Sabala Scheme 2022 কী? কি কি সুবিধা পাবেন এবং উদ্দেশ্যই বা কি সবলা প্রকল্প সূচনার?

সবলা প্রকল্প | Sabala Prakalpa in Bengali | Sabala Scheme | Sabala Scheme Notification PDF 

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রূপায়িত সবলা প্রকল্প হল দক্ষতা বৃদ্ধি করার একটি অভিনব কর্মসূচি । প্রধানত এই প্রকল্পটি কিশোরী মেয়েদের জন্য অঙ্গনওয়ারি কেন্দ্রে চালু করা হয়। 11 থেকে 18 বছর বয়সী সমস্ত কিশোরীরা উক্ত প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাদ্য, জীবনের দক্ষতা, বৃত্তিমূলক দক্ষতা, পাশাপাশি স্বাস্থ্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

সবলা প্রকল্প কী?(What is Sabala Scheme?)

সবলা প্রকল্প হল দক্ষতা বৃদ্ধি করার প্রকল্প । কিশোরী মেয়েদের জন্য অঙ্গনওয়ারি কেন্দ্রে এই প্রকল্প চালু করা হয় চালু করা হয়। সমস্ত কিশোরীরা এই প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাদ্য, জীবনের দক্ষতা, বৃত্তিমূলক দক্ষতা, পাশাপাশি স্বাস্থ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2011 সালের জুলাই মাস থেকে এই প্রকল্পটি চালু করা হয়। 11-18 বছর বয়সী 12.72 লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে সুবিধা পেয়েছে। তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পেয়ে থাকছে।কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতাকে বৃদ্ধি করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। 

সবলা প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Sabala Scheme):–

  • সবলা প্রকল্পেটি চালু করা হয় মূলত মেয়েদের পুষ্টি, উন্নয়নগত অবস্থান এবং স্বাস্থ্য উন্নতির লক্ষ্যে।
  • মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে এবং জীবনের সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারে। মূলত এই উদ্দেশ্য নিয়েই সবলা প্রকল্প অগ্রসর হয়েছিল।
  • এই প্রকল্প অপুষ্টি দূর করার পাশাপাশি স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা ,কৈশর জনিত প্রজনন ও যৌনস্বাস্থ্য, পরিবার এবং শিশু সুরক্ষা এবং যত্নের ব্যাপারে সচেতনতা তৈরি করা হয়েছে কিশোরী মেয়েদের মধ্যে ।
  • গৃহকর্মেও জীবনের নানা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি কিশোরীদের জন্য বৃত্তিমুখী প্রশিক্ষণ এবং বিদ্যালয় বহির্ভূত লেখাপড়া প্রদান করার কাজ চলছে এই প্রকল্পের মাধ্যমে ।
  • তাহলে এক কথায় বলা যেতে পারে সবলা প্রকল্পের লক্ষ্য হল 11 থেকে 18 বছর বয়সী কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যের স্থিতিশীলতা, বাড়ির দক্ষতা, জীবন দক্ষতা এবং বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে নারীশক্তির ক্ষমতা প্রতিষ্ঠা করা ।
  • মেয়েদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বাস্থ্যবিধি এবং বিদ্যমান জনসেবা সম্পর্কে গাইডেন্স সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য ও প্রদান করা হবে।
  • স্কুল ছাত্রীদের বাইরের প্রথাগত শিক্ষা বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষার দিকেও প্রবাহিত করে শিক্ষার মানকে আরও উন্নত করা।

সবলা প্রকল্পের সুবিধা কী? (Benefits of Sabala Scheme):-

  • সবলা প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত ১১ থেকে ১৮ বছর বয়সী মেয়েরা বিনামূল্যে অঙ্গনওয়ারি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পেতে সক্ষম হবে। 
  • এই প্রকল্পের মাধ্যমে কিশোরীরা পুষ্টিকর খাদ্যের পাশাপাশি জীবন সম্পর্কিত সম্যক জ্ঞান , বৃত্তিমূলক দক্ষতা এবং স্বাস্থ্যের যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ক সচেতনতা সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে। 
  • সবলা প্রকল্পের অধীনে যে কিশোরীরা অন্তর্ভুক্ত তারা সরকারের কাছ থেকে একটি ‘কিশোরী কার্ড’ প্রাপ্ত করে থাকে , যাতে স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করা থাকবে।

সবলা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Sabala Scheme):-

  • আবেদনকারী কিশোরীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী কিশোরীর বয়স হতে হবে ১১ থেকে ১৮ এর মধ্যে।
  • সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই স্কুলে পাঠ্যরত হতে হবে।
  • আপাতত পশ্চিমবঙ্গের সাতটি জেলা যথাক্রমে:-কলকাতা, কোচবিহার, নদিয়া, জলপাইগুড়ি,পুরুলিয়া, মালদা এবং আলিপুরদুয়ার এই সাতটি জেলার বসবাসকারী কিশোরী আবেদন করতে পারবে এই প্রকল্পের জন্য।

সবলা প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন (Sabala Scheme Application Process):-

আপনার নিকটস্থ অঙ্গনারী কেন্দ্র অথবা ব্লকের CDPO তে যোগাযোগ করে আপনি এই Scheme এর সুবিধা পেতে পারেন।

সবলা প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Sabala Scheme Important Links):-

Sabala Scheme Official Notification Download Link Click Here
Official Website  Click Here

FAQ:-

1. Sabala Scheme in West Bnegal Lunching Date কি?

ANS:-  1 April 2011 

2. Sabala Scheme এর পূর্ব নাম কী?

ANS:- Rajiv Gandhi Scheme for Empowerment of Adolescent Girls (RGSEAG)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *