Aadhar Card Correction

Aadhar Card Correction (আধার কার্ড সংশোধন) Online Update 2022 : Name, Address, DOB, Documents more in Bengali!

Aadhar Card Correction Online । বাড়ি থেকেই আধার কার্ড সংশোধন করবেন কিভাবে Aadhar Card Update in Bengali । আধার কার্ড সংশোধন

‘Digital India Mission’ এর ফলে ভারতের প্রত্যেক নাগরিকের কাছে যার গুরুত্ব অধিকতর বেরেছে তা হল ‘আধার কার্ড’ । বাঙ্কিং ব্যবস্থাপনায় আধার কার্ডের স্থান বর্তমানে শীর্ষে । শুরুর দিকে আধার কার্ড কি কাজে লাগবে মানুষ না বুঝতে পারলেও এখন প্রায় সবাই আধার কার্ড নিয়ে সজাক । কিন্তু বর্তমানে বহু মানুষের সেই আধার কার্ডে রয়েছে প্রচুর ভুলভ্রান্তি । কোনো ব্যক্তির নামের ভুল, কোনো ব্যক্তির পিতার নামের ভুল, কারও বা জন্ম তারিখের ভুল আবার কারও ঠিকানা ।

 Aadhar Card Correction Process (কিভাবে করবেন আধার কার্ডের ভুল সংশোধন ?

বর্তমানে 3 টি পদ্ধতিতে Aadhar Card এর ভুল সংশোধন করা যাচ্ছে, যেমন- ১. নিজের মোবাইলের মাধ্যমে, ২. নিকটবর্তী কোনো Aadhaar Seva Kendra এর মাধ্যমে এবং ৩. বাড়িতে বসে Post Office এর মাধ্যমে । এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি সর্বপ্রথম পদ্ধতি Mobile এর মাধ্যমে বা Online এ Aadhar Card Correction এর সম্বন্ধে বিস্তারিত । আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বাকি দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার সুবিধামতো যেকোনো পদ্ধতির মাধ্যমে নিজের অথবা পরিবারের যেকোনো ব্যক্তির ভুল সংশোধন করতে পারবেন ।

Aadhar Card Correction/Update Online Process:-

সবার আগে আপনাদের একটা তথ্য জানা থাকা প্রয়োজন আপনি কিন্তু Online এ সমস্ত কিছু Update বা Correction করতে পারবেন না। Online এ আপনি শুধুমাত্র নামে,Date of Birth, Address, Gender,Email ID পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে আপনার Aadhar Card এর সঙ্গে Mobile Number Linked থাকতেই হবে নইলে আপনি কোনোভাবেই কোনো তথ্য Edit করতে পারবেন না।

  • বাড়ি থেকেই কোন তথ্য Update করার জন্য ভিসিট করুন My Aadhar এর Official Portal https://ssup.uidai.gov.in/ssup/ 
  • Homepage থেকে Login Option থেকে Log In করুন আপনার Aadhar Number ও Captcha Code প্রদান করুন।
  • আপনার Mobile এ OTP আসবে সেটি প্রদান করুন।
  • Service Section এর মধ্যে থাকা Update Aadhar Online অপশনে ক্লিক করুন।
  • পরের Page এ থাকা Proceed To Update Aadhar অপশনে এখন ক্লিক করুন।
  • আপনার এই তথ্যটি আপডেট করতে চান সেটি সিলেক্ট করুন এবং সঙ্গে সিলেক্ট করুন Proceed to Update Aadhaar অপশন।
  • এখন আপনি দেখতে পেয়ে যাবেন সব Details , পাশে থাকা Form এ প্রদান করুন সঠিক তথ্য যা আপনি আপডেট করতে চান।
  • Supporting Documents ও সঙ্গে আপনাকে প্রদান করতে হবে এই Page এই তাও প্রদান করুন।
  • নতুন প্রধান করা তথ্যসমূহ একবার যাচাই করে নিন Preview বাটনে ক্লিক করে যদি ফরম ফিলাপ ঠিকঠাক হয়ে থাকে তাহলে Online Update Fees 50 টাকা প্রদান করুন Online মাধ্যমেই।

Application Form Submit এর পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সম্পন্ন হয়ে যায় Updation Process। এই Process একবার সম্পূর্ণ হয়ে গেলে আপনি Download করতে পারবেন নিজের Updated Aadhar Card একই Website থেকে।

Aadhar Card Update এর জন্য প্রয়োজনীয় Documents (Documents Required for Aadhar Card Correction/Update Online) :-

Aadhar Card Correction এর জন্য আপনার কাছে থেকে চার রকম এর Documents চাওয়া হতে পারে। যা সম্বন্ধে নিম্নে আলোচনা করা হল:-

  • Identity Proof – PAN Card/Passport/Driving Licence/Voter ID ইত্যাদি ।  
  • Relationship Proof – Passport/PDS Card/MNREGA Job Card/Pension Card, ইত্যাদি ।
  • Date of Birth Proof – Birth certificate/SLLC certificate/passport/PAN card ইত্যাদি ।
  • Address Proof – Bank Passbook or Statement/Ration Card/Voter ID/Insurance Policy ইত্যাদি ।

Aadhar Card Correction/Updation এর Request Reject হয় কেন (Reasons why Update Request may get Rejected)?

  • Correction এর নির্ধারিত Procedures না মানলে।
  • প্রয়োজনীয় Documents না Submit করলে।
  • সঠিক তথ্য প্রদান না করলে।

FAQ:-

1. আমার Register করা Mobile Number কি Online এ পরিবর্তন করতে পারবো?

ANS:- না এজন্য আপনাকে ভিজিট করতে হবে Permanent Enrollment Centre।

2. এমন কি কোন তথ্য আছে যা Aadhar Card তৈরীর পর আর পরিবর্তন করা যায় না?

ANS;-না , সবকিছু পরিবর্তন করা যায়।

3. Supporting Documents কি আমাকে প্রদান করতেই হবে Aadhar Correction এর জন্য?

ANS;-হ্যাঁ অবশ্যই Documents প্রদান না করলে আপনার Aadhar Card এর Correction সম্ভব নয়।

Online এই কি আমি PVC Aadhar Card Order করতে পারবেন?

ANS;- হ্যা পারবেন কিন্তু এর জন্যে আপনাকে কিছু পরিমাণ অর্থ প্রদান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *