খাদ্যসাথী প্রকল্প কী? কি কি সুবিধা পাবেন Khadaysathi Scheme এর মাধ্যমে বা আবেদন এ বা করবেন কিভাবে?

খাদ্যসাথী প্রকল্প | Khadaysathi Scheme | খাদ্যসাথী রেশন কার্ড চেক | খাদ্যসাথী কার্ড | Khaday Sathi Card | Khaday Sathi Number | Khaday Sathi EKYC | Khaday Sathi App | Food Security Scheme of West Bengal

কথায় আছে খিদা নিরসন হলে তবেই শিক্ষা সম্ভব। কথাটি আক্ষরিক অর্থে প্রচন্ড বাস্তব। আর্থিক দিক থেকে রাজ্যে এখনও মানুষ পিছিয়ে রয়েছেন, যাঁদের পেট ভরে দু’বেলা ভাত জোটে না। যাঁরা সহায়-সম্বলহীন। তাঁদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া ‘খাদ্য সাথী’ প্রকল্প নিঃসন্দেহে প্রশংসনীয়।

মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য। কিন্তু বর্তমানে এখনও এমন অনেক পরিবার আছে যেখানে তিন বেলা পেট ভরে অন্ন জোটে না। দিনের পর দিন দ্রব্যের মুল্য ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দরিদ্র পরিবারগুলির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। 

তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০১৬ সালে ২৭ জানুয়ারি খাদ্যসাথী (Khadya Sathi) নামের এই নতুন প্রকল্পের উদ্বোধন করেন। আর্থিক দিক থেকে অনগ্রসর পরিবারগুলিকে স্বাবলম্বী করে তোলার জন্য এর আগেও পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন  প্রকল্প চালু করেছিল। কিন্তু খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে শুধু  অনগ্রসর পরিবারই নয়, লাভবান হবেন বাংলার সমস্ত মানুষ। আসুন জেনে নিই একনজরে খাদ্যসাথী প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য।

খাদ্যসাথী প্রকল্প কী? (What is Khadya Sathi Scheme ?)

রাজ্যের অনগ্রসর মানুষদের পাশে থেকে খাদ্য সরবরাহের লক্ষ্যেই এই খাদ্য সাথী প্রকল্প সূচনা করা হয়েছে। এই প্রকল্পে পশ্চিমবাংলার প্রায় ৯০% অর্থাৎ কমবেশি ৭ কোটিরও বেশি মানুষ সুবিধা পাচ্ছেন। খাদ্যসাথী এর মাধ্যমে সাধারণ মানুষ ২ টাকা কেজি দরে চাল,গম কিনতে পারবেন যা বাজারে চড়া মূল্যের তুলনায় অনেক কম।এই প্রকল্পের আওতায় গ্রাহকদের একটি বিশেষ কার্ড দেওয়া হবে। আর এই খাদ্য সাথী কার্ড থাকলেই তার মাধ্যমে রেশন দোকান থেকে কম মূল্যে খাদ্যশস্য কেনার সুযোগ পাবে মানুষ। মহামারীর বিপরীত পরিস্থিতিতে এই পদক্ষেপ যে অসংখ্য বঙ্গভাষীর জীবনধারণে সাহায্য করেছে তা বলার কোন অপেক্ষা রাখে না। এই সম্বন্ধে বাকি সব প্রয়োজনীয় তথ্য রইল আজকের আর্টিকেল এ।

খাদ্যসাথী প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Khadya Sathi Scheme):– 

  • রাজ্যের অনগ্রসর মানুষদের পাশে থেকে খাদ্য সরবরাহের লক্ষ্যেই এই খাদ্য সাথী প্রকল্প সূচনা করা হয়েছে।
  • পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালের ২৭ জানুয়ারি সাধারণ জনগণের মধ্যে কম ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য এই খাদ্য সাথী প্রকল্প চালু করেছে।
  • খাদ্য সাথী’ প্রকল্পের অধীনে নির্দিষ্ট করা হয়েছে কোন পরিবার প্রত্যেক মাসে কত করে চাল এবং গম পাবেন।
  • এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ৭.৪৯ কোটি মানুষকে ২ টাকা কেজি হারে চাল ও গম সরবরাহ করেছে।
  • রাজ্যের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের কাছে কম মূল্যে এমনকি বিনামূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

খাদ্যসাথী প্রকল্পের সুবিধা কী? (Benefits of Khadya Sathi Scheme?):-

  • খাদ্য সাথী’ প্রকল্পের আওতায় গ্রাহকদের দেওয়া হবে একটি বিশেষ কার্ড। ‘খাদ্য সাথী’ কার্ড থাকলে তার মাধ্যমে রেশন দোকান থেকে কম মূল্যে খাদ্যশস্য কেনার সুযোগ পাবে মানুষ। কিন্তু তার জন্য সবচেয়ে আগে জরুরি ‘খাদ্য সাথী’ কার্ডের জন্য আবেদন করা।
  • এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত মানুষ 2 টাকা কেজি দরে চাল ও গম পাবেন।
  • প্রত্যেক পরিবার মাথাপিছু 35 কেজি চাল গম দেওয়া হবে।
  • ৫০ লক্ষ মানুষ বাজার থেকে অর্ধেক দামে খাদ্যশস্য পাবেন।
  • এই প্রকল্পের অধীনে প্রায় সাত কোটির বেশি মানুষ দু টাকা কিলো দরে খাদ্যশস্য পাবেন।
  • খাদ্যসাথী প্রকল্পের অধীনে সাধারণ মানুষ রেশন কার্ডের নানারকম ধরন অনুযায়ী সুবিধা পাবেন।
  • রেশন কার্ড গুলিকে মূলত চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন – অন্ত্যোদয় অন্ন যোজনা শ্রেণীভূক্ত কার্ড (AAY), এস পি এইচ এইচ শ্রেণীভূক্ত কার্ড (SPHH), পি এইচ এইচ শ্রেণীভুক্ত কার্ড (PHH), রাজ্য সুরক্ষা যোজনা ১ ভুক্ত কার্ড, রাজ্য সুরক্ষা যোজনা ২ ভুক্ত কার্ড।

খাদ্যসাথী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Khadya Sathi Scheme):-

  • খাদ্যসাথী প্রকল্পের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী কাছে অবশ্যই রেশন কার্ড থাকতে হবে।
  • শুধুমাত্র দরিদ্র অনগ্রসর পরিবাররা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
  • পরিবারের বাৎসরিক আয় ১ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।

খাদ্যসাথী প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন (Khadya Sathi Scheme Application Process):-

  • Food Supply Office এ গিয়ে  X-R & X-U ফর্ম টি সংগ্রহ করুন।
  • প্রয়োজন অনুযায়ী সমস্ত তথ্য প্রদান করুন।
  • আগের Ration Card ও অন্যান্য Documents সঙ্গে Attach করুন এবং জমা করুন নিকটস্থ Food Supply Office এ।

খাদ্যসাথী প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Khadya Sathi Scheme Application Form):-

  • আবেদনকারীর Aadhar Card
  • পুরোনো Ration Card,
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
  • গ্রাম পঞ্চায়েতের প্রধান এর কাছে থেকে প্রাপ্ত Certificate
  • Annual Income Certificate

খাদ্যসাথী প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Khadya Sathi Scheme Important Links):-

Khadaysathi Scheme Official Notificatin Download LinkClick Here
Official Website Click Here

FAQ:-

1. Khadaysathi Scheme Lunching Date কি?

ANS:- 27th January 2016

2. Khadaysathi Scheme Official Website কোনটি?

ANS:-https://food.wb.gov.in/ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *