Parijayee Sahay Scheme

পরিযায়ী সহায় প্রকল্প কী? কি কি সুবিধা পাবেন Parijayee Sahay Scheme এর মাধ্যমে জানুন সমস্ত কিছু?

শ্রম দফতর নতুন এক প্রকল্পের নিয়ে এসেছে যার নাম , ‘পরিযায়ী সহায়’। এই প্রকল্পের আওতায় থাকা পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা বিনামূল্যে খাদ্যসামগ্রী পাবেন। পরিযায়ী শ্রমিকদের এ ক্ষেত্রে মাসে একটি করে কুপন দেওয়া হবে। তাঁরা নিকটবর্তী যে কোনও রেশন দোকানে কুপনটি দেখালেই বিনামূল্যে রেশন পাবেন।

পশ্চিমবঙ্গের পরিযায়ী (পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের যে কোনও রাজ্যে কাজ করে এমন ) শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে পরিযায়ী সহায় নামের একটি নতুন প্রকল্পের সূচনা করেছে I এই প্রকল্পের অন্তর্গত প্রত্যেক পরিযায়ী শ্রমিক বিনামূল্যে 5 কিলো করে প্রতি মাসে খাদ্য সামগ্রী পাবে |

পরিযায়ী সহায় প্রকল্প কী? (What is Parijayee Sahay Scheme? )

গতবছর যখন দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সেই সময়কার পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি আজও ভোলার নয়। পায়ে হেঁটে কয়েক শ, হাজার কিলোমিটার পাড়ি দিয়ে, ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে সকল পরিযায়ী শ্রমিকদের নিজেদের কর্মস্থল থেকে ফিরে আসতে হয়েছে বাড়িতে। এই যাত্রাপথে বিপুল কষ্ট সহ্য করার পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিককে হারাতে হয়েছে তাদের প্রাণ, হারাতে হয়েছে আত্মীয়দের।

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা দূর করতে দুই সহকারই বর্তমানে কোন কসুর রাখছে না। কেন্দ্রের তরফ থেকে যেমন বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হচ্ছে, ঠিক তেমনই কেন্দ্রের সাথে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও এই সকল পরিযায়ী 0শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে আসবে |

পরিযায়ী সহায় প্রকল্পের সূচনার উদ্দেশ্য কি? (Objective of Parijayee Sahay Scheme):-

  • পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের সঠিক তথ্য সংগ্রহ করেছে I ঐ সঠিক তথ্যের ভিত্তিতে পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করাI 
  • পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশা মোচন এই প্রকল্প সূচনার মূল উদ্দেশ্য। 

পরিযায়ী সহায় প্রকল্পের সুবিধা কী? (Benefits of Parijayi Sahay Scheme):-

  • পশ্চিমবঙ্গের শ্রম দফতর মারফত অনেক আগেই পরিদর্শক নিয়োজিত হয়েছে। এনারাই বিভিন্ন ব্লক, পুরসভা এলাকায় গিয়ে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। যেই তথ্য প্রয়োজনে ভবিষ্যতেওব্যবহার করা হবে।
  • তারাই পরিযায়ী শ্রমিকদের দুয়ারে কুপন পৌঁছে দেবেন। প্রতি মাসে একটি করে কুপন দেওয়া হবে শ্রমিকদের।
  • তারা তাদের নিকটবর্তী যেকোন রেশন দোকানে ওই কুপন দেখালে বিনামূল্যেই পাবেন রেশন। এই প্রকল্প মারফত প্রতি মাসে ৫ কেজি করে খাদ্যশস্য পাবেন পরিযায়ী শ্রমিকরা।
  • যদি কোনও পরিযায়ী শ্রমিক বা তার পরিবারের রেশন কার্ড না থাকে তবে তাদের কে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কুপন দেওয়ার কথা বলেন I

FAQ:-

1. Parijayee Sahay Scheme Launching Date কি?

ANS:- 1st July, 2021 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *