রূপশ্রী প্রকল্প কী? কি কি সুবিধা পাবেন Rupashree Scheme এর মাধ্যমে বা আবেদন এ বা করবেন কিভাবে?

বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের একাধিক জনমুখী Prakalpa রূপায়ণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই Prakalpa গুলির মধ্যে বেশিরভাগ Prakalpa রয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষা গ্রহণে পশ্চিমবঙ্গের মেয়ে শিক্ষার্থীদের অর্থ সাহায্য করার জন্য এবং উচ্চ শিক্ষায় বাংলার মহিলাদের আগ্রহী করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য Prakalpa হল Kanyashree Scheme। এই Scheme শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারত তথা সমগ্র বিশ্বে মহিলা শিক্ষার্থীদের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি Scheme হিসেবে স্বীকৃতি পেয়েছে।

রূপশ্রী প্রকল্প  কী? (What is Rupashree Scheme?)

2018-19 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট এর একটি সভায় তৎকালীন অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাপ্তবয়স্ক বিবাহযোগ্য মহিলাদের জন্য অন্যতম একটি Prakalpa এর  কথা ঘোষণা করেন। এই অনুদান রূপশ্রী প্রকল্প নামে দেওয়া হবে যার লক্ষ্য হলো মেয়েদের বিবাহের সময় দরিদ্র পরিবার যে আর্থিক সমস্যার সুমুক্ষীন হন তা হ্রাস করা।দেখাগেছে এই পরিবারগুলি মেয়েদের বিবাহের সময় অনেক সময়ই অতন্ত্য চড়া সুদে টাকা ধার নিতে বাধ্য হন।

রূপশ্রী প্রকল্পের অধীনে বিয়ের দিন ঠিক হওয়ার পর ফর্ম পূরণ করতে হবে পাত্রীকে।বিয়ের ন্যূনতম 30 দিন আগে আবেদন করতে হবে। আয়ের শংসাপত্র, পাত্রীর বয়সের শংসাপত্র, পাত্রের সম্পর্কে তথ্য দিয়ে আবেদন করতে হবে। এরপর তথ্য খতিয়ে দেখে তবেই দেওয়া হবে এই টাকা। সেই ফর্ম যাচাই করে বিয়ের 5 দিন আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে প্রাপ্য টাকা।

বিশেষ দ্রষ্টব্য এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পাসে প্রদান করা লিঙ্কে ক্লিক করুন (Rupashree Scholarship)।

রূপশ্রী প্রকল সূচনার উদ্দেশ্য কী (Objective of Rupashree Scheme):-

 নাবালিকা বিয়ে রুখতেই মুখ্যমন্ত্রী এই রূপশ্রী প্রকল্পের সূচনা করেন।নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর এর মূল দায়িত্বে রয়েছে। প্রসঙ্গত, কন্যাশ্রীর প্রকল্পে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে।Rupashree Prakalpa প্রদানের প্রধান উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের বিবাহযোগ্য মহিলাদের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা।31 জানুয়ারি 2018 তারিখে রাজ্য বাজেটে 2018-19 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী ,আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের এককালীন 25000 টাকা অনুদানের ঘোষণা করেছেন।

  • এই Prakalpa গ্রহণের মাধ্যমে মেয়েরা তাদের বিবাহ সংক্রান্ত খরচের একাংশ প্রদান করতে পারবে বলে পশ্চিমবঙ্গ সরকার মনে করছে।
  • ছাত্রীরা যেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।
  • ছাত্রীরা যেন প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে এবং তাদের শিক্ষা যেনো অর্থের কারণে বন্ধ না হয়ে যায়।
  • ছাত্রীরা যেন আরো উন্নত আর্থসামাজিক সুযোগ সুবিধা লাভ করে এবং ভবিষ্যৎ জীবন যেন আরো সুগম হয়।
  • খুব কম বয়সে মা হওয়ার ফলে অনেক ক্ষেত্রে যুবতী স্বাস্থ্য সম্বন্ধিত অনেক সমস্যা দেখা দেয় , এই সমস্ত সমস্যা দূরীকরণ সহ মহিলার জীবন যাত্রার মান উন্নয়ন।

রূপশ্রী প্রকল্প এর সুবিধা ( Benefits of Rupashree Scheme):-

  • এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিবাহযোগ্য মহিলাদের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় ।
  • একজন পিতা তার মেয়ের বিয়ের জন্য নিজের সর্বস্ব রোজকার ব্যয় করতে প্রস্তুত থাকে। তাই এই প্রকল্পের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।
  • এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় দরিদ্র পরিবারে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য মেয়ের পিতা চড়া সুদে টাকা Loan করতে থাকে। তাই পশ্চিমবঙ্গের মাননীয় অর্থমন্ত্রী ,আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের প্রাপ্তবয়স্ক কন্যাদের এককালীন 25000 টাকা অনুদানের ঘোষণা করেছেন
  • এই ঋণ পরিশোধ করতে অবশ্যই তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই এই প্রকল্পের মাধ্যমে সব কিছু সমস্যা নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে সমাধান করা হয় ।

রূপশ্রী প্রকল্প এর জন্য আবেদন প্রক্রিয়া (Rupashree Prakalpa Application Process):-

এই Prakalpa এর আবেদন সম্পূর্ণ Offline পদ্ধতিতে হবে।Form  তোলার জন্য অথবা Form জমা দেওয়ার জন্য মহিলাদের কোন প্রকার টাকা ব্যয় করতে হবে না।

  1. প্রথমে মহিলাদের সংশ্লিষ্ট অফিস থেকে এই প্রকল্পের Form তুলতে হবে।
  2. পঞ্চায়েত এলাকায় বসবাসকারী প্রার্থীরা তাদের নিজস্ব Block Development Office থেকে এই Prakalpa এর  Form পেয়ে যাবে।
  3. মিউনিসিপালিটি তে বসবাসকারী মহিলারা Sub-Divisional Officer এর থেকে এই Prakalpa এর Form পাবে।
  4. Corporation এলাকায় বসবাসকারী মহিলাদের Office of the Commissioner থেকে এই Prakalpa এর  Form তুলতে হবে।
  5. বাড়িতে বসে সম্পূর্ণ হাতে লিখে এই Form টি পূরণ করতে হবে।
  6. এরপরে প্রয়োজনীয় Document গুলি একত্রিত করতে হবে এবং Form এর সঙ্গে Attach করে দিতে হবে।
  7. Document গুলি সহকারে সম্পূর্ণ Application   টি এবারে সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে।
  8. প্রার্থীদের এমন একটা সময়ে এই Form গুলি জমা দিতে হবে যখন প্রস্তাবিত বিবাহের সময় বাকি থাকবে 30 দিনের বেশি কিন্তু 60 দিনের কম।

রূপশ্রী প্রকল্প  এর প্রয়োজনীয় নথী (Rupashree Prakalpa Important Documents):-

  1. বয়সের প্রমানপত্র স্বরূপ উল্লেখিত Document গুলি যেকোনো একটির Xerox Copy – Birth Certificate / Voter ID card / PAN Card / Madhyamik Admit card / Aadhar Card (প্রত্যেক Xerox Copy তে Self Attested করতে হবে)।
  2. প্রার্থীদের অবিবাহিত হওয়ার একটি Self self Declaration Certificate যা Application Form এর সঙ্গেই দেওয়া থাকবে।
  3. প্রার্থীদের বসবাসের প্রমাণপত্র (উপযুক্ত কর্তৃপক্ষ থেকে গৃহীত একটি স্ব-ঘোষণাপত্র)
  4. Bank Account  এর  Pass Book এর First Page এর Xerox Copy।
  5. প্রার্থীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে এমন একটি প্রমাণ – বিবাহের আমন্ত্রণ পত্র অথবা Marriage Certificate এর Notice ।
  6. আবেদনকারী যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে তার বয়সের প্রমাণ পত্র – Birth Certificate / Voter ID card / PAN Card / Madhyamik Admit card / Aadhar Card । এই Document গুলো  সম্ভাব্য স্ত্রী- র দ্বারা Attested  করতে হবে।
  7. আবেদনকারী এবং তার সম্ভাব্য স্বামীর Color Passport Size Photo।

রূপশ্রী প্রকল্প সমন্ধিত সমস্যার জন্য Contact Details:-

এই Prakalpa এর  সম্বন্ধে যদি কারোর কোন তথ্য জানার থাকে তবে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির দ্বারা যোগাযোগ করতে পারে –

Email :support.rupashree-wb@nic.in

Phone : 033-23373846

রূপশ্রী প্রকল্প  এর সম্বন্ধিত লিঙ্কস (Rupashree Prakalpa Important Links) :-

Rupashree Prakalpa Official Notification Download Link Click Here 
Application Form Download Link  Click Here 
Official Website  Click Here 

FAQ:-

1. Rupashree Prakalpa Amount কি ?

ANS:- এককালীন 25,000 টাকা ।

2. Rupashree Prakalpa Status Checking Link কি ?
3. কোন দপ্তর থেকে এই Prakalpa প্রদান করা হয় ?

ANS:- পশ্চিমবঙ্গ সরকারের অন্তঃস্থ Department of Women Development & Social Welfare and Child Development বিভাগের মাধ্যমে এই Prakalpa এর  টাকা মহিলাদের মধ্যে বিতরণ করা হয়।

4. Marriage Registration Certificate ছাড়া কি এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না ?

ANS:– না, বিবাহের প্রমাণ স্বরূপ Marriage Registration Certificate খুবই জরুরী। এছাড়াও মহিলাদের বিবাহের সত্যতা যাচাই করতে নিযুক্ত কোন অফিসার প্রার্থীদের বাড়িতে যাবে। তখন বিবাহ সংক্রান্ত সমস্ত তথ্য এই Officer কে দেখাতে হবে।

5. Rupashree Prakalpa Lunching Date কি?

ANS:– 1 April, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *