মানবিক পেনশন প্রকল্প | মানবিক পেনশন স্ট্যাটাস চেক | Manabik Pension Scheme | WB Manabik Prakalpa Scheme
সমাজের প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় । জীবনযাপনের ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা এক অন্তরায় হয়ে দাঁড়ায়। এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার মানবিক পেনশন প্রকল্প প্রকল্প চালু করেছে। সরকার এই প্রকল্পের অধীনে অক্ষমদের আর্থিক সহায়তা দেবে। এই প্রকল্প সূচনা মূল লক্ষ্য হচ্ছে অক্ষম ব্যক্তিদের মৌলিক সুবিধা ও সুবিধা প্রদান করা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের পরিকল্পনা ঘোষণা করেন।এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 250 কোটি টাকা বরাদ্দ করেছে।
সূচী
মানবিক পেনশন প্রকল্প কী? (What is Manabik Pension Scheme?)
মানবিক পেনশন প্রকল্প হল আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রতিবন্ধী ছেলে-মেয়ে, বৃদ্ধ সকলকে চিকিৎসা বা অন্যান্য খরচ বাবদ মাসিক আর্থিক ভাবে সাহায্য এবং তাদের আর্থিক চিন্তা দুর করা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 2018-19 বাজেট অধিবেশনে বাংলার প্রতিবন্ধী শিশু, নারী, পুরুষ প্রত্যেকে আর্থিকভাবে সাহায্য এবং চিন্তামুক্ত করার উদ্দেশ্যে মানবিক পেনশন প্রকল্প চালু করেন। রাজ্যের বাসিন্দারা এই West Bengal Disabilities Pension Scheme -এর জন্য আবেদন করতে পারবে। তবে যে সমস্ত প্রতিবন্ধীদের শরীরের 40% শতাংশ অক্ষম তারাই শুধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
মানবিক পেনশন প্রকল্প সূচনার উদ্দেশ্য কী? (Objective of Manabik Pension Scheme):-
- অতি সহজে কোনরকম জটিল প্রক্রিয়া ছাড়াই প্রতিবন্ধীদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে দেওয়া।
- মানবিক পেনশন প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিবন্ধী ছেলেমেয়ে বৃদ্ধ সকলকে আর্থিকভাবে সাহায্য করে।
- পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী বাসিন্দাদের আর্থিক কাঠামোর উন্নতিতে সাহায্য করা।
- প্রতিবন্ধী পরিবারের দুশ্চিন্তা দূর করতে সাহায্য করবে।
- কোনরকম জটিলতা ছাড়া সরাসরি ব্যাংক অ্যকাউন্টে প্রতিবন্ধী প্রার্থীর টাকা পাবে।
- প্রতিবন্ধী প্রার্থী মাসিক ১০০০ টাকা সরকারি ভাতা পাবে।
মানবিক পেনশন প্রকল্পের সুবিধা? (Benefits of Manabik Pension Scheme):-
- কোনো প্রতিবন্ধী শিশু, নারী, পুরুষদের আর্থিক ভাবে সুবিধা প্রদান।
- প্রতিবন্ধী প্রার্থীর চিকিৎসার জন্য সরকারের এই সুবিধা কাজে লাগবে।
- প্রতিবন্ধী প্রার্থীরা নিজেদের হাত খরচের টাকা সরকারি সুবিধা থেকে ভোগ করবে।
- মানবিক পেনশন প্রকল্পের আওতায় এসে প্রতিবন্ধী প্রার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে।
মানবিক পেনশন প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Manabik Pension Scheme):-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাসরত হতে হবে।
- আবেদনকারীকে ন্যূনতম শারীরিকভাবে কমপক্ষে 40 শতাংশ অক্ষম হতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় 1 Lakh টাকার কম হতে হবে।
- আবেদনকারীর কাছে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকা আবশ্যক।
মানবিক পেনশন প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন (Manabik Pension Scheme Application Process):-
- মানবিক পেনশন প্রকল্প এর জন্য আবেদন শুধুমাত্র Offline এই সম্ভব। নিম্নে Application Process এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।
- প্রয়োজনীয় সমস্ত Documents সংগ্রহ এবং BDO বা SDO Office এ যোগাযোগ করুন।
- প্রাপ্ত Application Form টি পূরণ করুন এবং Documents Attach করুন এবং জমা দিন সেই Office এই
মানবিক পেনশন প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Manabik Pension Scheme Application Form):-
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
- Bank Account Details
- প্রতিবন্ধীর সার্টিফিকেট ।
- রেশন কার্ড/ আধার কার্ড/ ভোটার কার্ড-এর Self Attasted জেরক্স কপি
- Residential Certificate
- Income Certificate
- Caste Certificate (যদি থাকে)
মানবিক পেনশন প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Manabik Pension Scheme Important Links):-
Manabik Pension Scheme Official Notification Download Link | Click Here |
Application Form PDF Download Link | Click Here |
Official Website | Click Here |
FAQ:-
1. Manabik Pension Scheme Launching Date কী?
ANS:- 2018-19