উৎকর্ষ বাংলা প্রকল্প | Utkarsh Bangla Scheme | উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্র | উৎকর্ষ বাংলা প্রকল্প PDF
বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষে এবং দক্ষতা বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সাল থেকে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে কারিগরি শিক্ষা দফতরের অধীনে এই প্রকল্প চালু করা হয়েছিল। যাঁরা কারিগরি প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে কর্মপযোগী করে তোলার লক্ষেই এই প্রকল্প চালু করা হয়েছিল। বাংলার স্থায়ী বাসিন্দার পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের আওতাধীনব ‘উৎকর্ষ বাংলা’ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।
উৎকর্ষ বাংলা প্রকল্প কী? (What is Utkarsh Bangla Scheme?)
উৎকর্ষ বাংলা প্রকল্প হল রাজ্য সরকারের দ্বারা চালু করা একটি কর্মসূচি। ২০১৬ সালে ১৬ ই ফেব্রুয়ারী, বেকার যুবক এবং যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে চালু করা হয় পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরে অধীনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন। উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করার পিছনে রাজ্য সরকারের উদ্দেশ্যে ছিল উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের বেকার যুবক- যুবতীরা যাতে উপার্জনের পথ সুনিশ্চিত করতে পারে।
পশ্চিমবঙ্গ সরকার স্কুল ছুট ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করেছিল। আগ্রহীদের এই প্রকল্পের অধীনে ৪০০ থেকে ১২০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। এই কোর্স শেষের পর প্রশিক্ষিতদের সরকারি শংসাপত্রও দেওয়া হবে বলে জানিয়েছিল সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৫০ টি আইটিআই, ১৫৩ টি পলিটেকনিক এবং প্রায় রাজ্য জুড়ে প্রায় ৩৫০০টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্পমেয়াদী দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারে উৎকর্ষ বাংলা প্রকল্প আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে।
উৎকর্ষ বাংলা প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Utkarsh Bangla Scheme):-
- আগামী দিনে রাজ্যে ডেউচা পাচামি সহ বিভিন্ন বন্দর এর কাজের জন্য অনেক ট্রেনিংপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেমেয়েদের প্রয়োজন হবে।সেই চাহিদা যোগানোর জন্য আগে থেকেই Man Power যোগান এর জন্য রাজ্য সরকারের এই পদক্ষেপ।
- এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের চাকরি প্রার্থীরা রাজ্যের মধ্যে চাকরি পেয়ে যাবে তাদের চাকরির জন্য আর ভিন রাজ্যে বা ভিন দেশে যাওয়ার প্রয়োজন পড়বে না। এক কথায় চাকরি প্রার্থীর স্থায়ী অন্নসংস্থান যোগান এই প্রকল্পের মূল লক্ষ্য।
- রাজ্য সরকার এ বিষয়ে আশাবাদী যে ভবিষ্যতে আগামী দিনেও রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে কাজের উপযুক্ত করানোর জন্য আগ্রহী করে তুলতে সক্ষম হবে ।
উৎকর্ষ বাংলা প্রকল্প এর সুবিধা কী? (Benefits of Utkarsh Bangla Scheme):-
- উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থানের সুবিধা পেতে এই প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেনিং এর জন্য আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারেন।
- উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় নতুন কোনো সুবিধা বা প্রশিক্ষণের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন।
- Utkarsh Bangla অধীনে রাজ্যের বেকার যুবক এবং যুবতীরা বিনামূল্যে Vocational Training শেখার সুযোগ পাবে।
- এই প্রকল্পের অধীনে বেকারত্ব হ্রাস পাবে।
- এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবক এবং যুবতীদের দক্ষতা বৃদ্ধি পাবে।
- বেকারদের কর্মসংস্থানের পথ সুনিশ্চিত হবে।
- এই প্রকল্পের অধীনে রাজ্যের যুবক যুবতীরা প্রশিক্ষিত হয়ে উপার্জন করতে পারবে।
- এই প্রকল্পের মাধ্যমে বেকারদের প্রশিক্ষিত করে Paschimbanga Society For Skill Development (PBSSD) Certificate দেওয়া হবে যার মাধ্যমে বেকাররা কর্মসংস্থান পথ নিশ্চিত করতে পারবে।
উৎকর্ষ বাংলা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Utkarsh Bangla Scheme):-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারকে পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Madhyamik বা Higher Secondary পাস করতে হবে।
উৎকর্ষ বাংলা প্রকল্প এর আবেদন প্রক্রিয়া (Utkarsh Bangla Scheme Application Process):-
Offline মাধ্যমেই একমাত্র আবেদন সম্ভব এই প্রকল্পের জন্য । নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্র ভিজিট করুন এবং আপনার নাম নথিভুক্ত করুন যেই বিষয় শেখার জন্য আপনি প্রশিক্ষণ নিতে চান।
উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে আপনি কাজ করবেন কীভাবে? (How to Apply for Jobs Role in Utkarsh Bangla Scheme?):-
- Utkarsh Bangla Paschim Banga Society for Skill Development এর Official Website ভিসিট করুন।
- Industry বা Sector Select করুন।
- Job Role এ গিয়ে PBSSD দ্বারা অনুমোদিত প্রশিক্ষণ প্রদানকারী তালিকায় যাও।
- আপনার পছন্দমত অপশনটি Select করুন এবং Application Form টি পূরণ করুন।
- একবার যাচাই করে নিন সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে তাহলে এবার Submit বাটনে ক্লিক করুন।
উৎকর্ষ বাংলা প্রকল্প এর Contact Details:-
Address:- Plot No. B-7,AA-III, Karigari Bhawan, 2nd Floor, Near hazra Kalibari, Opposite Uniworld City, Major Arterial Road(East-West),Newtown ,Kolkata, West Bengal 700160
Phone:– 033 2324 7566
উৎকর্ষ বাংলা প্রকল্প এর লিঙ্কস (Utkarsh Bangla Important Links):-
Utkarsh Bangla Scheme Official Notification Download Link | Click Here |
Official Website | Click Here |
Apply Now | Click Here |
FAQ:-
ANS:-Agriculture , Apparel , Automotive, Banking, Financial Service & Insurance, Beauty & Wellness, Construction, Electronics & Hardware, Jems & Jewellery, IT&ITES, Leather, Handicrafts, plumbing , Power, Telecom, Tourism & Hospitality ANS:- 16/02/2016 ANS:-মোট 400 থেকে 1200 ঘণ্টা এর মধ্যে । প্রতিদিন দুই শিফটে ক্লাস নেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে PBSSD এর অনুমোদন অনুযায়ী প্রতিদিন 2/4/6 ঘন্টা করে সপ্তাহের 4/5/6 দিন ক্লাস নেওয়া হয়। ANS:-হ্যা অবশ্যই। ANS:-হ্যাঁ ন্যূনতম 80 শতাংশ বা তার অধিক। ANS:-হ্যাঁ যাতায়াত ও টিফিনের জন্য তোমার উপস্থিত দিনের প্রতি ৫০ টাকা ভাতা পাবে।1. কোন্ Website থেকে আবেদন করা যাবে Utkarsh Bangla Scheme এর জন্য?
2. কোন কোন Sector এ প্রশিক্ষণ দেওয়া হয় Utkarsh Bangla Scheme এর মাধ্যমে?2
3. Utkarsh Bangla Scheme Luching Date কি?
4. Utkarsh Bangla Scheme Duration কতো?
5. উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন হলে কি আমি সার্টিফিকেট পাব?
6. উৎকর্ষ বাংলা অন্তর্ভুক্ত প্রশিক্ষণ গুলির জন্য কি কোন নূন্যতম উপস্থিতি হারের প্রয়োজন?
7. প্রশিক্ষণের সময় কি আমি দৈনিক ভাতা পেতে পারি?