Sneher Paras Scheme

স্নেহের পরশ প্রকল্প কী?কি কি সুবিধা পাবেন Sneher Paras Scheme এর মাধ্যমে App Link সহ জানুন সমস্ত কিছু?

Sneher Paras Scheme  | Migrant Worker Relief Scheme |  স্নেহের পরশ প্রকল্প | Sneher Paras App 

লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে রয়েছেন বাংলার অসংখ্য পরিযায়ী শ্রমিক। চরম দুর্ভোগের মুখে পড়েছেন। তাঁদের সাহায্যে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ‘স্নেহের পরশ’ নামে একটি প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। সেই প্রকল্পের আওতায় ভিনরাজ্যে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে রাজ্য। এককালীন 1,000 টাকা দেওয়া হবে শ্রমিকদের। রাজ্য জানিয়েছে, 2 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত প্রকল্প চলবে।

স্নেহের পরশ প্রকল্প কী? (What is Sneher Paras Scheme?)

করোনা ভাইরাস নামক মহামারীর কারনে সারা দেশে ২৪ শে মার্চ থেকে লক ডাউন চলছে । এর ফলে পশ্চিমবঙ্গের শ্রমিক যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট কর্মী সহায়তা যোজনা চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যা স্নেহের পরশ প্রকল্প নামেও পরিচিত। স্নেহের পরশ প্রকল্পে এককালীন ১০০০ টাকা ভাতা পাওয়া যাবে |

স্নেহের পরশ প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Sneher Paras Scheme):-

  • এই প্রকল্পে সরকারের মূল উদ্দেশ্য হল রাজ্যের পরিযায়ী শ্রমিকদের সাহায্য করা এবং তাদের কিছুটা স্বস্তি দেওয়া। অসহায় মানুষকে আর্থিক সাহায্য করা হবে।
  • করোনা ভাইরাসের কারনে যে লক ডাউন জারি করা হয়েছে,তাঁর ফলে যারা দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছেন এমন পশ্চিমবঙ্গবাসী শ্রমিকদের জীবনধারণে সাহায্য করা। 

স্নেহের পরশ প্রকল্প এর সুবিধা কী? (Benefits of Sneher Paras Scheme):-

  • দেশব্যাপী লকডাউনের কারণে মানুষ সেখানে আটকে আছে এবং চাহিদা পূরণের জন্য উপার্জনের কোনো উপায় নেই। তাদের সাহায্য করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। 
  • আবেদনের অনুমোদনের পর, সুবিধাভোগীরা পাবেন রুপি। 1000/-। সুবিধা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। পেমেন্ট পাওয়ার পর আবেদনকারীরা নিবন্ধিত মোবাইল নম্বরে একটি SMS পাবেন।

স্নেহের পরশ প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Sneher Paras Scheme):-

  • যেসব শ্রমিক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারা একমাত্র আবেদন করতে পারবে।
  • Lockdown এর ফলে পরিণয়ন ব্যবস্থা এবং আন্তর্জ্য গতিবিধি বন্ধ হয়ে যাওয়ার কারণে যেসব শ্রমিক রাজ্যে ফিরতে পারেনি তারা আবেদন করতে পারবে।
  • আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণস্বরূপ Aadhar Card/Voter ID /Ration Card থাকতে হবে।

স্নেহের পরশ প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন (Sneher Paras Scheme Application Process):-

যেহেতু Offline এ এই Scheme এর জন্য আবেদন সম্ভব নয়, তাই রাজ্য সরকার এই Scheme এ আবেদনের জন্য Official App Launch করেছে, নিম্নে Official App এর মাধ্যমে Registration Process এর সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

  • Link Section থেকে Sneher Paras এর Official Application টি Download করুন।
  • Mobile Number প্রদান করে সর্বপ্রথম Registration সম্পূর্ণ করুন।
  • Registration Form এ প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
  • Photograph, Aadhar Card/Voter ID/Ration Card আপলোড করুন।
  • Bank Account Details প্রদান করুন এবং সঙ্গে Bank Account এর First Page Upload করুন এবং Submit বাটনে ক্লিক করুন।

স্নেহের পরশ প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Sneher Paras Scheme Application Form):-

  • আবেদনকারীর Aadhar Card/Ration Card/Voter ID
  • Bank Account Details
  • Passport Size Photo

স্নেহের পরশ প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Sneher Paras Scheme Important Links):-

Sneher Paras Scheme Officilal Notification Download Link Click Here
App Download Link Click Here

FAQ:-

1. Sneher Paras Scheme Lunching Date কি?

ANS:- May, 2020

2. Sneher Paras Scheme Official Website কোনটি?

ANS:- https://www.wb.gov.in/ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *