Paray Sikshalaya Scheme

পাড়ায় শিক্ষালয় প্রকল্প কী? কি কি সুবিধা পাবেন Paray Sikshalaya Scheme এর মাধ্যমে জানুন সমস্ত কিছু?

আগেই দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, দুয়ারে রেশন ইত্যাদি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা রাজ্য সরকার জনসাধারণের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এবার শিক্ষাকেও শিক্ষার্থীদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘পাড়ায় শিক্ষালয়’ নামক এই নয়া উদ্যোগ নিল রাজ্য।

পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি Paray Shikshalaya তথা পাড়ায় শিক্ষালয়। এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানতে চলেছি Paray Shikshalaya প্রকল্প সম্বন্ধে বিস্তারিত।

পাড়ায় শিক্ষালয় প্রকল্প কী? (What is Paray Sikshalaya Scheme?)

পাড়ায় শিক্ষালয় (Paray Shikshalaya) হল করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কাছে স্কুলের আমেজ পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক নতুন কর্মসূচি।

সকল শিক্ষার্থীদের কাছে এইরূপ বিপরীত পরিস্থিতিতে বিদ্যালয় কে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি গ্রহণ করেছে। এই প্রকল্পে কোভিদ বিধি মেনে পাড়ার কোন খোলা জায়গায় উন্মুক্ত পরিবেশে যেখানে কোভিদ সংক্রমণের সম্ভাবনা কম এমন স্থানে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা, শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা, প্যারাটিচার সকলে পড়ুয়াদের নিজস্ব পাড়ার পরিবেশে আনন্দময় পাঠদানের ব্যবস্থা করবেন।

করোনা অতিমারীর (COVID-19) কারণে প্রায় দু’বছর ধরে বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ। বিশেষত প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একদিনও ক্লাস হয়নি। এমন আবহে চার দেওয়ালে বন্দী ক্লাসরুমে পড়াশোনা করা ঝুঁকিুপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। তাই এমন উদ্যোগ।

পাড়ায় শিক্ষালয় প্রকল্পের উদ্দেশ্য কী? (Objective of Paray Sikshalaya Scheme):-

  • ঘরবন্দি পড়ুয়াদের কাছে বিদ্যালয়ের পরিবেশ এবং বিদ্যালয়ের শিক্ষা পৌঁছে দেওয়া।
  • অনেক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু থাকলেও বহু পড়ুয়াই অনলাইন ক্লাসের সুবিধা পাচ্ছেন না। দুর্বল ইন্টারনেট পরিষেবা বা আর্থিক অনটনের জন্য তারা এই ক্লাস করতে পারছেন না। তাই ‘পাড়ায় শিক্ষালয়’ এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী।
  • শিশুদের মনোসামাজিক সহায়তা এবং সামাজিক আবেগজনিত শিক্ষা প্রদান করা।
  • স্বাস্থ্য ও পারিবারিক পরিছন্নতা বৃদ্ধি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বৃদ্ধিকরণ।
  • লেখাপড়া এবং সংখ্যা সংক্রান্ত দক্ষতা বৃিক, কর্মকান্ড, গান, নাচ ,আবৃত্তি ইত্যাদি বিশেষভাবে শেখানো।
  • শিল্প ও নৈপুণ্যের দক্ষতা বৃদ্ধি।
  • আউটডোর এবং ইনডোর ক্রিয়া সংক্রান্ত কার্যক্রম বৃদ্ধি।

পাড়ায় শিক্ষালয় প্রকল্পের সুবিধা কী? (Benefits of Paray Sikshalaya Scheme):-

  • 5 বছর থেকে 10 বছরের শিক্ষার্থীরা এই প্রকল্পের লাভ নিতে পারবে।
  • 50,159 টি প্রাথমিক বিদ্যালয় এবং 15,599 টি শিশু শিক্ষা কেন্দ্রের 1.84  Lakh জন প্রাথমিক শিক্ষক 21000 প্যারাটিচার 38000 সহায়ক /সহায়িকা এবং সহকারী ও সরকার পোষিত বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের 60,52,682 জন শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে।
  • Internet Connection এর অভাবে অনেক স্থানেই প্রাথমিক শিক্ষা কার্যত বন্ধ হয়ে গেছে এই প্রকল্পের মাধ্যমে পুনরায় প্রাথমিক শিক্ষা পূর্ব ছন্দে ফেরানো সম্ভব হবে।
  • শিক্ষামন্ত্রী জানান, স্কুলের টাইমেই এখানে পড়াশোনা করানো হবে।
  • এবার থেকে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি অব্দি এই নতুন প্রকল্পের মাধ্যমে পড়ানো হবে।।

FAQ:-

1. কোন রাজ্য সরকার Paray Shikshalaya নামে Open Air Classroom এর সূচনা করেছে?

ANS:-পশ্চিমবঙ্গ সরকার

2. Paray Shikshalaya Scheme টি কি এখনো কার্যকরী?

ANS:- না 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *