Nijashree Housing Scheme কী? কীভাবে আপনিও পেতে পারেন পাকা বাড়ী একদম বিনামূল্যে নিজশ্রী হাউসিং প্রকল্প এর মাধ্যমে!

নিজশ্রী হাউসিং প্রকল্প | Nijashree Housing Scheme | Nijashree Housing Scheme Apply Online 

মাথার ওপর ছাদ এবার সকলের জন্য। এবার হাতে পাবেন নিজের স্বপ্নের বাড়ির চাবিকাঠি। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প নিজশ্রী হাউসিং’-এর হাত ধরে এখন স্বপ্নের বাড়ি নির্মাণ সত্যি হাতের মুঠোয়। এই প্রকল্পের আওতায় সরকারি কর্মচারীরা বেশি ছাড়ে পেয়ে যাবেন মাথা গোঁজার ঠাঁই। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি। কি সুবিধা পাবেন এই Scheme এর মাধ্যমে মাধ্যমে আর কিভাবেই বা আবেদন করবেন এই Scheme এর জন্য।

নিজশ্রী হাউসিং প্রকল্প কী? (What is Nijashree HousingScheme ?)

পশ্চিমবঙ্গ নিজশ্রী হাউজিং স্কিম হল পশ্চিমবঙ্গ সরকারের আবাসন বিভাগের একটি উদ্যোগ। রাজ্যের দরিদ্র মানুষকে বাড়ি দেওয়ার জন্য এই প্রকল্প শুরু হয়েছে। নিম্ন আয়ের এবং মধ্যম আয়ের গোষ্ঠীর মানুষের জন্য এই স্কিম শুরু করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই জাতীয় ব্যাঙ্ক থেকে আবেদন পত্র সংগ্রহ করার পরে স্কিমের সুবিধা পেতে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড, ফ্ল্যাট স্পেসিফিকেশন, জমা দেওয়ার জন্য নথি এবং আরও অনেক কিছু সহ আপনি এই নিবন্ধটি থেকে সমস্ত স্কিম-সম্পর্কিত বিবরণ সংগ্রহ করতে পারেন।

আবাসন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার মানুষের আশ্রয়ের মৌলিক চাহিদা পূরণের জন্য বাংলায় নিজশ্রী হাউজিং স্কিম চালু করেছে। এই প্রকল্পের অধীনে, সরকার রাজ্য সরকার, স্থানীয় সংস্থা এবং প্যারাস্ট্যাটালের অন্তর্গত সরকারি জমিতে LIG এবং MIG-এর জন্য 1BHK এবং 2BHK ফ্ল্যাট তৈরি করতে চলেছে৷ এই বাড়িগুলি যোগ্য সুবিধাভোগীদের লটারি পদ্ধতির ভিত্তিতে রাজ্যের মানুষকে বরাদ্দ করা হবে। প্রথম দুই ধাপের জন্য ইতিমধ্যেই আবেদন আহ্বান করা হয়েছে এবং বাড়ি বরাদ্দও করা হয়েছে। এখন তৃতীয় ধাপে বাড়ি/ফ্ল্যাট বরাদ্দের প্রক্রিয়া চলছে কর্তৃপক্ষ।

নিজশ্রী হাউসিং প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Nijashree Housing  Scheme):– 

  • পশ্চিমবঙ্গ নিজশ্রী হাউজিং স্কিমের মূল উদ্দেশ্য হল নিম্ন-আয়ের গোষ্ঠী এবং মধ্য-আয়ের গোষ্ঠীগুলির অন্তর্গত নাগরিকদের বাড়ি দেওয়া।
  • এই প্রকল্পের মাধ্যমে, সেই সমস্ত নাগরিকদের ফ্ল্যাট দেওয়া হবে যাদের নিজস্ব বাড়ি নেই।
  • এই স্কিমটি কার্যকর হলে, রাজ্যের সমস্ত নাগরিক তাদের নিজস্ব বাড়ি পেতে সক্ষম হবেন।
  • পশ্চিমবঙ্গ নিজশ্রী আবাসন প্রকল্প রাজ্যের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে চলেছে। তা ছাড়া এই প্রকল্পটি তাদের স্বনির্ভর করে তুলবে।

নিজশ্রী হাউসিং প্রকল্পের সুবিধা কী? (Benefits of Nijashree Housing Scheme):-

  • এই স্কিমের মাধ্যমে সরকারী জমি, স্থানীয় সংস্থার জমি এবং অন্যান্য প্যারাস্ট্যাটালের উপর g 3 বিল্ডিংয়ের একটি ব্লকে ন্যূনতম 16টি ফ্ল্যাটের আবাসিক ইউনিট সরবরাহ করা হবে।
  • 1 BHK ফ্ল্যাটের জন্য সর্বনিম্ন বিল্ট-আপ এলাকা হবে 35.15 বর্গ মিটার যা নিম্ন-আয়ের গোষ্ঠীর জন্য নির্মাণ করা হবে।
  • একটি 2 বিএইচকে ফ্ল্যাটের ন্যূনতম এলাকা হবে 50.96 বর্গ মিটার যা মধ্যম আয়ের গোষ্ঠীর জন্য তৈরি করা হবে এই স্কিমের অধীনে, ফ্ল্যাটের ইউনিট মূল্য নির্ধারণ করা হবে।
  • নির্মাণের প্রকৃত খরচ ইউনিট খরচ গণনা করার সময় জমির মূল্য বিবেচনা করা হবে না। ফ্রিহোল্ড জমি সুবিধাভোগীর জন্য একটি ভর্তুকি হিসাবে বিবেচিত হবে।
  • একটি স্ট্যান্ড আপ বিল্ড আপ এলাকার ইউনিট খরচ স্থান এবং উপলব্ধ জমির পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
  • সুবিধাভোগীকে অফসাইড অবকাঠামো যেমন রাস্তা, সীমানা প্রাচীরের জন্য অর্থ প্রদান করতে হবে না। সুবিধাভোগীকে ক্রেডিট লিঙ্ক ভর্তুকি প্রকল্পের সুবিধাও দেওয়া হবে, যার মাধ্যমে সুবিধাভোগী নির্মাণ করতে পারবে। 
Installment Duration  Percentage of Price
1st Installment Allotment letter Issue করার 45 দিনের মধ্যে মোট খরচ এর 10% 
2nd Installment নিচতলার ছাদ ঢালাই এবং Demand Letter Issue করার 30 দিনের মধ্যে মোট খরচ এর 20% 
3rd Installment প্রথম তলার ছাদ ঢালাই এবং Demand Letter Issue করার 30 দিনের মধ্যে মোট খরচ এর 20% 
4th Installment দ্বিতীয় তলার ছাদ ঢালাই এবং Demand Letter Issue করার 30 দিনের মধ্যে মোট খরচ এর 20%
5th Installment তৃতীয় তলার ছাদ ঢালাই এবং Demand Letter Issue করার 30 দিনের মধ্যে মোট খরচ এর 20%
6th  Installment দখলের আগে মোট খরচ এর 10% 

Flat Price এবং Specification

Flats Type Flats Price Family Monthly Income Carpet area of Flats
1 BHK 7.82 Lakh প্রতি মাসে 15000 টাকা পর্যন্ত 378 sq.ft
2 BHK 9.26 Lakh প্রতি মাসে 30000 টাকা পর্যন্ত  559 sq.ft

নিজশ্রী হাউসিং প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Nijashree Housing Scheme):-

  • Lower Income Group এর ক্ষেত্রে মাসিক সর্বোচ্চ আয় হতে হবে 15000 টাকা বা টার কম।
  • Higher Income Group এর ক্ষেত্রে মাসিক সর্বোচ্চ আয় হতে হবে 30000 টাকা বা টার কম।
  • আবেদনকারী নামে কোন পাকা বাড়ি থাকা চলবে না।
  • আবেদনকারী যে জেলা থেকে আবেদন করবে সে জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিজশ্রী হাউসিং প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন (Nijashree Housing Scheme Application Process):-

  • নিকটস্থ BDO বা SDO Office এ যোগাযোগ করুন এই প্রকল্প সম্বন্ধে জেনে নিন।
  • যেই Bank এই Scheme এর সঙ্গে যুক্ত, সেই Bank থেকে Application Form টি সংগ্রহ করুন।
  • প্রয়োজন অনুযায়ী Application Form টি Fill Up করুন এবং নিম্নে বর্ণিত Documents গুলি Attach করুন।
  • একবার যাচাই করে নিন ঠিকঠাক তথ্য প্রদান করেছেন কিনা যদি ঠিক থাকে এবার সেই Bank এই Application Form টি Submit করুন।

(বিশেষ দ্রষ্টব্য আপনাদের সুবিধার্থে Application Form টি নিম্নে প্রদান করেছি, আপনারা Download করে দেখে নিতে পারবেন।)

নিজশ্রী হাউসিং প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Nijashree Housing  Scheme Application Form):-

  • Residential Certificate
  • Income Certificate
  • Aadhar Card
  • Passport Size Photo
  • Pan Card
  • Voter ID
  • Ration Card

নিজশ্রী হাউসিং প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Nijashree Housing Scheme Important Links):-

Nijashree Housing Scheme Official Notification Download Link  Click Here
Official Website  Click Here

FAQ:-

1. Nijashree Housing Scheme এর জন্য কী সম্ভব?

ANS:- না একমাত্র Offline এই আবেদন সম্ভব এই Scheme এর জন্য।

2. Nijashree Housing Scheme এর Official Website কোনটি?

ANS:- https://wbhousing.gov.in/nijashree 

3. Nijashree Housing Scheme এর Lunching Date কি?

ANS:- 15.01.2019 থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *