেকে Status Check করতে হলে Desktop Mode On করুন।
  • Homepage থেকে Quick Link এর মধ্যে থাকা Students Corner অপশনে ক্লিক করুন।
  • নতুন Page এ এখন প্রদান করতে হবে Applicant ID এবং Applicant DOB এবং সঙ্গে থাকা Captcha Code পূরণ করুন।
  • এখন আপনি জানতে পেরে যাবেন আপনার Application Form এর Status।

সবুজ সাথী প্রকল্প এর জন্য কেমন করে আবেদন এর জন্য প্রয়োজনীয় Documents (Important Documents for Applying Sabooj Sathi Scheme):-

  • Aadhar card
  • Student’s ID card
  • Ration card
  • Residence certificate
  • Active Mobile number
  • Passport size photograph

সবুজ সাথী প্রকল্প এর Helpline Number/ Contact Details: –

অনেকক্ষেত্রে দেখা যায় ছাত্র-ছাত্রীদের Application এর পর বিভিন্ন সমস্যায় পড়তে হয়। যদি আপনি ও আপনার সমস্ত সমস্যার সমাধান নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করে পেতে পারেন।

919123917773

saboojsathi-wb@gov.in

তাছাড়া জেলা ভিত্তিক সমস্ত তথ্য, Nodal Officer এর নাম, Contact Number ও Email ID ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত জানার জন্য নিম্নে প্রদান করা Download Section এ ক্লিক করুন।

FAQ:-

1. Sabooj Sathi Scheme Official Website কি?
2. Sabooj Sathi এর মাধ্যমে Bicycle কবে থেকে প্রদান করা হয়?

ANS:-2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *