West Bengal Marriage Registration 2022: Apply Online, Documents, Eligibility, Help Line more in Bengali!

Online Marriage Registration in Bengali |  West Bengal Marriage Registration | Marriage Registration Form | https://rgmwb.gov.in/ |West Bengal Marriage Registration Process | Apply for Marriage Certificate Online 

বিবাহ একটি পবিত্র সামাজিক বন্ধন যা প্রতিটি ধর্মের ক্ষেত্রেই দেখা যায় যদিও ধর্ম বিশ্বাসে রীতিনীতি বেশ কিছুটা পরিবর্তন দেখা যায়। তবুও মোটামুটি Marriage তথা বিবাহ এর প্রয়োজনীয়তা ও সামাজিক রীতিনীতি একই দেখা যায়। বর্তমানে ধর্মীয় মতে বিবাহ যথেষ্ট নয় আইনগত বা সরকারি রীতিনীতি মেনে বিবাহ বাধ্যতামূলক কারণ মোটামুটি সব ক্ষেত্রেই দরকার পড়ে থাকে Registration Certificate। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের Registration Process কমবেশি আলাদা হয়ে থাকে। এ আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব West Bengal Marriage Registration Process সম্বন্ধে বিস্তারিত আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। 

West Bengal Marriage Registration Certificate কী?

বিবাহের সম্পর্কগুলোকে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য প্রত্যেক স্বামী স্ত্রীকে বিবাহ Registration করাতে হয়। সাধারণ মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার Marriage Registration এর জন্য একটি Online Portal  চালু করেছে। এই Portal  থেকে সাধারণ মানুষ খুব সহজেই Marriage Registration এর জন্য আবেদন করতে পারবে। পূর্বে নব দম্পতিকে Marriage Registration এর জন্য আদালতে আবেদন করতে হতো এবং একজন আইনজীবির সাহায্য নিয়ে  Registration এর জন্য আবেদন করতে হতো। এই পদ্ধতি অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। সাধারণ মানুষের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার বিবাহের  Registration এর জন্য এই Online  Portal চালু করেছে। 2014 সালের 14 ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার রাজ্য Marriage Registration বাধ্যতামূলক বলে ঘোষণা করে। কিন্তু সেই সময় এই Online Portal টি উপলব্ধ ছিল না। নবদম্পতিকে আদালতে গিয়েই Marriage Registration এর আবেদন করতে হতো। তবে 2018 সালে সাধারণ মানুষের সুবিধার্থে এই  Portal  টি চালু করা হয়।

West Bengal Marriage Registration Online এ সূচনা করার উদ্দেশ্য কী?

Online এ  Registration করার ফলে সাধারণ মানুষের সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হয়। এই পদ্ধতিতে মানুষকে আদালতে যেতে হয় না বা কোন প্রকার আইনজীবী নিয়োগ করতে হয় না। বিবাহের স্বীকৃতি স্বরূপ একটি শংসাপত্র Registration এর জন্য শুধুমাত্র একজন বিবাহ কর্মকর্তার প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগ এবং তার সংলগ্ন অর্থ বিভাগ হতে নির্বাচিত একজন Ex Officer কে সাধারনত Marriage Registration এর কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয়ে থাকে। 

 West Bengal Marriage Registration Portal কী?

1 ডিসেম্বর 2018 তারিখে পশ্চিমবঙ্গ সরকার এই MARRIAGE REGISTRATION Portal টি চালু করে। Registration এর প্রক্রিয়া গুলিকে আরো সহজতর করে তোলার জন্য এরকম Online Portal চালু করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন প্রকার তথ্য আপলোডের মাধ্যমে সমস্ত তথ্যের সত্যতা যাচাই করা যায়, এবং ভুও বা জাল তথ্যগুলিকে নিমেষেই শনাক্ত করা যায়। এছাড়াও দম্পতি বিবাহের সমস্ত প্রকার আইন-কানুন সম্পর্কে এই Portal থেকে সমস্ত তথ্য পেতে পারে। পূর্বে বিবাহের Registration এর জন্য আদালতে যেতে হতো, এই প্রকার ঝামেলা এড়িয়ে চলার জন্য বেশিরভাগ দম্পতি নিজেদের  Marriage Registration করাতে না। বর্তমানে এই প্রকার Online Portal এর মাধ্যমে দম্পতিরা খুব সহজেই তাদের Marriage Registration করতে পারবেন।

West Bengal Marriage Registration Act কী?

পশ্চিমবঙ্গে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মোট চার প্রকার আইন রয়েছে। যথা –

  •       The Hindu Marriage Act 1955,
  •       The Special Marriage Act 1954,
  •       The Indian Christen Marriage Act 1872,
  •       The Parsi Marriage & Divorce Act 1936

The Hindu Marriage Act 1955 সেই সমস্ত মানুষদের উপর প্রযোজ্য যারা এক ব্রহ্মের অনুসারী অর্থাৎ শিখ, বৌদ্ধ, জৈন, যারা প্রার্থনা সমাজ বা আর্য সমাজের অন্তর্গত, একজন বীরশৈব, বা একজন লিঙ্গায়ত ব্রাহ্মণ। যারা বিভিন্ন ধর্ম মতে বিশ্বাসী কিন্তু মূল স্রোত হিন্দুধর্ম তারা এই আইনের অন্তর্ভুক্ত। তবে মুসলিম খ্রিস্টান পার্শিয়ান দের জন্য এই আইন প্রযোজ্য নয়। The Parsi Marriage & Divorce Act 1936 পার্শিয়ান ধর্মাবলম্বী নাগরিকদের জন্য। এছাড়া পুরুষ এবং মহিলা উভয়ই যদি  ভিন্ন ধর্মের মানুষ হয়ে থাকে তবে তাদের জন্য পশ্চিমবঙ্গে The Special Marriage Act 1954 আইন রয়েছে।

West Bengal Marriage Registration এর জন্য Eligibility Condition:-  

পশ্চিমবঙ্গে একজন পুরুষ এবং একজন মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে গেলে নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে –

  • বিবাহের জন্য বা বিবাহ নিবন্ধনের জন্য প্রথমত একজন মহিলার বয়স 18 বছরের উর্ধ্বে হতে হবে এবং পুরুষের বয়স 21 বছরের মধ্যে হতে হবে।
  •  Marriage Registration এর সময় কোন পক্ষেরই একাধিক আইনগত স্ত্রী বা আইনগত স্বামী থাকা যাবে না।
  •  Registration এর জন্য পুরুষ এবং মহিলা উভয়ের সম্মতিত  থাকতে হবে।
  • উভয়পক্ষের মধ্যে কোন প্রকার নিষিদ্ধ সম্পর্ক থাকা বাঞ্ছনীয় নয়।

West Bengal Marriage Registration Process:- 

  • Marriage Registration এর জন্য প্রথমে পশ্চিমবঙ্গের Law Department Register General of Marriages বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – https://rgmwb.gov.in/MARREG_Portal/MARREG_Home.aspx
  • Register Your Marriage” অপশনে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ ওপেন হবে, এখান থেকে “Click Here to Apply Online” লিংকে ক্লিক করতে হবে।
  •  কোন আইনের অধীনে  Marriage এর Registration হবে সেটি নির্বাচন করতে হবে।
  • এবারে Application Form এর প্রথম অংশটি পূরণ করতে হবে। এই অংশে বিয়ের বর সম্পর্কিত সমস্ত তথ্য যেমন নাম, পিতার নাম, জন্মতারিখ, ইমেইল, মোবাইল নম্বর, আধার নম্বর, ধর্ম, রাষ্ট্রীয়তা ইত্যাদি পূরণ করতে হবে। এরপরে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট পোর্টালে আপলোড করতে হবে।
  • এরপরে আবেদন পত্রের দ্বিতীয় অংশে নব বধু সংক্রান্ত তথ্য গুলি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করতে হবে।
  • এরপর আবেদন পত্রের দ্বিতীয় অংশে বিবাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন বিয়ের স্থান, তারিখ, আমন্ত্রণপত্র প্রভৃতি বিবরণ গুলি তুলে ধরতে হবে,
  • ফরমের চতুর্থ অংশে সন্তান-সন্ততি সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে, তবে এই অংশটি সকলের জন্য আবশ্যিক নয়।
  • এরপরে ছেলেপক্ষ অথবা কনেপক্ষ যেকোনো এক তরফ থেকে একজন Marriage Register নির্দিষ্ট করতে হবে।
  • Marriage Register এর একটি তালিকা আসবে, এখানে Regiater এর বিভিন্ন তথ্য যেমন Regiater এর টাইপ, জেলা, উপজেলা, ব্লক প্রযুক্তি তথ্য প্রদান করতে হবে।
  • এরপরে Application Form এর শেষ পর্যায়ে Registration সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করতে হবে।
  • এরপরে Registration এর স্থানের নাম ও নম্বর এবং রাস্তার/অঞ্চলের নাম, জেলা, উপ-জেলা, কাজের এলাকা, ব্লক, থানা, গ্রাম পঞ্চায়েত, গ্রাম এবং পোস্ট অফিস প্রভৃতি উল্লেখ করতে হবে।
  •  এরপরে একটি Code ইনপুট করতে হবে এবং Form টি Submit করতে হবে। পরবর্তীতে ব্যবহারের জন্য ফরমেট একটি কপি প্রিন্ট করে রাখতে হবে।

West Bengal Marriage Registration এর জন্য Important Documents:-

  • আবেদনকারীর Aadhar Card,
  • Voter Card
  • Birth Proof 
  • আবেদনকারীর স্থায়ী ঠিকানা
  • আবেদনকারীর বাসস্থানের ঠিকানা
  • নব দম্পতির উভয়ের একক ছবি
  • উভয়ের একটি করে Signature এর কপি
  • বিবাহের আমন্ত্রণ পত্র

West Bengal Marriage Registration এর গুরুত্বপূর্ণ তথ্য সমূহ (Some Important Facts About West Bengal Marriage Registration):- 

  •       আবেদনকারীদের ছবির নিচে নিজের সম্পূর্ণ নাম লিখে একটি Signature করতে হবে।
  •       উভয় পক্ষের ছবি পরিস্কার স্বচ্ছ হতে হবে, অধিক আলোকে কিংবা ছায়ায় তোলা ছবি এড়িয়ে চলতে হবে।
  •       ছবি তোলার সময় ফ্ল্যাশ ব্যবহার এড়িয়ে চলতে হবে, ফ্ল্যাশ এর দ্বারা ছবির রং পরিবর্তন হতে পারে।
  •       আপনি যদি চশমা ব্যবহার করে থাকেন তবে ছবি তোলার সময় চশমা খুলে রাখতে হবে, এতে প্রতিফলন কম হবে।
  •       ধর্মীয় পোশাক পরা অনুমোদিত তবে খেয়াল রাখতে হবে আবেদনকারীর মুখ যেন সম্পূর্ণ দেখতে পাওয়া যায়।
  •       ছবি তোলার সময় বা কালো চশমা কিংবা সানগ্লাস পড়া অনুমোদিত নয়।
  •       আবেদনকারীর ছবি আপলোড করার সময় ছবি গুলিকে ইমেজ ফরমেটে রাখতে হবে।
  •       স্ক্যানার মেশিনটিকে অবশ্যই কমপক্ষে 200 DPI হতে হবে।
  •       আবেদনকারীদের একটি স্বচ্ছ সাদা কাগজে কালো অথবা নীল কলম দিয়ে সই করতে হবে।
  •       ছবির আকার হতে হবে 3.5 cm×4.5 cm এবং সাইজ হতে হবে 50kb থেকে 300kb এর মধ্যে।
  •       ছবি যদি অপরিষ্কার হয় কিংবা ছবিতে আবেদনকারীর মুখ ঠিকঠাক বোঝা না যায় তবে পুনরায় তুলনামূলক কোনো ভালো ছবি আপলোড করতে হবে।

West Bengal Marriage Registration রেজিস্ট্রেশন এর বিভিন্ন প্রকার আপত্তি উত্থাপন এর পদ্ধতি (West Bengal Marriage RegistrationProcedure to Raise Objection ):-

  •  বিভিন্ন প্রকারের আপত্তি উত্থাপন এর জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – https://rgmwb.gov.in/marreg_portal/marreg_home.aspx
  •  Service অপশনটি খুজে নিয়ে সেখান থেকে “Objection” লেখাটিতে ক্লিক করতে হবে।
  • এবারে একটি আবেদনপত্র আসবে, সঠিক তথ্য সহকারে এই আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • আবেদনকারীর সিগনেচার এর একটি কপি আপলোড করতে হবে এবং একটি ক্যাপচা কোড পূরণ করে ফর্মটি সাবমিট করতে হবে।

আপত্তি উত্থাপন এর নেপথ্যে যে সমস্ত কারণগুলি থাকা বাঞ্ছনীয় (Objection Reason) :- 

  • আবেদনকারী হয়তো কোন প্রকার মানসিক রোগ আক্রান্ত ব্যক্তির কাছে বারবার আক্রমণের শিকার হয়েছে
  • আবেদনকারী যদি নিজস্ব মানসিক অস্থিরতার কারণে এই সম্পর্ককে কোন বৈধ সম্মতি দিতে না পারেন
  •  বিবাহের সময় যদি অন্য কোন স্ত্রী বা স্বামী জীবিত থাকেন
  • মহিলার বয়স 18 বছর এবং পুরুষের বয়স 21 বছর পূর্ণ হয়নি
  • আবেদনকারী কোন প্রকার নিষিদ্ধ সম্পর্কে আবদ্ধ রয়েছে
  •  স্বামী-স্ত্রীর মধ্যে কেউ মানসিক সমস্যায় ভুগছেন অথবা উভয়ের মধ্যে কারোর সন্তান জন্ম দিতে সমস্যা রয়েছে।

West Bengal Marriage Registration Helpline Number:-

  •  Phone number- 033-22259398
  •  FAX- 033-22259308
  • Email ID- support.rgm-wb@gov.in and rgm-wb@nic.in
  •  Website- https://rgmwb.gov.in/marreg_portal/marreg_home.aspx

  FAQ:- 

1. West Bengal Marriage Registration কোন Website থেকে করা যেতে পারে?
2. WB Marriage Registration Process কি?

ANS:- উপরে Registration Process এ আলোচনা করেছে দেখে নিন।

3. Marriage Registration Form কোথায় পাবেন?

ANS:- আপনার নিকটস্থ Registration Office এ যোগাযোগ করুন।

4. Online Marriage Certificate কোন Website থেকে Download করা যায়?

ANS:- https://rgmwb.gov.in/ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *