West Bengal Snehaloy Housing Scheme

West Bengal Snehaloy Housing Scheme কী? কীভাবে আপনিও পেতে পারেন পাকা বাড়ী একদম বিনামূল্যে স্নেহালয় হাউসিং প্রকল্প এর মাধ্যমে!

WB Snehaloy Housing Scheme Online Registration | West Bengal Snehaloy Housing Scheme Application Form | Snehaloy Housing Scheme Eligibility

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই নতুন আরেকটি জনহিতকর প্রকল্প যার নাম হলো স্নেহালয় হাউসিং স্কিম এর কথা অফিশিয়াল ভাবে ঘোষণা করে দিয়েছে। এ প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুস্থ ব্যক্তিদের নতুন বাড়ি বানানোর জন্য 1.20 লক্ষ টাকার সাহায্য প্রদান করবে। এই প্রকল্পটি হলো বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য এবং যারা অতীতের বিভিন্ন সরকারি বাসভবন প্রকল্পের সাহায্য পায়নি তাদের জন্য।

স্নেহালয় হাউসিং প্রকল্প কি? (What is West Bengal Snehaloy Housing Scheme?)

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশে তিনি নতুন WB Snehaloy Prakalpa এর কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে, সেই সমস্ত লোককে ঘর দেওয়া হবে যাদের আবহাওয়াতে মাথা আড়াল করার ছাদ নেই যা ঘর ছাড়া বাস করা খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন যে দিদি কে বোলো পোর্টালের মাধ্যমে বাড়ির জন্য একটি আবেদন জমা দেওয়া হয়েছিল যা কিছুদিন আগে তার দ্বারা চালু করা হয়েছিল। তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং নির্দেশনায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পাসিন্দাদের জন্য 2022 সাল থেকে এই প্রকল্পটি চালু করেছে। 

স্নেহালয় হাউসিং প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of West Bengal Snehaloy Housing Scheme):-

  • পশ্চিমবঙ্গের এমন কোন দরিদ্র ব্যক্তি তার নিজের নামে বা তার পরিবারের কোনো সদস্যের নামে পাকা বাড়ি নেই, এমন লোকেদের পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হবে |
  • স্নেহালয় হাউসিং প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার দুঃস্থ বাসিন্দারা যারা অতীতে বাংলা আবাস যোজনার থেকে সাহায্য পায়নি তাদেরকে বাড়ি তৈরি করার জন্য আর্থিকভাবে সাহায্য প্রদান করা হবে।

স্নেহালয় হাউসিং প্রকল্পের সুবিধা  কী? (Benefits of Snehaloy Housing Scheme)

  • এই প্রকল্পের ন্যূনতম 25 বর্গমিটার অঞ্চল পাকা আবাসনের জন্য এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়।
  • এই টাকা ডাইরেক্ট ব্যাংক একাউন্টের স্থানান্তরের মাধ্যমে সুবিধাভোগীদের জন্য উপলব্ধ করা হয়।
  •  জমির সহজলভ্যতা অনুযায়ী আবাসন ইউনিটের আকার ও নকশায় একটি টয়লেট দেওয়া যেতে পারে।
  • প্লেন জায়গাগুলিতে প্রতি ইউনিট পিছু ১, ২০,০০০ টাকা করে। পাহাড়ি ও সুন্দরবন অঞ্চলে প্রতি ইউনিট পিছু ১,৩০,০০০ টাকা করে প্রদান করা হবে।
  • স্নেহালয় আবাসভবন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সাহায্যকারী অর্থের পরিমাণ এক লাখ টাকার অধিক প্রায় 1.20 লক্ষ টাকা দুই ধাপে দেওয়া হবে |

স্নেহালয় হাউসিং প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন (Snehaloy Housing Scheme Application Process):-

  • অন্যান্য আবাসভবন প্রক্রিয়ার মত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও স্নেহালয় হাউসিং প্রকল্পের জন্য অনলাইন প্রক্রিয়া শুরু করবে।
  • এই প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই পাওয়া যেতে পারে। রাজ্য সরকারের কোন সরকারি ওয়েবসাইট কিংবা একদম আলাদা নিজস্ব পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে।
  • যেহেতু এখনো পর্যন্ত এই অনলাইন প্রক্রিয়া সম্বন্ধিত কোন তথ্য অফিশিয়াল ভাবে প্রকাশ করা হয়নি তাই যত দ্রুত স্নেহালয় প্রকল্পের অনলাইন কিংবা অফলাইন এপ্লিকেশন প্রসেস শুরু হবে আমরা সেটি আপনাদের এই পোষ্টের মাধ্যমে আপডেট করিয়ে দেব।
  • এই প্রকল্পে আবেদনকারীকে এপ্লিকেশন ফর্ম টি সঠিকভাবে ফিলাপ করার পর অনলাইন মোডে না হতো অফলাইনেই নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।

Snehaloy Housing Scheme Contact Details:-

এই Scheme এর সম্বন্ধে আপনাদের মনে যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই তাহলে আপনারা নিম্নে প্রদান করা ঠিকানায় ভিসিট করে আপনার সমস্যার সমাধান পেতে পারেন।

GOVERNMEI\T P&W Branch of West Bengal Housing Department New Secretariat Building, 15’FlooR, Block One KS Roy Road, Kolkata- 7OOOO

স্নেহালয় হাউসিং প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Snehaloy Housing Scheme Important Links):-

Snehaloy Housing Scheme Official Notification Download Link Click Here
Official Website  Click Here

FAQ:-

1. Snehaloy Housing Scheme Lunching Date কি?

ANS:- 3rd March 2020

2. Snehaloy Housing Scheme Official Website কোনটি?

ANS:- https://wb.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *