Banglashree Express Scheme

Banglashree Express Scheme (বাংলাশ্রী এক্সপ্রেস প্রকল্প) কী? Benefits, Ticket Booking ও TimeTable এর সম্বন্ধে জানুন!

বাংলাশ্রী এক্সপ্রেস প্রকল্প | Banglashree Express Scheme |  বাংলাশ্রী এক্সপ্রেস প্রকল্প PDF Download | WBTC Ticket Booking | Banglashree Incentive Scheme for MSME

রাজ্যে উন্নয়নের আনায়োনের জন্য বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই সমস্যা পরিপূরণের উদ্দেশ্য। যেকোনো রাজ্যের অর্থনৈতিক শক্ত করে তোলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম উন্নত যোগাযোগ ব্যবস্থা। উন্নত যোগাযোগ ব্যবস্থা যেমন মানুষের যাতায়াত এর সমস্যার সমাধানঘটায় তেমনই রাজ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় ইকো সিস্টেম তৈরি করে। এই লক্ষ্য মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে Banglashree Express Scheme।

বাংলাশ্রী এক্সপ্রেস প্রকল্প কী? (What is Banglashree Express Scheme?)

রাজ্যের বিভিন্ন জেলা সদরগুলির সাথে কলকাতার যোগাযোগ আরও মজবুত করতে বাংলাশ্রী এক্সপ্রেস-এর সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 18 জুলাই, 2018 তে নবান্নের গেটে এক অনুষ্ঠান এর মাধ্যমে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন এই দিন মুখ্যমন্ত্রী ছাড়াও  উপস্থিত ছিলেন রাজ্যের তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি, মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য। 

এই প্রকল্প অনুযায়ী 18 জুলাই, 2018  থেকেই ২০ টি জেলা সদর ও কলকাতার মধ্যে দুটি করে ননস্টপ এসি বাস তাদের যাত্রা শুরু করে এবং আরও ৬ টি বাংলাশ্রী এক্সপ্রেস যে খুব শিঘ্রই পথে নামবে  তাও  জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলাশ্রী এক্সপ্রেস প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Banglashree Express Scheme):-

  • প্রকল্পের মূল উদ্দেশ্য হল প্রত্যন্ত গ্রামগুলিকে বাজার শিক্ষা এবং স্বাস্থ্য সহ প্রধান পরিষেবা এবং সুবিধাগুলির সাথে একে অপরের সাথে সংযুক্ত করা।
  • রাজ্য পরিবহন ব্যবস্থায়কে আরো সুরক্ষিত এবং সহজ করে তোলা।
  • গ্রামীণ পরিবহন পরিষেবা যেমন ই-রিকশা, 3 এবং 4-হুইলার মোটর পরিবহন যানগুলি একটি নিরাপদ, সাশ্রয়ী মূল্যের মাধ্যমে প্রদান করা হবে।
  • গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন।
  • বিশ্ববাসী বিনিয়োগকারীর কাছে পশ্চিমবঙ্গ কে আরো আকর্ষণীয় করে তোলা।

বাংলাশ্রী এক্সপ্রেস প্রকল্পের সুবিধা কি? (Benefits of Banglashree Express Scheme):-

  • সম্প্রদায় আধার সংস্থা (CBO) SHG সদস্যদের তাদের নিজস্ব তহবিল থেকে গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ প্রদান করবে।
  •  মোট পরিমাণের পাশাপাশি, প্রায় 79.8 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রায় 1088 কোটি টাকা ঘূর্ণায়মান তহবিল হিসাবে মঞ্জুর করা হয়েছে।
  •  2018 সালের জুলাইয়ে বাংলাশ্রী চালু করেছিল পরিবহণ দফতর। কিন্তু টিকিটের দাম বেশি থাকায় যাত্রী মিলছিল না। লোকসানে চলায় কতগুলি রুটে বন্ধ হয়ে যায় বাংলাশ্রী এক্সপ্রেস। বিশেষ করে উত্তরবঙ্গের চার জেলায় বাংলাশ্রী বন্ধ হয়ে যাওয়ায় দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অত্যাধুনিক এসি বাসগুলিতে কেন যাত্রী মিলছে না, তা নিয়ে শুরু হয় চর্চা। অবশেষে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, বহরমপুর-এইসব রুটে ভাড়া কমিয়ে চালু করে দেওয়া হল বাংলাশ্রী এক্সপ্রেস।
  • ‘সেফ ড্রাইফ, সেভ লাইফ’- এর মাধ্যমে রাস্তাঘাটে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বাংলাশ্রী এক্সপ্রেস প্রকল্পের বাস কখন চলবে?(Banglashree Express Scheme TimeTable):-

FAQ:-

1. Sishu Sathi Scheme Launching Date কী?

ANS:- 18 জুলাই, 2018 

2. Sishu Sathi Scheme Official Website কোনটি?

ANS:–  https://wbtc.co.in/banglashree/ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *