Sufal Bangla Scheme

Sufal Bangla Scheme (সুফল বাংলা প্রকল্প) কী? Stall Location, Eligibility, Benefits, Application Process ই বা কি?

সুফল বাংলা প্রকল্প | WB Sufal Bangla Scheme  |  সুফল বাংলা স্টল near me |  Sufal Bangla Scheme Near Me | 

আজ আমরা রাজ্য সরকার প্রবর্তিত এমন একটি প্রকল্পের কথা জানবো যা মূলত শহর অঞ্চলেই দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই এই সম্বন্ধে ধারণা সকল বাসে রয়েছে কিন্তু গ্রাম বাংলার গ্রামবাসীর একদমই নেই। আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত সুফল বাংলা প্রকল্প সম্বন্ধে বিস্তারিত যার সূচনা করা হয় ২৯ সেপ্টেম্বর, ২০১৪ থেকে। 

সুফল বাংলা প্রকল্প কী? (What is Sufal Bangla Scheme?)

পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দফতরের আওতাধীন সুফল বাংলা প্রকল্প মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রেরণায় এবং সুযোগ্য নেতৃত্বে বাংলার সাধারণ মানুষের দরজায় দরজায় তাজা শাকসবজি পৌঁছে দেওয়ার এক অভিনব প্রকল্প গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য , শাকসবজি  যেমন আলু, পেঁয়াজ ইত্যাদির নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প শুরু করলেও পরবর্তীকালে ভবিষ্য সামগ্রী যুক্ত করা হয়, বহু মানুষকে বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার স্বল্প আয়ের জনতাদের কাছে মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই প্রকল্প|

প্রাথমিক পর্যায়ে ১৪ টি মোবাইল ভ্যানের মাধ্যমে আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হলেও পরবর্তীকালে দুর্গাপূজা, কালীপুজা এবং ঈদের সময় আরো বেশি প্রয়োজনীয় সামগ্রী বিপণনের জন্য চালু রাখা রয়েছিল।

রাজ্য সরকার পশ্চিমবাংলা এগ্রি মার্কেটিং কর্পোরেশান লিমিটেডকে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যায্য মূল্যে তাজা সবজি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘সুফল বাংলা প্রকল্প’ চালু করেছিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দফতরের আওতাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের তাদের ফসলের সঠিক দাম পাইয়ে দেওয়া, এবং ক্রেতাদের ন্যায্য দামে তাজা জিনিস দেওয়া। বর্তমানে এই প্রকল্পটি সমাজের সমস্ত শ্রেণীর জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সুফল বাংলা প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Sufal Bangla Scheme):-

  • খাদ্যদ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধির দুর্ভাগ্যজনক দিক হল শহরের দরিদ্র ক্রেতারা যে বেশি দাম দিয়ে খাদ্যপণ্য ক্রয় করছেন তা গ্রামের কৃষকদের কাছে পৌঁছচ্ছে না।
  • এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি চালু করে থাকেন যাতে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে, তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় চলমান অথবা স্থায়ী বিপণন কেন্দ্রের মাধ্যমে। 
  • কৃষকেরা যাতে তাদের উৎপাদিত সবজির সর্বাধিক মূল্য এবং বিক্রয়মুল্যের যথাযোগ্য অংশীদার হতে পারে। কৃষক এবং গ্রাহকের উন্নতি সাধনই হল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।
  • সরকারী ক্রয়ের মধ্যে দিয়ে কৃষকদের লাভবান করে তোলা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
  • সুফল বাংলা প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হল এই কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা মানুষদের কর্মসংস্থানের বন্দোবস্ত করা।
  • খুচরো মুল্যে উৎকৃষ্ট মানের তাজা ফল ও সবজি সরবরাহ করা ।ফল ও সবজি উৎপাদকদের খুচরো বাজারকে প্রতিযোগিতামূলক করে তোলা ও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ।

সুফল বাংলা প্রকল্পের সুবিধা কি? (Benefits of Sufal Bangla Scheme):-

  • করোনা আর লকডাউনের জেরে যখন সাধারণ মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত তখন তাঁদের কিছুটা স্বস্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। এই প্রকল্প রাজ্যের কৃষকদেরও আয় বাড়াতে সাহায্য করেছে অনেক মাত্রায়। 
  • সুফল বাংলা প্রকল্পটি দারিদ্র সীমার নিচে বসবাসকারী লক্ষ লক্ষ সাধারণ মানুষের খাদ্য অপুষ্টি নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য এক পদক্ষেপ যার মাধ্যমে গ্রামীণ আয়বৃদ্ধি হয়েছে এবং খামার অথবা খামার বহির্ভূত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে গড়ে উঠেছে দারিদ্র দূরিকরণ সহায়ক একপ্রকার পরিবেশ।
  • প্রায়শই দেখতে পাওয়া যায় যে কৃষকদের বদলে পকেট ভারী করছে মধ্যস্বত্বভোগীদের। সুফল বাংলা প্রকল্পে ,পশ্চিমবঙ্গ সরকার উপকারী মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করছে।
  • সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি সংগ্রহ করছে এবং তাদের দাম দিচ্ছে সাধরণত কৃষকরা যা পেয়ে থাকেন তার চেয়ে অধিক।
  • সব্জি সংগ্রহ করে তা গুদামে রাখা হচ্ছে যার মূল হাব হিসেবে বাছা হয়েছিল সিঙ্গুর কে। বর্তমানে এরকম ২০টি হাব রাজ্যে চালু আছে ।
  •  এই প্রকল্পের অধীনে ৬০ হাজারেরও বেশি কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে এবং এই প্রকল্পে নতুন কর্মসসংস্থানও হচ্ছে। এই প্রকল্পের ফলে কৃষক বন্ধুরা প্রভূত পরিমাণে লাভ করতে পারছেন। 
  • সুফল বাংলা প্রকল্পটি ফল উৎপাদকদের খুচরো বাজারকে প্রতিযোগিতামূলক করে তুলেছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিবিধ কৃষি-জলবায়ু অঞ্চলে নানা ঋতুতে উৎপাদিত ফল যাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা যায় সেই জন্য বেশ অনেকগুলি ক্রয় বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে সারা রাজ্যে ।

সুফল বাংলা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Sufal Bangla Scheme):-

এই প্রকল্পের আওতায় ফসল বিক্রির জন্য ব্যক্তি-কৃষক এবং কৃষক দল নাম নথিভুক্ত করতে পারবেন এবং নিবন্ধীকৃত ফার্মার্সপ্রােডিউসারস কোম্পানি লিমিটেডগুলি বিপণি পরিচালনার জন্য আবেদন করতে সক্ষম হবে। এই সমাজে বিস্তারিত জানার জন্য আপনি আপনার নিকটস্থ Sufal Bangla Store এ গিয়ে খোঁজ নিতে পারেন।

সুফল বাংলা প্রকল্পে সামগ্রির দাম জানবেন কিভাবে? (How to Check Daily Price List of Products Available in the Sufal Bangla Scheme):-

এই প্রকল্প  সূচনার এক অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সঠিক মূল্যে যেন ক্রেতারা জিনিসপত্র কিনতে পারে এবং অপর ক্ষেত্রে চাষি ভাইয়েরাও যেন সঠিক মূল্য পায় তাদের শ্রমের তাই সঠিক মূল্য নির্ধারণ খুব দরকার প্রয়োজনীয় এই ক্ষেত্রে। এই প্রকল্প এ দৈনিক বিভিন্ন পণ্যতব্যের দাম প্রকাশ করা হয় Official Website এই। নিম্নে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো।

  • ভিসিট করুন Sufal Bangla Scheme এর Official Website।
  • Homepage এর মধুই আপনি পেয়ে যাবেন Daily Price List সেটিতে ক্লিক করুন।
  • এখন আপনার সামনে Daily Price List ও Price List PDF option টি আসবে , আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি তে ক্লিক করুন।
  • পরের Page থেকে Region/District, Market, Product ও Date Select করুন এবং Submit ও Proceed বাটনে ক্লিক করুন।

সুফল বাংলা প্রকল্পের জন্য আবেদন করবেন কিভাবে? (Application Process of Sufal Bangla Scheme):-

  • ভিসিট করুন Sufal Bangla Scheme এর Official Website।
  • Homepage এ থাকা Enrollment অপশনে ক্লিক করুন।
  • FPC/Group/Individual কিসের জন্য আবেদন করবেন সেটি Select করুন।
  • Application Submission এর আগে সমস্ত তথ্য একবার পুনরায় পড়ে নিন।
  • এখন Proceed বাটনে ক্লিক করুন।
  • আপনার সামনে Application Form আসবে সেটি পূরণ করুন।
  • ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় সমস্ত Documents ও Bank Account Details ইত্যাদি Details প্রদান করুন ও সঙ্গে উক্ত Documents Attach করুন।
  • একবার যাচাই করে নিয়ে সমস্ত তথ্য ঠিকঠাক প্রদান করেছেন কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে নিচে থাকা Submit বাটনে ক্লিক করুন।

Sufal Bangla Scheme Contact Details:-

SUFAL BANGLA PROJECT MANAGEMENT UNIT

(A Government of West Bengal Initiative),

2nd Floor, Uttarapan (Civic Centre),

Manicktala, Kolkata – 700054

Email: sufalbangla@gmail.com

আপনার নিকটস্থ কোথায় সুফল বাংলা স্টল  রয়েছে ? (Sufal Bangla Scheme Stall Near Me):-

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আপনি পেয়ে যাবেন সুফল বাংলা স্টল। নিম্নে প্রদান করা লিঙ্কে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন আপনার নিকটস্থ কোথায় রয়েছে সুফল বাংলা স্টল।

Sufal Bangla Scheme App Download Direct Link:-

FAQ:-

1. Sufal Bangla Scheme Official Website কোনটি?

ANS:-https://www.sufalbangla.in/ 

2. Sufal Bangla Scheme Launching Date কী?

ANS:- ২৯ সেপ্টেম্বর, ২০১৪ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *