দীর্ঘস্থায়ী অতিমারির ধাক্কায় বিপর্যস্ত পর্যটন শিল্পও। 2020-21 এবং চলতি আর্থিক বছরে (2021-2022) এখনও পর্যন্ত রাজ্যের পর্যটন শিল্পে সম্মিলিত ভাবে কত লোকসান হয়েছে, সেই হিসেব কষা কার্যত অসম্ভব বলে জানাচ্ছে পর্যটন সংস্থাগুলি। বড় সংস্থাগুলি এই ধাক্কা কোনও মতে সামলে উঠতে পারলেও ছোট বা মাঝারি সংস্থাগুলির নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে সংস্থাগুলির পুনরুজ্জীবনে ‘পর্যটন সহায়তা প্রকল্প’- নামে এক ‘ওয়ার্কিং ক্যাপিটাল লোন’ বা সহজ মূলধনি ঋণের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
সূচী
পর্যটন সহায়তা প্রকল্প কী? (What is Paryatan Sahayata Prakalpa?)
পর্যটন সহায়তা প্রকল্পের আওতায় দৈনন্দিন ব্যবসা চালাতে স্বল্পমেয়াদি মূলধন এর উপর ঋণের ব্যবস্থা করা হবে। প্রথম বছরের সুদের ৫০% রাজ্য সরকার মেটাবে, বাকি দায়িত্ব সংস্থার। ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে। সর্বাধিক এক হাজার সংস্থা এই সুবিধা নিতে পারবে। সব মিলিয়ে ঋণের সর্বোচ্চ সীমা ধরা রয়েছে ১০০ কোটি টাকা। ট্রেড লাইসেন্সধারী ছোট-মাঝারি-বড় পর্যটন সংস্থাগুলি এই ঋণের সুবিধা পাবে। পর্যটন দফতরের পোর্টালে জমা পড়া আবেদনপত্র জেলাশাসকদের মাধ্যমে নোডাল ব্যাঙ্কের কাছে পাঠানো হবে। ব্যাঙ্ক যাচাই করে বৈধ আবেদনকারীদের ঋণ দেবে।
পর্যটন সহায়তা প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Paryatan Sahayata Prakalpa):-
- দেশের পর্যটন পরিকাঠামোর উন্নতি সাধন, ভিসা ব্যবস্থাকে সহজ করা, পর্যটন পরিষেবা প্রদানকারী সংস্হাগুলির পরিষেবার সঠিক মান বজায় নিশ্চিত করা ইত্যাদি পর্যটন মন্ত্রকের দায়িত্বের মধ্যে পড়ে।
- সরকারি সূত্র জানাচ্ছে, রাজ্যের GDP -তে ১১ শতাংশের বেশি অবদান পর্যটন ক্ষেত্রে বাজার চাঙ্গা হওয়া জন্য অপেক্ষা করতে গিয়ে ছোট-মাঝারি সংস্থাগুলি যদি বন্ধ হয়ে যায়? তাই তাঁদের কার্যকর মূলধন জোগানোর ব্যবস্থা করা ।
- পর্যটন দফতরের বক্তব্য, কোনও টুর অপারেটর ঋণ নিতে গেলে ব্যাঙ্কগুলি অনেক সময়েই গড়িমসি করে। তাই ব্যাঙ্কগুলির সঙ্গে এই প্রকল্প নিয়ে বৈঠক করেছেন কর্তারা।
পর্যটন সহায়তা প্রকল্পের সুবিধা কী? (Benefits of Paryatan Sahayata Prakalpa):-
- ভারত-সহ বহু দেশে অর্থনৈতিক বিকাশের মূল চালিকাশক্তি ও বিদেশী মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস হল পর্যটন ক্ষেত্র যা রোজগারেরও বহু সুযোগ এনে দিতে সমর্থ, এই অবস্থায় রাজ্যের অর্থনীতিতে পর্যটন ই একমাত্র বৈদেশিক অর্থ রাজ্যে আনতে পারে ।
- বর্তমানে ১৬৬টি দেশের নাগরিকদের ই-ভিসা প্রকল্পের সুযোগ দেওয়া হচ্ছে। দেশের ২৬টি বিমানবন্দরে ই-ভিসার মাধ্যমে ভারতে প্রবেশের সুযোগও রয়েছে। যার মাধ্যমে খুব স্বাভাবিক ভাবে রাজ্যে পর্যটনের বৃদ্ধি ঘটবে।
- করোনা কালে পর্যটন ব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি যেন ব্যবসায়ীরা কাটিয়ে উঠতে পারে সে উদ্দেশ্যে সাহায্য প্রদান।
Types | Loan Amount | Details |
Sishu | 50,000 পর্যন্ত | যে সকল Entrepreneur রা সদ্য তাদের ব্যবসা শুরু করেছে তাদের জন্য এই অর্থ তারা Cash Credit বা Overdraft এর মাধ্যমে পাওয়া যাবে। |
Kishor | 50,000 থেকে 5,00,000 পর্যন্ত | যে সকল Entrepreneur রা আগে ব্যবসা শুরু করেছেন এবং অর্থের অভাবে মার্কেটে টিকতে পারছেন না, তাদের জন্য এই অর্থ তারা Cash Credit বা Overdraft এর মাধ্যমে পাওয়া যাবে। |
Tarun | 5,00,001 থেকে 10,00,000 পর্যন্ত | যেসব Entrepreneur রা তাদের ব্যবসাকে আরো বড় করতে চায় তারা আবেদনযোগ্য এই বিভাগের জন্য । প্রয়োজনীয় অর্থ Cash Credit বা Overdraft এর মাধ্যমে পাওয়া যাবে। |
কোন কোন সংস্থা পর্যটন সহায়তা প্রকল্পের জন্য আবেদন করতে পারবে? (Applicability of Paryatan Sahayata Prakalpa):-
- Resort ও Hotel Star Classification সহ বা Non Star Classification সহ প্রতিষ্ঠান যা Ministry of Tourism, Government of India/Department of Tourism, Government of West Bengal কর্তৃক Approve হতে হবে।
- পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের Tourism Sector এর সঙ্গে সংযুক্ত হতে হবে উল্লিখিত সংস্থাকে।
- পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত Tour Operator /Travel Agency যাদের GST Number আছে এবং বিগত দুই বছরের GST Return File করছে এমন সমস্ত সংস্থা আবেদন করতে পারবে এই Prakalpa এর জন্য।
- Port Department এর অন্তর্গত Valid Licence আছে এমন Tourist Boats/ Launches/ Cruise Boats/Houseboat এর মালিকরা আবেদন করতে পারবে ।
- Department of Tourism, Government of West Bengal এর Registered Home Stay এর মালিকরা আবেদন করতে পারবে।
- Low Budget Hotels, Motels, Yatriniwas ও Yatrika এই Prakalpa এর জন্য আবেদন করতে পারবে।
- Way Side Facilities ও Convention Center ও এই Prakalpa এর জন্য আবেদন যোগ্যl
পর্যটন সহায়তা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Paryatan Sahayata Prakalpa):-
- আবেদনকারী যেই সংস্থার জন্য আবেদন করবে এই সংস্থাকে অবশ্যই পশ্চিমবঙ্গের Travel ও Tourism Sector এর অন্তর্ভুক্ত হতে হবে।
- আবেদনকারী এর আগেও যদি কোন প্রকারের Loan নিয়ে থাকে তাহলে সে আবেদন করতে পারবে না।
- সংস্থা কে Proprietorship/ Partnership/ Ltd Company এর অন্তর্ভুক্ত হতে হবে।
- সংস্থার Valid Trade License থাকতে হবে।
- GST Number প্রযোজ্য হলে Valid GST Number থাকতে হবে।
পর্যটন সহায়তা প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন (Paryatan Sahayata Prakalpa Application Process):-
এই Prakalpa এর জন্য আবেদন শুধুমাত্র Online মাধ্যমেই সম্ভব , নিম্নে Step by Step Application Process এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- WBTDCL এর Official Website ভিসিট করুন
- First Time User হলে Email ID, নাম, Phone number ইত্যাদি প্রদান করে Log In করুন। আপনার সামনে Project Details সম্মিলিত একটি Application Form আসবে , সেটি যথাযথ তথ্য অনুযায়ী পূরণ করুন।
- এখন আপনার Application Form টি WBTDCL Representative এর কাছে পাঠানো হবে , Representative আপনার Application Form টি District Magistrate এর কাছে পাঠানো হবে।
- এর পরের পর্যায়ে Bank এর মাধ্যমে আপনার Sanction Amount টি পাঠিয়ে দেওয়া হবে আবেদনকারীর Bank Account এ।
পর্যটন সহায়তা প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Paryatan Sahayata Prakalpa Important Links):-
Paryatan Sahayata Prakalpa Official Notification Download Link | Click Here |
Official Website | Click Here |
FAQ:-
1. Paryatan Sahayata Prakalpa Lunching Date কি?
ANS:- 25/02/2021
2. . Paryatan Sahayata Prakalpa Official Website কোনটি?
ANS:- https://paryatansahayata.wbtourismgov.in/
3. Paryatan Sahayata Prakalpa টি কতো দিন পর্যন্ত কার্যকরী থাকবে ?
ANS:- 31/03/2022