wWhat is Vested Land iin Bengali

Vested Land কী? কীভাবে আপনি Vested Land এর পাট্টা নিতে পারবেন, জানুন বিস্তারিত!

 

 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায়ের অনুপ্রেরণায় 2020 চালু করা হয় “দুয়ারে সরকার” (Duare Sarkar Prakalpa) । 2020 থেকে 2022 পর্যন্ত দুয়ারে সরকারে প্রত্যকে বার নতুন নতুন সমস্ত কাজ সরকারী আধিকারিকরা নিয়ে এসেছেন জনসাধারণের নিকটে । সেই নিরিখে এইবার অর্থাৎ November 2022 এর দুয়ারে সরকারের নতুন কাজগুলির মধ্যে অন্যতম একটি কাজ হলো ভেস্ট জমিগুলোর পাট্টা প্রদান করা ।

ভেস্ট জমি কী ?

আইন অনুসারে, ভেস্ট করা হয় সেই সময়ে যখন কোনও সম্পত্তির আইনি মালিকানা থেকে উদ্ভূত অধিকার এবং স্বার্থ অন্যান্য কিছু ব্যক্তি অর্জিত করে । ভেস্ট করা বর্তমান বা ভবিষ্যতের স্থাপনার একটি অবিলম্বে সুরক্ষিত অধিকার তৈরি করে । একজনের এমন একটি সম্পত্তির উপর একটি অর্পিত অধিকার রয়েছে যা কোনও তৃতীয় পক্ষের দ্বারা কেড়ে নেওয়া যাবে না, যদিও কেউ এখনও সম্পদের অধিকারী নাও হতে পারে । যখন একটি আইনি সম্পত্তির বর্তমান বা ভবিষ্যতের অধিকার, স্বার্থ বা শিরোনাম অন্য কোন পক্ষের কাছে হস্তান্তর করা যেতে পারে, তখন এটিকে ভেস্ট বলা হয় । 

সময় সাপেক্ষে পশ্চিমবঙ্গ সরকার ভেস্ট করা জমিগুলির পাট্টা প্রদান করলেও বঞ্ছিত থেকে যায় বহু অশিক্ষিত কৃষক, দিনমজুর শ্রেনীর লোকজন । সেই সমস্ত লোক জনের মৃত্যু ঘটলেও বংশ পরম্পরায় তাদের জমি ভোগ করিতেছেন তাঁদের ছেলেমেয়েরা কিন্তু তারা পায়নি এখনো কোনো জমির কাগজ পত্র ।

কোনও জমি কিভাবে ভেস্ট জমিতে পরিবর্তিত হয়?

যখন কালেক্টর ধারা 8 এর অধীনে জারি করা ঘোষণায় উল্লেখিত জমির দখল নেয়, তখন এটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের উপর ন্যস্ত থাকবে, যেমনটি হতে পারে, সমস্ত চাপ থেকে মুক্ত।

কিভাবে পাওয়া যাবে ভেস্ট জমির পাট্টা ?

সরকারের প্রদান করা তথ্য অনুজায়ী দুয়ারে সরকারে আবেদন করতে হবে ভেস্ট জমির পাট্টার জন্য । এই আবেদনটি করতে হবে নিকটবর্তী B.L & L.R.O অফিসের অফিসারের কাছে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে ।

দলিলের মধ্যে ভেস্ট জমির মানে কি?

সহজ কথায়, টাইটেল ভেস্টিং হল একজন ক্রেতা যেভাবে তাদের সম্পত্তির শিরোনাম ধারণ করে — এর মানে হল ক্রেতা শিরোনামের অফিসিয়াল অধিকার নিচ্ছে। অর্পিত মালিকানা মানে ব্যক্তি বা ব্যক্তিরা সম্পূর্ণভাবে সম্পত্তির মালিক।

 ভেস্ট জমির পাট্টা পাইবার আবেদন পত্র:

নিম্নলিখিত ফরম্যাটে আবেদনকারীদের আবেদন করতে হবে এবং তা জমা করতে হবে দুয়ারে সরকারের নির্দিষ্ট ক্যম্পগুলিতে ।

To

The B.L & L.R.O

P/S –

Dist-

                                                                 SUB: পাট্টা পাইবার আবেদনপত্র

 

আবেদনকারীর নামঃ                                                       

পিতাঃ              

গ্রামঃ                             

পোঃ                                

থানাঃ                         

জেলাঃ

 

মহাশয়,

             বিনীত নিবেদন এই যে আমি উপরিউক্ত ঠিকানায় একজন ভূমিহীন দরিদ্র পরিবার এর সদস্য এবং উক্ত এলাকার স্থায়ী বাসিন্দা । নিম্ন তপশিলি বর্ণিত দাগের সম্পত্তি ভেস্ট কালীন হইতে অদ্য কাল পর্যন্ত নিজ হালে চাষাবাদ করিয়া ভোগ দখল করিয়া আসিতেছে । অদ্য কাল পর্যন্ত ভোগ দখল করিয়া আসিলে আমার নিজ নামে কোন সরকারি নথিপত্র বা পাট্টা নেই ।

            অতএব বিধায় পার্থনা মহাশয় নিম্ন তাপশিলি বর্ণিত দাগের সম্পত্তি সরজমিনে তদন্ত করিয়া উপযুক্ত সাক্ষী প্রমাণিতি লইয়া যাহাতে আমার নিজ নামে পাট্টা হয় তাহার সুব্যবস্থা পড়িতে মহাশয় সুদৃষ্টি আকর্ষণ করিতেছি ।

                                                                                 ইতি

                                                                                নিবেদক,

তপশিলি মৌজা:-

জে. এল নং

দাগ নং:-

পরিমান:-

শ্রেণী:-

খতিয়ান নং:-

মোবাইল নং:-      

 FAQ:-

1. ভেস্ট জমি কী আইন সাপেক্ষ?

ANS:- হ্যাঁ, একদম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *