Hawker Support Scheme

Hawker Support Scheme 2022 (হকার সহায়তা প্রকল্প) কী? Eligibility ও Benefits ই বা কি পাবেন জানুন সমস্ত কিছু!

 হকার সহায়তা প্রকল্প | Hawker Support Scheme 2022 | WB Egiye Bangla Scheme

করোনার কারণে জীবনচর্চায় বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। সবাই। এখনও সেভাবে বিকল্প অর্থ উপার্জনের সুযোগ হয়নি। তাই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। এবার হকারদের সাহায্য করবে পুলিশ। হকার সহায়তা প্রকল্প ২০২০ আবেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পুলিশ। পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরেই এককালীন দু’হাজার টাকার অর্থসাহায্য পাবেন হকাররা। এমনই বিজ্ঞপ্তি জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। পুজোর মুখে হকারদের এককালীন অর্থসাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প সম্বন্ধে আরো গুরুত্বপূর্ণ তথ্য রইলো আজকের আর্টিকেল এ।

হকার সহায়তা প্রকল্প কী? (What is Hawker Support Scheme?)

করোনা মহামারীর কারণে মোটামুটি সব শ্রেণীর মানুষকে সমস্যায় পড়তে হয়েছে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হকার । ছাগল খেতে দেখা যায় এনাদের কাছে Bank Balance ও থাকে না নাইবা থাকে কোন সামাজিক সুরক্ষা। এই পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে করোনা মহামারীর  কালে যখন ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ থাকে। 

এর বিপরীত পরিস্থিতিতে প্রায় সমস্ত হকার এর সমস্যায় হয়েছে অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি মোকাবেলার উদ্দেশ্য পুরসভা বেশ কিছু হকারকে চিহ্নিত করে পুর দফতরে নাম পাঠিয়েছিল। কিন্তু তা পুনরায় পুরসভায় পাঠিয়ে দিয়ে পুর দফতর নির্দেশ দিয়েছে, নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করবেন হকাররা। সেই আবেদন খতিয়ে দেখে সংশ্লিষ্ট হকারের দেওয়া তথ্য সঠিক বলে নিশ্চিত করা হয় পুলিশ কর্তৃক। তারপর এককালীন অর্থ পাবেন আবেদনকারী হকার।

একটি হকার পরিবার থেকে একজনই আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই আবেদনপত্রে নাম, ঠিকানার পাশাপাশি লিখতে হবে কোথায় আর কী ধরনের সামগ্রী বা পণ্য বিক্রি করেন সংশ্লিষ্ট হকার। সঙ্গে আধার, ডিজিটাল রেশন কার্ড, ভোটার পরিচয়পত্রের নম্বরও দিতে হবে আবেদনকারীকে।

হকার সহায়তা প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Hawker Support Scheme):-

  • লোকডাউনে কারণে প্রায় সমস্ত ব্যবসায়ীর ব্যাবসা বন্ধ হয়ে গিয়েছে এই কারণে হকারদের হচ্ছে বিভিন্ন সমস্যা , এই সমস্যা সমাধানের উদ্দেশ্য আর্থিক অনুদান প্রদান।
  • ব্যাংক থেকে যেন খুব সহজেই হকাররা লোন তুলতে পারে তার বন্দোবস্ত রাজ্য সরকারের পক্ষ থেকে।
  • লকডাউন এর বিপরীত পরিস্থিতিতে‘প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি’ নামে একটি নতুন প্রকল্প এর বাস্তবায়ন।
  • সংগঠিত শ্রমিকদের একটি বৈধ পরিচয় পত্র প্রদান যা পরবর্তীকালে বিভিন্ন সরকারের সুবিধা পেতে সাহায্য করবে।
  • ব্যাঙ্ক ঋণ পেতে কেন্দ্রের শর্ত, সংশ্লিষ্ট হকারদের সরকারি পরিচয়পত্র থাকতে হবে বা সরকারি তালিকায় নথিভুক্ত থাকতে হবে। কিন্তু এ রাজ্যে এখনও হকারদের পূর্ণাঙ্গ তালিকা নেই। বৈধ পরিচয়পত্রও নেই। তাই এখানকার হকাররা ঋণের জন্য ব্যাঙ্কে আবেদন করতে পারছেন না।

হকার সহায়তা প্রকল্পের সুবিধা কি? (Benefits of Hawker Support Scheme):-

  • হকারদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা মোকাবেলার উদ্দেশ্য নথিভুক্ত হকারদের সামান্য সুদে ১০ হাজার টাকা করে ব্যাঙ্ক ঋণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। 
  • জানা গিয়েছে, কলকাতা পুরসভাকে ছাপানো ৫০ হাজার আবেদনপত্র দিয়েছে পুর দফতর। সেখান থেকে প্রয়োজন অনুসারে ছাপিয়ে নেবে পুরসভা। এখনও পর্যন্ত হিসাব, অনুযায়ী  রাজ্যে ৮২ হাজার হকার এই প্রকল্পের মাধ্যমে এককালীন দু’হাজার টাকা পাবেন। 
  • পুরমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব না হলেও দপ্তরের এক আধিকারিক জানান, কলকাতা-সহ রাজ্যের ১৩১টি পুরসভার প্রায় ২০ লক্ষ হকারের তথ্যপ্রমাণ জোগাড়ে সময় লাগবে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত হকারদের ব্যাঙ্ক ঋণ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ।

FAQ:-

1. Hawker Support Scheme Launching Date কী?

ANS:- 14/10/2022

2. Hawker Support Scheme Official Website কোনটি?

ANS:–  https://www.wburbanservices.gov.in/ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *