Sishu Sathi Scheme

Sishu Sathi Scheme (শিশু সাথী প্রকল্প) কী? Eligibility, Selection Process কী? ও Apply ও বা করবেন কিভাবে?

শিশু সাথী প্রকল্প | Sishu Sathi Scheme | Sishu Sathi Card Apply Online

আমাদের দৈনন্দিন জীবন পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মানব শরীরে আশ্রয় গ্রহণ করেছে বিভিন্ন মারন ব্যাধি। বর্তমানকালে জীবনযাত্রা পরিবর্তনের কারণে প্রায়ই দেখা যায় হার্ট জনিত  বিভিন্ন রোগ। এই রোগের প্রকোপ বর্তমান কালে শিশুদের মতে অত্যন্ত বেড়ে গেছে। মনে হয় আপনাদের সকলেরই এমন ধারণা রয়েছে যে আপনাদের পরিবারের বা প্রিয়জনের কারো যদি হার্ট জনিত কোন সমস্যা থেকে থাকে তাহলে তাদের পরিবারের কোন সমস্যার মুখে পড়তে হয়। বিশেষত গ্রাম বাংলা সাধারণ মানুষের পক্ষে এই অসুখের চিকিৎসা প্রায় একরকম অসাধ্য বললেও ভুল হবে না। 

গ্রাম বাংলা সাধারণ মানুষের এই সমস্যার কথা মাথায় রেখে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া শিশুর সাথে প্রকল্প এর সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্য সরকার দায়িত্ব নেবে বিনামূল্যে শিশুদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার। 

শিশু সাথী প্রকল্প কী? (What is Sishu Sathi Scheme?)

জন্মের সময় বিভিন্ন রোগ নিয়ে জন্ম হয় বহু শিশুর। আবার অনেক সময় জন্মের পরও শিশুর শরীরে নানান সমস্যা দেখা যায়। বিশেষ করে কিছু শিশু বেড়ে ওঠে হার্টের সমস্যাকে সঙ্গে নিয়েই। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্যাগুলি প্রকট হয়ে ওঠে। যারফলে বিভিন্ন সময় শারীরিক সমস্যার মুখে পড়তে হয়। ফলে তাদের শৈশব সুখকর হয়না। শিশুরাই দেশের ভবিষ্যত। তাই শৈশবে সেই সমস্ত রোগকে শৈশবেই সারিয়ে ফেলা অত্যন্ত প্রয়োজন। আর সেই প্রয়োজনীয়তা অনুভব করেই রাজ্যের শিশুদের জন্য নিখরচায় হার্ট সার্জারির প্রকল্পের সূচনা করে পশ্চিমবঙ্গ সরকার। 

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার ‘শিশু সাথী’ প্রকল্পের সূচনার আগেই ‘রাষ্ট্রীয়  স্বাস্থ্য কার্যক্রম’ প্রকল্পের আওতায় সরকারি স্কুলগুলিতে ক্যাম্প বসিয়ে শিশুদের প্রয়োজনীয় নানা পরীক্ষা-নিরীক্ষা এবং সেই অনুযায়ী দরকারি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেছিল। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালের অগস্ট মাসে ‘বিশ্ব হৃদয় দিবস’ অর্থাৎ ‘ওয়ার্ল্ড হার্ট ডে’ উপলক্ষে ‘শিশু সাথী’ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হল নিখরচায় শিশুদের হার্ট সার্জারির মাধ্যমে তাদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া। আশা করা যায় প্রকল্পটির বাস্তবায়নে আগামীদিন হাসিখুশি শৈশব কাটাবে শিশুরা। সুখী হবে প্রতিটি পরিবার।

শিশু সাথী প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Sishu Sathi Scheme):-

  • প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হল নিখরচায় শিশুদের হার্ট সার্জারি। প্রকল্পের মাধ্যমে ১২ বছর বয়স পর্যন্ত যেকোনও শিশুর হার্টের সমস্যায় বিনামূল্যে চিকিৎসাপ্রকল্পের অধীনে প্রত্যেক বছর ৩০০০ শিশুর হৃদপিণ্ড অস্ত্রোপ্রচার করা হবে বিনামূল্যে।
  • রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে শিশু সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। রোগ হওয়ার নির্দিষ্ট কোনও বয়স নেই। যেকোনও শিশুই জন্মের পর নানা প্রতিকূলতার সম্মুখীন হতে পারে।
  • বিশেষ করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশ কম। কিন্তু তার মাঝেও এমন শিশু কিছু সমস্যা নিয়ে জন্মায়, যাতে তার সঙ্কট আরও বাড়ে। হৃদযন্ত্রের নানা সমস্যা নিয়ে জন্মেছে এমন শিশুদের চিকিৎসার সুযোগ করে দিতে পশ্চিমবঙ্গ সরকারের নবতম সংযোজন ‘শিশু সাথী’ প্রকল্প।
  • এমনিতেই চিকিৎসার খরচ দিনের পর দিন বাড়ছে। তার ওপর তা যদি সদ্যোজাত শিশুর হৃদযন্ত্র কেন্দ্রিক হয়, তা হলে তা বাড়ে বই কমে না। রাজ্যে বসবাসকারী যে সব পরিবারের আর্থিক অবস্থা ভালো, তাঁদের পক্ষে নিজের পরিবারের শিশুদের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব।
  • কিন্তু যাঁরা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই চিকিৎসার ব্যাপারটি রীতিমতো বোঝা হয়ে দাঁড়ায়। অথচ প্রাণের প্রিয় সন্তানের চিকিৎসা না করলেই নয়। ‘শিশু সাথী’ প্রকল্পের অধীনে শিশুদের হৃদযন্ত্র সংক্রান্ত নানা চিকিৎসার সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 

শিশু সাথী প্রকল্পের সুবিধা কি? (Benefits of Sishu Sathi Scheme):-

  • ‘শিশু সাথী’ প্রকল্পের অধীনে আরও কিছু সুযোগ-সুবিধের কথা ঘোষণা করা হয়েছে পশ্চিমঙ্গ রাজ্য সরকারের তরফে। জানানো হয়েছে, সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে প্রত্যেক বছর ৩০০০ শিশুর হৃদপিণ্ড অস্ত্রোপ্রচার করা হবে বিনামূল্যে।
  • জন্মের পর কোনও শিশুর হৃদযন্ত্রের সমস্যা থাকলে ‘শিশু সাথী’ প্রকল্পের আওতায় শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ভার গ্রহণ করবে সরকার। এর মধ্যে যেমন হৃদযন্ত্রে ছিদ্র থাকার মতো সমস্যা রয়েছে, তেমনই আছে হার্টের রক্ত চলাচলের সমস্যা অর্থাৎ কনজেনিটাল কার্ডিয়াল ডিফেক্ট জাতীয় সমস্যা। কোনও শিশুর এই ধরনের সমস্যা থাকলে বিনামূল্যে তার চিকিৎসা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
  • শুরুর দিকে কলকাতার এস এস কে এম হাসপাতালে এই প্রকল্পের সুযোগ পাওয়া যাচ্ছিল। পরের দিকে বেসরকারি হাসপাতালকেও এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়। তার মধ্যে রয়েছে কলকাতার আর এন টেগোর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস এবং বি এম বিড়লা হাসপাতাল। এ ছাড়া দুর্গাপুরের মিশন হাসপাতালেও এই সুযোগ পাওয়া যাবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। এস এস কে এম হাসপাতালের পাশাপাশি বি সি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন এবং আর জি কর মেডিক্যাল কলেজের পেডিয়াট্রিক কেয়ারেও এই ‘শিশু সাথী’ প্রকল্পের সুবিধে পাওয়া যাবে।
  • এই ‘শিশু সাথী’ প্রকল্পের মাধ্যমে শুধু অপারেশন বা চিকিৎসার মাধ্যমে শিশুর প্রাণই ফিরিয়ে দেওয়া হবে না। পাশাপাশি ১২ বছর বয়স পর্যন্ত যে কোনও শিশুর হার্টের সমস্যায় বিনামূল্যে চিকিৎসা দেওয়ার মতো সুবিধের কথাও ভেবেছে রাজ্য সরকার।
  • যেখানে স্বাস্থ্যের প্রসঙ্গ জড়িয়ে থাকে, সেখানে যোগ্যতার কথা আর প্রধান হয়ে দাঁড়ায় না। ফলে সহজেই বোঝা যাচ্ছে যে, ‘শিশু সাথী’ প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য কোনও যোগ্যতার দরকার পড়ে না। যদি কোনও শিশুর হার্টে সমস্যা থাকে এবং তার চিকিৎসার প্রয়োজন হয়, তা হলে শিশুটির চিকিৎসা সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এ ব্যাপারে শিশুটির অভিভাবক কিংবা পরিজনদের সমস্ত রকম সাহায্যের হাত এগিয়ে দেবেন জেলার বা ব্লকস্তরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

শিশু সাথী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Sishu Sathi Scheme):-

  •  আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী ও আবেদনকারীর পিতা-মাতার সরকারি শংসাপত্র থাকা বাধ্যতামূলক।
  • চিত্রকে আক্রান্ত আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে পারে 12 বছর।
  • আবেদনকারী শিশু এর বয়স সর্বোচ্চ হতে পারে 18 বছর।
  • পরিবারের মাসিক আয় সম্পর্কিত কোন বাধা নিষেধ নেই।

শিশু সাথী প্রকল্পে  জন্য আবেদন করবেন কিভাবে? (Application Process of Sishu Sathi Scheme):-

Online ও Offline দুইভাবেই আবেদনকারী আবেদন করতে পারবে। নিম্নে উভয় পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করা হলো।

Online Application Process:-

  • পশ্চিমবঙ্গ শিশুসাথী যোজনা এর Official Website ভিসিট করুন।
  • আপনার সামনে এপ্লিকেশন ফর্মটি আসবেন সেটি পূরণ করুন প্রয়োজনীয় তথ্য অনুযায়ী।
  • সমস্ত তথ্য পূরণ করার পরেএবার Application Form টি Submit করুন।

Offline Application Process:-

Offline এ আবেদন এর জন্য নিম্নে উল্লেখিত সমস্ত Documents সংগ্রহ করুন এবং সরাসরি যোগাযোগ করুন কলকাতার এস এস কে এম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সেখানেই আপনি এই সম্বন্ধে জানতে পারবেন বিস্তারিত তথ্যসমূহ।

শিশু সাথী  প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Sishu Sathi Scheme Application Form):-

  • আবেদনকারী সুবিধাভোগীর অবশ্যই আধার কার্ড থাকতে হবে।
  • আবেদন করার জন্য শিশুর মায়ের বা বাবার কিংবা অভিভাবকের ভোটার কার্ড থাকাও বাধ্যতামূলক।
  • আবেদন করার জন্য শিশুর অভিভাবককে আয়ের শংসাপত্রও দিতে হবে। এ ক্ষেত্রে কোনও ন্যূনতম বা অধিক আয়ের কথা সরকারের তরফে বলা নেই। কিন্তু এ কথা সহজেই অনুমেয় যে, এই প্রকল্প মূলত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য সূচনা করা হয়েছে। যে সমস্ত পরিবার নিজেরাই শিশুর চিকিৎসা করাতে সমর্থ, তারা এই প্রকল্পের সুবিধা পাবে না।
  • আবেদনকারীকে দুটি পাসপোর্ট আকারের ছবি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • আবেদনকারী ব্যক্তি যদি বিপিএল পরিবারের আওতাভুক্ত হন, তাহলে তাঁর কাছে বিপিএল কার্ড বা সেই জাতীয় শংসাপত্র জমা দিতে হবে।

FAQ:-

1. Sishu Sathi Scheme Launching Date কী?

ANS:- March 7, 2013 

2. Sishu Sathi Scheme Official Website কোনটি?

ANS:–  https://wb.gov.in/government-schemes-details-sishusaathi.aspx 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *