Jaldhara Scheme

Jaldhara Scheme 2022 (জলধারা প্রকল্প) কী? Benefits ই বা কি কি পাওয়া যাবে!

জলধারা প্রকল্প  | Jaldhara Scheme  | WB Egiye Bangla Scheme

ব্যবসা-বাণিজ্যের  ক্ষেত্রে জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে জনপথের পরিবহন ব্যবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক অবস্থায় রয়েছে। পুরনো প্রযুক্তির ব্যবহার পরিকল্পনার অভাব তাদের সমস্ত কিছুর কারণেই জলপথ এর পরিবহন ব্যবস্থা এখন বিভিন্ন রোগে জরাজীর্ণ। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এর আশা এই প্রকল্প জলপথে পরিবহন ব্যবস্থা আমূল পরিবর্তন সাহায্য করবে।

জলধারা প্রকল্প কী? (What is Jaldhara Scheme?)

কিছুদিন আগে আমরা আলোচনা করেছি গতি ধারা প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত, এই প্রকল্পটির মূলত স্তলমা মাধ্যমে যাতায়াতের পরিবর্তনের উদ্দেশ্যে আনা হয়েছিল । প্রকল্পটি সাফল্য লাভের পর জলপথে পরিমাণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে আনা হয়েছে জলধারা প্রকল্প। 

একটি রাজ্যকে অর্থনৈতিকভাবে উন্নত হতে গেলে তার পরিবহন ব্যবস্থার উন্নতি হওয়া আবশ্যক। এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার জলপথের পরিবহন মাধ্যম কে মাধ্যম কে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা করেছে।  

বর্তমান কালে প্রায়ই দেখা যায় জল পথে পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনার খবর। এই দুর্ঘটনাগুলি হওয়ার মূল কারণ সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব, অনুন্নত প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের অভাব। এইসব সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাননীয়া প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এই প্রকল্প সূচনা করেন।

জলধারা প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Jaldhara Scheme):-

  • জল পথে পরিবহন মাধ্যম কে আরো নিরাপদ করে তোলা।
  • ভর্তুকি প্রদানের মাধ্যমে উন্নতি প্রযুক্তির নৌকার ব্যবহার বাড়ানো।
  • সমস্ত ফেরিঘাট গুলোর পরিকাঠামো পুনর্নির্মাণ যার মাধ্যমে জলপথের পরিবহন সুরক্ষিত হবে।
  • ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যেন আরো বেশি পরিমাণে জলপথের ব্যবহার করা যায় সেই লক্ষ্যে এই প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে।
  • জলপথে প্রথাগত ফুটফুঁটির ব্যবহারের বদলে নিরাপদ ও  যান্ত্রিকভাবে চালিত নৌকার প্রচলন।

জলধারা প্রকল্পের সুবিধা কি? (Benefits of Jaldhara Scheme):-

  • এদিকে, প্রকল্পের কাজ করা ছাড়াও পানীয় জল তোলার উৎস বৃদ্ধির কাজেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া জল জীবন মিশন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারে মাথাপিছু নিয়মিত ৫৫ লিটার করে জল সরবরাহ করার পরিকল্পনাও রয়েছে। 
  • জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, ২০২৪ সালের লক্ষ্যমাত্রা থাকলেও ২০২২ সালের মধ্যেই গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।

  • জলধারা প্রকল্প জননিরাপত্তার স্বার্থে নিরাপদ এবং নিরাপদ যান্ত্রিকভাবে চালিত নৌকা দ্বারা বিদ্যমান ‘ভুতভূতি’-এর প্রতিস্থাপন বা রূপান্তরের জন্য আর্থিক সহায়তা প্রসারিত করা।
  • সাধারণ মানুষের কাছে জলপথের যোগাযোগ মাধ্যম কে আরো আকর্ষণীয় করে তোলা।
  • জলপথের পরিবহন মাধ্যমকে আরও সুরক্ষিত করা।

FAQ:-

1. Jaldhara Scheme Launching Date কী?

ANS:- April , 2017

2. Jaldhara Scheme Official Website কোনটি?

ANS:–  https://wb.gov.in/government-schemes.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *