শিক্ষাশ্রী প্রকল্প 2022 | Sikshashree Scheme | Sikshashree Scholarship | Sikshashree Form Bengali
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন পিছিয়ে থাকা পরিবারের SC বা ST বিভাগের ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক বৃত্তির ব্যবস্থা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এক প্রকল্প যার নাম শিক্ষাশ্রী প্রকল্প ।
দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রকল্প। আপনি যদি SC বা ST হন, তাহলে আপনার সন্তানও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারে। তবে তার আগে আপনার এই প্রকল্প এর সম্পর্কে জেনে রাখা উচিত। তাই আপনি যদি এখনও এই প্রকল্পের সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই নিবন্ধ থেকে জেনে নিন |
বিশেষ দ্রষ্টব্য এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পাসে প্রদান করা লিঙ্কে ক্লিক করুন (Sikshashree Scholarship)।
সূচী
শিক্ষাশ্রী প্রকল্প কী? (What is Sikshashree Scheme?)
পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই শিক্ষাশ্রী প্রকল্প- এর সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের বছরে ৮০০ টাকা স্কলারশিপ দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। অন্যদিকে তপশিলি আদিবাসীর (ST) ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৮০০ টাকা বৃত্তি দেওয়া হবে। এই বার্ষিক বৃত্তি সরাসরি আবেদনকারীর Bank Account এ পাঠানো হবে এই কথা জানিয়েছে রাজ্য সরকার।এই টাকা ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য ব্যবহার করতে পারবে। আগে তফসিল জাতির জন্য বই খাতা, পোশাক দেওয়া হত এখন তার সাথে যুক্ত করা হয়েছে বার্ষিক বৃত্তি।
শিক্ষাশ্রী প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Sikshashree Prakalpa):-
- এই স্কিমের উদ্দেশ্য হল যে শিশুদের পরিবারগুলি আর্থিক সীমাবদ্ধতার কারণে শিশুদের শিক্ষা বন্ধ না করে এবং শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করা ।
- রাজ্য সরকার স্বীকৃত স্কুল এবং সরকারি স্কুলে অধ্যয়নরত অনগ্রসর শ্রেণীর শিশুদের আর্থিক সহায়তা প্রদান করবে।
- অতি দরিদ্র প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। একদিকে খাদ্যের ব্যবস্থা, অন্যদিকে পড়াশোনা। ফলে শিক্ষাশ্রী, আজ রাজ্যের প্রতিটি তপশিলি জাতি ও তপশিলি আদিবাসী পরিবারের কাছে মুক্তির আলো এনে দিয়েছে।
- সরকারের অর্থে নিজের ছেলেমেয়ে পড়াশোনা করে দাঁড়াবে, সমাজের মূল স্রোতে মিশবে—একজন তপশিলি জাতি বা তপশিলি আদিবাসী বাবা-মায়ের কাছে এটাই অনেক বড়ো পাওনা। আর তাঁদের এই ইচ্ছে পূরণ করে দিচ্ছে রাজ্য সরকার।
শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা কি? (Benefits of Sikshashree Prakalpa):-
Class | Caste | Amount in INR |
পঞ্চম | ST/SC | 500 |
ষষ্ঠ | ST/SC | 650 |
সপ্তম | ST/SC | 700 |
অষ্টম | ST/SC | 800 |
শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility for Applying Sikshashree Prakalpa):-
- এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী পরিবারের সন্তানেরা পাবেন।
- শুধুমাত্র তফসিলি জাতি ও উপজাতির ছাত্রদেরই বৃত্তি দেওয়া হবে।
- এই প্রকল্পের সুবিধা নিতে, তফসিলি জাতি সম্পর্কিত শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
- শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
- শিশুদের শুধুমাত্র স্বীকৃত স্কুল থেকে শিক্ষা নিতে হবে।
- হোস্টেলে বসবাসকারী শিক্ষার্থীরা এই প্রকল্পের কোনো সুবিধা পাবেন না।
- শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্ররাই এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন।
- অনগ্রসর শ্রেণির ছাত্রের পরিবারের বার্ষিক আয় ৫ লাখের বেশি হওয়া উচিত নয়।
- যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্য কোনও স্কিমের অধীনে সুবিধা পেয়েছেন তারা এই স্কিমের কোনও সুবিধা পাবেন না।
- সরকারি অফিসে কর্মরত পরিবারের সন্তানদেরও এই প্রকল্পের আওতায় বৃত্তি দেওয়া হবে না।
শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের জন্য Important Documents (Documents Required for Submission of Sikshashree Prakalpa Application Form):-
- আবেদনকারীর Aadhar Card
- আবেদনকারীর পরিচয়পত্র
- Caste Certificate
- Bank Account Details
- Income Certificate
- Passport Size Photo
শিক্ষাশ্রী প্রকল্প সমন্ধিত লিঙ্কস (Sikshashree Prakalpa Important Links):-
Sikshashree Scheme Official Website | Click Here |
Sikshashree Scheme Application Form Download Link (Bengali) | Click Here |
Sikshashree Scheme Application Form Download Link (English) | Click Here |
FAQ:-
1. Sikshashree Scheme Launching Date কী?
ANS:- October 2013
2. Sikshashree Scheme Official Website কোনটি?
ANS:– http://202.66.172.169/
3. Sikshashree Scheme Scholarship Amount কতো?
ANS:- 800 টাকা পর্যন্ত