আধার কার্ডে রেজিস্টার মোবাইল নাম্বার আপডেট | How to Update /Change Mobile Number in Aadhar Card in Bengali!

Mobile Number Link with Aadhar in Bengali | Link Aadhar with Mobile Number | How to do Aadhar Card Link with Mobile | Aadhar Card Link with Mobile | Aadhar Card Mobile Number Update Form in Bengali

গত কয়েক বছরের মধ্যে Aadhar Card ভারতবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি Document হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে Aadhar Card এর ব্যবহার সর্বত্র দেখা যায়। তাই যদি আপনার Aadhar Card এর কোনো সমস্যা থেকে যায় বিশেষত সে সমস্যা যদি Registered Mobile Number সম্বন্ধিত হয়ে থাকে তাহলে আর ভোগান্তির শেষ থাকে না।
বর্তমানকালে Aadhar Card এর সঙ্গে Mobile Number Register থাকা বাধ্যতামূলক। আপনার ,আপনার পরিবারের বা বন্ধু-বান্ধবের অনেকেরই দরকার পড়ে থাকে Aadhar Card এরসঙ্গে Mobile Number Register বা Update করা। এয়ারটেল এর মাধ্যমে আমরা ঠিক এই বিষয়টি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এ সম্বন্ধে আপনাদের কোন সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানান ওয়েবসাইট এর Comment Section এ।

How to Update /Change Mobile Number in Aadhar Card ( আধার কার্ডে রেজিস্টার ফোন নাম্বার আপডেট কিভাবে করবেন)?

আপনাদের এই তথ্য জেনে রাখা দরকার যে Mobile Number কিন্তু বাড়ি থেকেই নিজের Mobile বা Computer থেকে Update করতে পারবেন না। এর জন্য আপনাকে ভিসিট করতে হবে Aadhar Enrollment Centre । নিম্নে পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।

  • আপনার নিকটস্থ Aadhar Seva Kendra ভিসিট করুন চাইলে আপনি https://appointments.uidai.gov.in/easearch.aspx?AspxAutoDetectCookieSupport=1 থেকেও Appointment নিতে পারবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আপনার Aadhar Card।
  • Aadhar Correction/Update এর Form টি Fill Up করুন।
  • Aadhar Executive এর কাছে প্রদান করুন আপনার ফরম টি Application Fees 50 টাকা সহ।
  • আপনি সেখান থেকে একটি Acknowledgement Slip পেয়ে যাবেন যার মধ্যে লিখা থাকবে Update Request Number বা (URN) । আপনি Number টি প্রদান করে Application Form এর Status ও জানতে পারবেন।
  • আপনার কাজ সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ 90 দিন সময় লাগতে পারে Aadhar Database এ তথ্য আপডেট হতে । তাই অপেক্ষা করুন।

FAQ:-

1. আমি কি Mobile Number Online এই পরিবর্তন করতে পারব?

ANS:- না এটি একমাত্র Aadhar Seva Kendra থেকেই সম্ভব।

2. Mobile Number Update বা Change এর জন্য কি কোনো Documents Submit করতে হবে?

ANS:- না সঙ্গে শুধুমাত্র আপনাকে আপনার Aadhar Card নিয়ে যেতে হবে।

3. Online এ Aadhar Card এর কোনো তথ্য পরিবর্তন করার জন্য কি Mobile Number Register থাকা আবশ্যক?

ANS:- হ্যা একদম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *