Gatidhara Scheme 2022

গতিধারা প্রকল্প (Gatidhara Scheme) 2022 কী? Subsidy Amount, Eligibility, Helpline Number, Online Application more in Bengali!

Gatidhara Scheme  | গতিধারা প্রকল্প  | Gatidhara Scheme in Bengali  | Gatidhara Car Scheme West Bengal  | Gatidhara Scheme Apply Online  | Gatidhara Car Loan Details in Bengali Gatidhara Car Scheme 

কয়েকদিন আগেই আমরা আলোচনা করেছিলাম রাজ্য সরকারের কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা তথা Scheme, যেমন Anandadhara Scheme,Sabuj Sathi Scheme ইত্যাদি। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব রাজ্য সরকারের অপর এক গুরুত্বপূর্ণ Scheme Gatidhara Scheme এর সম্বন্ধে বিস্তারিত। এই Scheme টি যেমন পশ্চিমবঙ্গের যুবসমাজের অন্নসংস্থানে  সাহায্য করেছে তেমনি এটি সাহায্য করবে রাজ্যের পরিবহন ব্যবস্থা  উন্নত করতে।

গতিধারা প্রকল্প কী (What is Gatidhara Scheme)?

2014 February মাসের Budget এ তৎকালীন অর্থমন্ত্রী সর্বপ্রথম এই Scheme এর বিস্তারিত ধারণা প্রদান করেন এবং August মাসেই পশ্চিমবঙ্গের তৎকালীন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি মহাশয়ার হাত ধরে এই Scheme পূর্ণতা লাভ করে। এই Scheme এর জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হবে Labour Department of West Bengal এর তরফ থেকে কিন্তু বাস্তবায়নের দায়িত্ব থাকবে Transport Department, Government of West Bengal। এই Scheme বাস্তবায়নের সময় গ্রাম বাংলার যুবক/ যুবতীদের কাছে অর্থ উপার্জনের রাস্তা খুলে দেয় এবং প্রচুর সাড়া ফেলে গ্রাম বাংলার সাধারণ মানুষের ওপর।

গতিধারা প্রকল্প শুরুর উদ্দেশ্য কী (Objective of Gatidhara Scheme)?

  • গ্রাম বাংলার আর্থিক সংকটের কথা কোন নতুন নয়। এই Scheme গ্রাম বাংলার মানুষ চেনে আর্থিক অবস্থা উন্নতিতে বিশেষভাবে সাহায্য করবে।
  • যুব সমাজকে স্বাবলম্বী করে তোলা।
  • রাজ্যের পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন।
  • যারা ভবিষ্যতে Commercial Vehicle কিনতে চান কিন্তু আর্থিক সংকটের জন্য গাড়ি কিনতে পারছেন না তাদের Loan প্রদানের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান।
  • শারীরিক অক্ষমতার শিকার  যুবক-যুবতীরাদের মূল জীবনের স্রোতে ফিরিয়ে নিয়ে আসা।
  •  গ্রামবাংলা বাসিন্দাদের কাছে নতুন একটি Income Source তৈরি করা।

কারা আবেদন করতে পারবে গতিধারা প্রকল্প এর জন্য (Eligibility of Gatidhara Scheme):-

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 45 এর মধ্যে।(OBC ও ST/SC Category অন্তর্ভুক্ত আবেদনকারীরা যথাক্রমে 3 ও 5 বছর ছাড় পাবে।
  • আবেদনকারীর নাম Employment Bank এ Register থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের Annual Income 25000 এর কম হতে হবে।
  • যুবশ্রী প্রকল্প এর জন্য যারা আবেদন করেছেন তারাও  আবেদন করতে পারবে গতিধারা প্রকল্প এর জন্য।
  • এক পরিবার থেকে শুধুমাত্র একজনই নাপলন করতে পারবে এই প্রকল্পের জন্য।
  • Educational Qualification হিসেবে অন্ততপক্ষে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
  • আবেদনকারীর কাছে Valid Driving Licence থাকতে হবে।
  • যেসব আবেদনকারীরা BSKP, USKP বা এ জাতীয় Loan পেয়েছেন তারা আবেদন করতে পারবে এই প্রকল্পের জন্য।

গতিধারা প্রকল্প এর বৈশিষ্ট্য কি? (Key Features of Gatidhara Scheme):-

  • গতিধারা প্রকল্পের মাধ্যমে আবেদনকারীদের Loan প্রদান করা হবে, যা সমস্ত Nationalized Bank এর মাধ্যমে প্রদান করা হবে (যেমন;- Co Operative Bank, Gramin Bank ইত্যাদি)। 
  • Small ও Medium Vehicle কেনার জন্য Loan প্রদান করা হবে এবং সর্বাধিক Amount হতে পারে 10,00,000 পর্যন্ত।

গতিধারা প্রকল্প এর সুবিধা কি? (Benefits of Gatidhara Scheme):-

  • Commercial Car এর ক্ষেত্রে গাড়ির 30% দাম সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। এ ক্ষেত্রে প্রাপ্ত অর্থের সর্বোচ্চ পরিমাণ হতে পারে 1 Lakh টাকা পর্যন্ত।
  • সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 2.2 Lakh এর ও বেশী আবেদনকারী এখনো পর্যন্ত লাভ গ্রহণ করেছে এই প্রকল্পের মাধ্যমে।
  • মোট খরচের সর্বাধিক 65% Loan অনুমোদন হতে পারে এই প্রকল্পের মাধ্যমে।
  • বাকি 5% Loan Amount আবেদনকারীকে Marzin Money হিসেবে প্রদান করতে হবে।

গতিধারা প্রকল্প এর জন্য কেমন করে আবেদন করবেন? (Gatidhara Scheme Application Process) :-

এই Scheme এর জন্য আবেদন শুধুমাত্র Offline এই সম্ভব। SDO Office এ আপনি পেয়ে যাবেন Application Form । সেই Form টি সংগ্রহ করে পূরণ করুন যত্নসহকারে এবং সঙ্গে Attach করুন প্রয়োজনীয় Documents গুলি এবং জমা5 দিন সেই SDO Office তেই।

গতিধারা প্রকল্প এর জন্য কেমন করে আবেদন এর জন্য প্রয়োজনীয় Documents (Important Documents for Applying Gatidhara Scheme):-

  • Aadhar Card
  • Domicile Certificate Residential Proof হিসেবে
  • Driving Licence
  • Unemployment Certificate
  • Age Proof
  • Income Certificate
  • Caste Certificate
  • Passport Size Photo
  • Affidavit 
  • Project Report

গতিধারা প্রকল্প (Gatidhara Scheme)  এর Important Links:-

Gatidhara Scheme Official Notice Download Link  Click Here
Gatidhara Scheme Application Form Annexure I Download Link  Click Here
Gatidhara Scheme Application Form Annexure II Download Link  Click Here
Gatidhara Scheme Application Form Annexure III Download Link Click Here
Official Website  Click Here

FAQ:-

1. Gatidhara Scheme Subsidy Amount কি?

ANS:- Commercial Car এর ক্ষেত্রে গাড়ির 30% দাম

2. Gatidhara Scheme 2022 Online Apply  কি সম্ভব?

ANS:-না 

3. Gatidhara Scheme Start Date কি?

ANS:- August ,2014

4. Gatidhara Scheme West Bengal তেই কি শুধু অস্তিত্ব আছে?

ANS:-হ্যাঁ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *