Karma Sathi Prakalpa

Karma Sathi Prakalpa কী? কিভাবে আপনি ও পেতে পারেন 2 Lakh টাকা পর্যন্ত Loan কর্মসাথী প্রকল্পের মাধ্যমে?

 

কর্মসাথী প্রকল্প   | Karma Sathi Prakalpa  | Karma Sathi Prakalpa Online Apply | Karma Sathi Prakalpa Loan Status | Karma Sathi Prakalpa Helpline Number 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্বপ্নের প্রকল্প এটি। রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের নাম কর্মসাথী প্রকল্প “Karma Sathi Prakalpa”। কর্মসাথী প্রকল্পের ( Karma Sathi Prakalpa) এর মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। আগামী তিন বছর এই প্রকল্প চলবে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কর্মসাথী প্রকল্প কী? ( What is Karma Sathi Prakalpa?)

রাজ্য সরকার প্রতিশ্রুতিশীল যুবকদের জন্য নতুন দ্বার উন্মোচনের উদ্দেশ্যে নিয়ে এসেছে কর্মসাথী প্রকল্প “Karma Sathi Prakalpa”। বেকার সমস্যা রাজ্যের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ । এই সমস্যা সমাধানের ও স্থায়ী কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে রাজ্য সরকার নিয়ে এসেছে এই প্রকল্পটি। 2020 সালে শুরু হওয়া এই প্রকল্প এর মাধ্যমে যেসব শিক্ষিত যুবক-যুবতীরা নিজেদের ব্যাবসা খুলতে চায়, তাদের প্রয়োজনীয় শিক্ষা প্রদান সহ এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

এই লোনটি রাজ্যের অধীনস্থ সমবায় ব্যাঙ্কের মাধ্যমে আবেদনকারী পেতে পারে। লোনের সাথে সাথে থাকবে ভর্তুকির সুযোগ এবং সুযোগ কিস্তিতে লোন শোধ করার সুবিধে।তাই এই প্রকল্পের সহায়তায় বেকার যুবক যুবতীরা ছোট উৎপাদন প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ব্যবসা শুরু করে নিজেরা স্বাবলম্বী হতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল |

কর্মসাথী প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Karma Sathi Prakalpa):-

  • রাজ্যের যুব উদ্যোক্তাদের পরিষেবা ও ব্যবস্যা বাণিজ্য সহ নুতুন উদ্যোগ তৈরিতে এবং এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করা।
  • রাজ্যের গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই স্বনিযুক্ত কর্মসংস্থান এর সুযোগ তৈরি করা।
  • এই প্রকল্পে রাজ্যের ১৮ থেকে ৫০ বছর বয়স্ক যে কেউ নিজের কোম্পানি স্থাপন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহ অন্যান্য সাহায্য প্রদান। 
  • ব্যাংক থেকে যেন খুব সহজেই যুবক যুবতীরা লোন তুলে তাদের ব্যবসা শুরু করতে পারে তার বন্দোবস্ত রাজ্য সরকারের পক্ষ থেকে।

কর্মসাথী প্রকল্পের সুবিধা কি? (Benefits of Karma Sathi Prakalpa):-

  • কর্ম সাথী প্রকল্পের অধীনে উৎপাদন, পরিষেবা এবং বাণিজ্য / ব্যবসায়িক ক্ষেত্রে যেকোনো নতুন লাভজনক প্রকল্প গ্রহণের জন্য সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত লোন এবং সর্বোচ্চ 25,000 টাকা ভর্তুকি সরবরাহ করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় ব্যাংক (Cooperative Bank) এই লোন প্রদান করবে।

  • অষ্টম শ্রেণি উত্তীর্ণ যে কেউ আবেদন করতে পারবেন। আবেদনপত্র খতিয়ে দেখার জন্য জেলা ও ব্লক স্তরে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে।
  • এই প্রকল্পের আওতায় যে কোনও নতুন উৎপাদন , পরিষেবা এবং বাণিজ্য / ব্যবসায়িক ক্ষেত্রে প্রকল্প গ্রহণের জন্য গ্রাহ্য হবে। সজল কিস্তিতে লোন এবং এবং ভর্তুকি সরবরাহ করা হবে। 2 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে । সহজ কিস্তিতে লোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় ব্যাংক থেকে প্রদান করা হবে।

কর্মসাথী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Karma Sathi Prakalpa):-

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদন করার বয়স হতে হবে ১৮ থেকে ৫০ এর মধ্যে।
  • আবেদনকারীকে ন্যূনতম ভারতবর্ষে যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীর পাস করতে হবে।
  • আবেদনকারীর নাম Employment Bank এর অন্তর্ভুক্ত থাকলে ভাল হয় ।

কর্মসাথী প্রকল্প এর জন্য কিভাবে আবেদন করবেন (Karma Sathi Prakalpa Application Process):-

Offline Application Process:-

আপনি যেই ব্যাবসা করতে চাইছেন , সবকিছু ঠিকঠাক করে ফেলুন এবং আপনার নিকটস্থ BDO বা SDO Office এ যোগাযোগ করুন এবং Application Form টি সংগ্রহ করুন। আপনাদের সুবিধার্থে Application Form টি Download Section আমরা প্রদান করেছি চাইলে আপনি Application Form টি Download করুন।

  • এবার Application টি A4 Size Paper এ Print Out কপি বের করুন।
  • নির্দেশ অনুযায়ী Application Form টি পূরণ করুন।
  • আবেদনকারীর ছবি ও প্রয়োজনীয় Documents গুলি সঙ্গে Attach করুন 
  • একবার সমস্ত তথ্য ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে Signature করুন।
  • এবং জমা করুন BDO বা SDO Office এ।

Online Application Process:-

  •  Karma Sathi Prakalpa এর Official Website ভিসিট করুন।
  • Homepage এ থাকা Apply Online অপশনে ক্লিক করুন।
  • নীচে থাকা New Here? Click Here  to Sign Up অপশনে ক্লিক করুন।
  • Username, Full name, Mobile Number, Password, Email ইত্যাদি তথ্য প্রদান করে রেজিষ্টার করুন।
  • প্রাপ্ত Details প্রদান করে Log In করুন।
  • আপনার Project এর বিস্তৃত বিবরণ প্রদান করুন।
  • Loan  সহ আর কোন কোন পরিষেবার আপনার দরকার Details এ লিখুন এবং Submit বাটনে ক্লিক করুন।

কর্মসাথী প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Karma Sathi Prakalpa Application Form):-

  • নিজের সচিত্র পরিচয় পত্র।
  • বসবাসের প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • Caste Certificate (যদি থাকে)
  • প্রকল্পের বিবরণ

Karma Sathi Prakalpa Helpline Number:-

কর্মসাথী প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Karma Sathi Prakalpa Important Links):-

Karma Sathi Prakalpa Official Notification Download Link Click Here
Karma Sathi Apply Now  Click Here
Karma Sathi Application Form Download Link Click Here
Karma Sathi Attachment Details Download Link Click Here
Official Website Click Here

FAQ:-

1. Karma Sathi Prakalpa Launching Date কী?

ANS:- 12 August 2020

2. Karma Sathi  Prakalpa Official Website কোনটি?

ANS:-https://karmasathi.wb.gov.in/

3. Karma Sathi Prakalpa Loan Status জানবেন কিভাবে?

ANS:- Log In Details প্রদান করে Log In করুন এবং Dashborad এই আপনি আপনার Application এর Status জানতে পেরে যাবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *