West Bengal Student Credit Card (WBSCC) সম্ভবত পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের স্বার্থে রাজ্য সরকারের নেওয়া ভবিষ্যতের সবথেকে বড় প্রকল্প । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায় এই স্কীম শুরু করার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন । পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সহ ভারতের যে কোনো রাজ্যে বা বিদেশে পড়াশোনা করার জন্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত খুব অল্প সুদে ঋণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প।এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও এই সম্পর্কে এখনো পর্যন্ত সম্পূর্ণ তথ্য ভালোভাবে জনসাধারনের কাছে উপস্থাপন করা হয়নি ।আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিকালে চালু হওয়া West Bengal Student Credit Card Scheme (WBSCC) এর সম্পর্কে।
সূচী
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কী? (What is West Bengal Student Credit Card Scheme?)
পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের সময় এই পশ্চিমবঙ্গ ছাত্রদের ক্রেডিট কার্ডের (Student Credit Card) প্রতিশ্রুতি দিয়েছে । ভোটে জয়লাভের পরে গত 24 শে জুন 2021 তারিখে একটি দলীয় মন্ত্রিসভা বৈঠকের আয়োজন করা হয় যেখানে, Student Credit Card প্রকল্পটির বাস্তবায়ন করা হয়েছে।পশ্চিমবঙ্গের Madhyamik তথা Madhyamik ঊর্ধ্ব যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী তাদের অতি অল্প সুদের হারে এবং সরকারি স্বীকৃতি পত্র সহকারে Educational Loan প্রদান করা হবে।
একজন শিক্ষার্থী সর্বাধিক 10 Lakh টাকা পর্যন্ত Educational Loan গ্রহণ করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে।শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় খুশির খবর এই যে শিক্ষার্থীরা এই ঋণ গ্রহণ করার পরবর্তী 15 বছরের মধ্যে এই ঋণ পারিশোধ করতে পারবে।
বিশেষ দ্রষ্টব্য এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পাসে প্রদান করা লিঙ্কে ক্লিক করুন (West Bengal Student Credit Card Scheme)।
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এর উদ্দেশ্য (Objective of West Bengal Student Credit Card Scheme):-
পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক কিন্তু পরিবারের আর্থিক অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। মাননীয়া মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয় যে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে এই Loan এর Guarantor হিসেবে থাকবে খোদ পশ্চিমবঙ্গ সরকার। এভাবে শিক্ষার্থীরা অধিক বেশি শিক্ষা অর্জন করতে পারবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এর ফলে পশ্চিমবঙ্গে বেকারত্বের সমস্যা অনেকটাই কমে আসবে বলে পশ্চিমবঙ্গ সরকার মনে করছে।
- ভারতে বা বিদেশে, পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল এবং পোস্টডক্টরাল শিক্ষার জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ।
- এই ঋণ প্রাতিষ্ঠানিক এবং অ-প্রাতিষ্ঠানিক খরচ যেমন হোস্টেল ফি বা ভাড়া, ল্যাপটপ কেনাকাটা, এবং স্টাডি ট্যুর এসবের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ করা হবে ।
- এই ব্যবস্থার অধীনে ঋণ পরিশোধের জন্য ছাত্রদের 15 বছর সময় থাকবে।
- একজন শিক্ষার্থী বা তাদের পিতামাতা বা আইনগত অভিভাবক সময়সীমার আগে যেকোনো মুহূর্তে ঋণের পরিমাণ ফেরত দিতে পারেন।
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এর সুবিধা (Benefits of West Bengal Student Credit Card Scheme):-
- পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য, তাদের ঝামেলামুক্ত এবং অফার করার জন্য একটি ক্রেডিট কার্ড (Student Credit Card) প্ল্যান চালু করা হয়েছে জামানত-সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত 4% ন্যূনতম সহজ সুদের হার সহ বিনামূল্যে ঋণ ।
- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট (Credit) করা হবে।
- নামমাত্র সুদ, বার্ষিক সুদের হার ৪%।
- পড়াশোনা চলাকালীন সম্পুর্ণ সুদ দিয়ে থাকলে সুদের হারে ১% ছাড় (Rebate) থাকে।
- শিক্ষার্থীদের একটি ক্রেডিট কার্ড দেওয়া হবে যা ঋণের পরিমাণ উত্তোলন করতে ব্যবহার করা যেতে পারে।
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এর আবেদন প্রক্রিয়া (Student Credit Card Scheme Application Process):-
West Bengal Student Credit Card এর জন্য আবেদন শুধুমাত্র Online মাধ্যমেই সম্ভব ।
- প্রথমে নিম্নলিখিত লিংক এ ক্লিক করে West Bengal Student Credit Card প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে “https://wbscc.wb.gov.in/ ”
- লিংকে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এই ওয়েবসাইটের হোমপেইজ থেকে Student Registration বাটনে ক্লিক করতে হবে।
- এবারে প্রকল্পের জন্য শিক্ষার্থীদের নাম Register করার জন্য একটি Form আসবে।
- এই Form এ শিক্ষার্থীদের পরিচয় সংক্রান্ত কিছু তথ্য প্রদান করতে হবে; যেমন – নাম, মোবাইল নাম্বার, আধার নম্বর, ইমেইল আইডি,প্রোগ্রামের নাম, প্রোগ্রামের টাইপ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, জেলা ইত্যাদি।
- Form টি পূরণ করা হয়ে গেলে Register বাটনে ক্লিক করতে হবে।
- এবারে শিক্ষার্থীদের Register করে Mobile Number এ এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় একটি User ID প্রদান করা হয়।
- এই User ID শিক্ষার্থীরা পরবর্তীতে ব্যবহার করতে পারবে তাই এটি সাবধানে সংরক্ষণ করে রাখা অতি প্রয়োজনীয়।
- Registration প্রক্রিয়া সম্পন্ন হবার পরে শিক্ষার্থীদের এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
- স্কলারশিপের আবেদন করার জন্য প্রথমে “https://wbscc.wb.gov.in/” লিংকে ক্লিক করুন এবং হোমপেজে থাকা Student Log In অপশনটি সিলেক্ট করে নিন।
- Registration এর সময় প্রাপ্ত User ID এবং Password প্রদান করতে হবে এবং একটি Captcha Code পূরণ করতে হবে।
- এরপরে Log In বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনকারীর নাম সমন্বিত একটি Dashboard ওপেন হবে, এই পেজ থেকে Application Detail অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে Edit Loan Application অপশনে ক্লিক করতে হবে।
- এবারে নতুন একটি Application Form ওপেন হবে। শিক্ষার্থীদের সম্পূর্ণ পরিচয় পত্র, বাসস্থানের ঠিকানা, Course সংক্রান্ত তথ্য এবং Bank Account এর বিবরণ প্রদান করতে হবে এবং Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় কিছু Documents Scan করে পোর্টালে আপলোড করতে হবে –
- সমস্ত Documents আপলোড করা হয়ে গেলে Save and Continue বাটনে ক্লিক করতে হবে, এবং Form টি Submit করতে হবে।
- Form Submission এর পূর্বে পোর্টাল এর তরফ থেকে একটি ডায়ালগ বক্সে এই ঋণ সম্পর্কে শিক্ষার্থীদের Confirmation চাইবে।
- Loan পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের Yes অপশনে ক্লিক করতে হবে।
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এর আবেদনের প্রয়োজনীয় নথি (Student Credit Card Scheme Important Document):-
- Aadhar Card
- Pan Card
- Ration Card
- Birth Certificate
- Residential Certificate
- Family Annual Income Certificate
- Bank Account Related Details
- Applicant Mobile Number
- Passport Size Color Photo
- Signature of Guardian
- Co Borrower এর Passport Size Color Photo
- Co -Applicant এর Passport Size Color Photo
- Applicant Signature
- Co Borrower Full Address
- Co Borrower এর Pan Card
- Madhyamik Registration Certificate
- Admission Proof in School/College
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এর Contact Details:-
এই Loan এর সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –
- Helpline Number– 18001028014
- Email ID:- contactwbscc@gmail.com , support-wbscc@bangla.gov.in
পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প এর লিঙ্কস ( Student Credit Card Scheme Important Links):-
WB Student Credit Card Scheme User Manual Download Link | Click Here |
WB Student Credit Card Scheme Notification Download | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
ANS:- https://wbscc.wb.gov.in/ ANS:- 18001028014 ANS:- আবেদনকারীরা সারাবছরই আবেদন করতে পারে।1. West Bengal Student Credit Card Registration এর Official Website কোনটি ?
2. West Bengal Student Credit Card Help Line Number কি?
3. West Bengal Student Credit Card এর Last Date কবে?