করোনা (Covid-19) সংক্রমণের কারনে পশ্চিমবঙ্গের শ্রমিকরা বাইরের রাজ্য থেকে বাড়ি ফিরে আসে। এই শ্রমিকদের জন্য আসন্ন বিধানসভা ভোট প্রচারে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ‘সমর্থন প্রকল্প’ এর ঘোষণা করেন। বিধানসভা ভোট জয় লাভে তৃতীয় বারের মতো সরকার গঠন করে, সমস্ত শ্রমিক পরিবারের আর্থিক সাহায্যের জন্য Samarthan Prakalpa’ নামে নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের 50 হাজার টাকা অনুদান রাজ্য সরকার । যাতে তারা বাইরে কাজে না গিয়ে রাজ্যের মধ্যে থেকে নিজের ব্যবসা শুরু করতে পারে |
সমর্থন প্রকল্প কী? (What is Samarthan Prakalpa?)
নোট বাতিলের জেরে কর্মহীনদের জন্য সরকার পাশে দাঁড়াবে এ কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার Covid মহামারীর তে কর্মহারাদের জন্য ‘সমর্থন’ নামে নয়া প্রকল্প এনে ফেলল রাজ্য সরকার। কাজ হারানো শ্রমিক-ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে স্বনিযুক্তি প্রকল্পে ইতিমধ্যেই ৯টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। বরাদ্দ করা হয়েছে ৩০০ কোটি টাকা।
পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত শ্রমিক রাজ্যের বাইরে অন্য রাজ্যে কাজে যায়, তাদের ৫০ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, যাতে তারা বাইরে কাজে না গিয়ে, নিজের ব্যবসা শুরু করতে পারে। কারা আবেদন করতে পারবেন? বর্তমানে এই প্রকল্পে শুধুমাত্র ১০ টি জেলার শ্রমিকরা আবেদন করতে পারবেন।
সমর্থন প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Samarthan Prakalpa):-
- ভিনরাজ্যে কাজ হারানো বেকারদের কথা চিন্তা করেই এই ‘সমর্থন’ প্রকল্প এনেছে রাজ্য। রাজ্যের এই নয়া উদ্যোগে ভিনরাজ্যে কাজ হারানো বেকারদের স্বনিযুক্তির জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
- ছোট বা মাঝারি ব্যবসার জন্য জেলাশাকের কাছে আবেদন করতে পারবে প্রার্থী নিজেই । প্রকল্পের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে রাজ্যের ৯টি জেলাকে।
- এ রাজ্যের বহু বাসিন্দা ভিনরাজ্যে চাকরি হারিয়ে বেকারও হয়েছেন। তা নিয়ে শুরু থেকেই সরব ছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং তাদের জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে |
সমর্থন প্রকল্পের সুবিধা কী? (Benefits of Samarthan Prakalpa):-
- ছোট বা মাঝারি ব্যবসায় পড়েছে মন্দার কোপ। গয়নার কারিগর থেকে বহু কর্মীই কাজ হারিয়েছেন বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন। এবার প্রকল্পের আওতায় সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে নবান্ন।
- মাঝারি শিল্প থেকে তথ্য প্রযুক্তি শিল্পেও স্বনিযুক্তির জন্য টাকা পাবেন প্রার্থীরা।
- কাজ হারানো শ্রমিক-ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে স্বনিযুক্তি প্রকল্পে ইতিমধ্যেই ৯টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ৩০০ কোটি টাকা।
- রাজ্যের নয়টি জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, কোচবিহার জেলার বাসিন্দারা আপাতত এই সুবিধা পাবে।
সমর্থন প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন (Samarthan Prakalpa Application Process):-
এই Prakalpa এর জন্য আবেদন শুধুমাত্র Offline মাধ্যমেই সম্ভব , নিম্নে Step by Step Application Process এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- আপনার নিকটস্থ অঞ্চল বা BDO অফিসে যোগাযোগ করুন সেখানে আপনি একটি, Application Form পেয়ে যাবেন সেটি সংগ্রহ করুন।( বিশেষ দ্রষ্টব্য Application Form এর এক কপি Download Section এ পেয়ে যাবেন।)
- নির্দেশ অনুযায়ী তথ্য প্রদান করে Application Form টি পূরণ করুন।
- Supporting Documents গুলি Attach করুন এবং Submit করুন সেই Office এই।
সমর্থন প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Samarthan Prakalpa Application Form):-
- আবেদনকারীর Voter ID,Aadhar Card এর জেরক্স কপি
- Bank Passbook এর জেরক্স কপি
- Passport Size Photo 2 কপি
- Income Certificate এর জেরক্স কপি
- Train Ticket এর জেরক্স কপি
- আবেদনকারী আগে যেখানে কাজ করতো সেই জায়গার ঠিকানা
সমর্থন প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Samarthan Prakalpa Important Links):-
Samarthan Prakalpa Application Form Download Link | Click Here |
Official Website | Click Here |
FAQ:-
1. Samarthan Prakalpa Lunching Date কি?
ANS:- 2017 সালের February মাসে