West Bengal Digital Ration Card (WBPDS) : Apply Online, Eligibility, Important Documents, Status Checking Process & More in Bengali !

Ration Card হল সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথি গুলির মধ্যে একটি যা ভারত সরকারের পক্ষ থেকে সমস্ত ভারতীয় নাগরিকদের প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী দারিদ্র সীমার নিচে অথবা দারিদ্র্যসীমার সামান্য উপরে যে সমস্ত শ্রেনীর নাগরিক রয়েছেন, তাদের জন্য ভর্তুকি যুক্ত Ration সামগ্রীর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। যে সমস্ত নাগরিকদের কাছে এই Ration Card উপলব্ধ রয়েছে শুধুমাত্র তারাই এই ভর্তুকিযুক্ত Ration সামগ্রী পাবেন। ভর্তুকিযুক্ত Ration সামগ্রী প্রদান ছাড়াও এই Ration Card সকল ভারতীয় দের অন্যতম একটি পরিচয় পত্র। তাই এই Ration Card এর গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষের আবাল-বৃদ্ধ-বনিতা সকল নাগরিক এই Ration Card পাবার যোগ্য। বর্তমান সময়ে সমস্ত Ration Card গুলিকে পরিবর্তন করে একটি করে Digital Ration Card  প্রদান করা হচ্ছে প্রত্যেক নাগরিককে। এই প্রকার Digital Card এর মাধ্যমে সাধারণ মানুষ ভর্তুকিযুক্ত সামগ্রী তো পাবেনই তার সাথে সাথে অন্যান্য কিছু Prakalpa এর  সঙ্গে সংযুক্তিকরণ এবং সুযোগ-সুবিধা পাবেন।

West Bengal Digital Ration Card কী?

 পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমগ্র রাজ্যবাসীর জন্য পুরাতন Ration Card এর বদলে একটি করে Digital Ration Card  প্রদান করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলার সাধারণ মানুষকে আর পুরাতন কাগজের Ration Card বহন করতে হবে না, সম্পূর্ণ Digital পদ্ধতিতে নির্মিত নতুন এক প্রকার Digital Card  সমগ্র রাজ্যবাসীর জন্য উপলব্ধ করবে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রক্রিয়াটি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই চালু করা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যও এর বাইরে নয়। এই Digital Ration Card এর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের Ration সামগ্রী পাবেন এবং প্রাপ্ত Ration সামগ্রীর হিসেব সরাসরি পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের পৌঁছে যাবে। এই প্রকার Digital Ration Card এর মাধ্যমে Ration সামগ্রী রাজ্যবাসীর কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া যাবে বলে পশ্চিমবঙ্গ সরকার মনে করছে।

 West Bengal Digital Ration Card Eligibility:-

  • পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী সকলেই এই Ration Card পাবে।
  • নবজাতক শিশুদের এক বছর বয়স হবার পূর্বেই তাদের পরিবার থেকে এই Ration Card এর জন্য আবেদন করতে পারবে।
  • যারা নিজের Ration Card হারিয়ে ফেলেছে তারাও নতুন একটি Ration Card  পাবার যোগ্য।

West Bengal Digital Ration Card Application Process:-

West Bengal Digital Ration Card এর জন্য Online ও Offline দুইভাবেই সম্ভব । নিম্নে উভয় ভাবে আবেদনের পদ্ধতি বর্ণনা করা হলো।

West Bengal Digital Ration Card Online Application:-

  • প্রথমে “https://food.wb.gov.in/” লিংকে ক্লিক করে West Bengal Food Department এর অফিশিয়াল পোর্টালে যেতে হবে।
  • Application Form for Non-Subsidised Ration Card or Conversion to Non-Subsidised Ration Card’ লিংকে ক্লিক করতে হবে।
  • মোবাইল নম্বর প্রদান করতে হবে, মোবাইল নম্বর এ একটি OTP আসবে, এই OTP পোর্টালে Submit করতে হবে।
  • যারা নতুন আবেদন করছেন তাদের AAY, PHH, SPHH, RKSY-I, or RKSY-II অপশন গুলির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে এবং যারা যারা Ration Card হারিয়ে ফেলেছেন তারা পূর্বে যেই Category এর Ration Card  পেয়েছিলেন সেটি Select  করবেন।
  • এরপরে আবেদনের জন্য একটি Form আসবে, এটি ভালোভাবে পূরণ করতে হবে।
  • ‘SHOW MEMBER’ অপসন এ ক্লিক করলে পরিবারের একটি বিবরণ আসবে, Add Another Member” ট্যাবে ক্লিক করলে পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য সংযুক্ত করা যাবে।
  • “SAVE AND VIEW APPLICATION” বাটনে ক্লিক করতে হবে, সম্পূর্ণ Application Form টি একবার যাচাই করে নিতে হবে এবং Form টি Submit করতে হবে।
  • পোর্টাল এর তরফ থেকে একটি Application Number প্রদান করা হবে, এই Application Number টি সাবধানে রাখুন পরবর্তীকালে আপনি এই Application Number এর  সাহায্যে আপনার Digital Ration Card এর Status Check করতে পারবেন।

West Bengal Digital Ration Card Offline Application Process:-

  • Ration Card পাবার জন্য Offline এ আবেদন করতে গেলে প্রথমে নিকটবর্তী Ration দোকানে অথবা খাদ্য ও সরবরাহ দপ্তর এর পরিদর্শকের অফিসে যোগাযোগ করতে হবে।
  • সেখান থেকে আবেদনের একটি Application Form সংগ্রহ করতে হবে।
  • Form টি পূরণ করে প্রয়োজনীয় Document গুলি সহকারে নিকটবর্তী Ration দোকানে জমা দিতে হবে।

Important Documents for Applying West Bengal Digital Ration Card:-

আবেদনের সময় যে সমস্ত Documents  গুলি প্রয়োজন তা নিম্নে বর্ণনা করা হলো। –

  1. Aadhar Card
  2. একটি সরকারি পরিচয় পত্র হিসেবে Voter ID Card
  3. Pan Card
  4. Mobile Number
  5. Email ID (যদি থাকে)
  6. পুরাতন Ration Card (যদি থাকে)

West Bengal Digital Ration Card Status Checking Online Process:-

  • আবেদনকারীরা নিজেদের Ration Card এর বিভিন্ন প্রকার সংশোধন অথবা নতুন Ration Card পাবার Application Form এর  Status  Check করার জন্য প্রথমে প্রদত্ত লিংকে ক্লিক করুন

https://wbpds.wb.gov.in/(S(smhxuai0w3pzhxpcpqjprb35))/CheckApplicationStatus.aspx

  • পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তর এর Homepage ওপেন হবে।
  • ‘Select Form Type: ‘ চেকবক্স থেকে কত নম্বর Form এ আবেদন করেছিলেন সেটি নির্বাচন করতে হবে।
  • Application Number অথবা Bar Code  প্রদান করতে হবে (আবেদনের সময় Mobile Number Register করা থাকলে Mobile Number ও প্রদান করতে)।
  • একটি Captca পূরণ করতে হবে এবং ‘SEARCH’ বাটনে ক্লিক করতে হবে।
  • এভাবে Ration Card এর যে কোন প্রকার Application এর Status  জানতে পারা যাবে।

West Bengal Digital Ration Card  Download Process:-

  • প্রথমে Ration Card Number ইনপুট করুন এবং Category সিলেক্ট করুন।
  • নিচে থাকা Download বাটনে ক্লিক করুন।

West Bengal Digital Ration Card  Correction Process:-

  • প্রথমে নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করে West Bengal food and supplies department এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://food.wb.gov.in/
  • হোমপেজ থেকে Ration Card অপশনটি বেছে নিতে হবে এবং “Apply Online” অপশনে ক্লিক করতে হবে।
  • “Apply for correction of details in existing ration card (form 5)”  লিংকে ক্লিক করতে হবে।
  • Mobile Number ইনপুট করতে হবে এবং “Get OTP” বাটনে ক্লিক করতে হবে।
  • প্রাপ্ত OTP পোর্টালে Submit করতে হবে, স্ক্রল করে পেজের নিচের দিকে যেতে হবে এবং সেখানে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে।
  • “Apply for form 5” এ ক্লিক করলে তবে Ration Card  সংশোধনের আবেদনের জন্য একটি Form আসবে।
  • যেসব বিষয় গুলি সংশোধনের প্রয়োজন সেগুলো ভালোভাবে সংশোধন করে দিতে হবে,
  • প্রয়োজনীয় কিছু Document পোর্টালে Submit করতে হবে এবং ‘NEXT’ বাটনে ক্লিক করতে।
  • প্রদান করা তথ্যগুলি একবার ভালো করে যাচাই করে নিয়ে “Proceed” অপশনে ক্লিক করতে হবে।
  • “Get OTP” বাটনে ক্লিক করতে হবে। প্রাপ্ত OTP পোর্টালে Submit করতে হবে। এভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

West Bengal Digital Ration Card Helpline Number :-

Ration Card আবেদনের ক্ষেত্রে বা অন্য কোন সমস্যা থেকে থাকলে Helpline Number এই গুরুত্ব আরো বেড়ে যায় কারণ এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন। নিম্নে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত Helpline Number ও Centre এর Address প্রদান করা হলো। প্রদান করা লিংকে ক্লিক করুন বিস্তারিত জানার জন্য ।

Ration Card এর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমরা অন্য একটি আর্টিকেল আলোচনা করব সম্বন্ধে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানান আমরা আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব।

FAQ:-

1. West Bengal Ration Card Helpline Number কি?

ANS:- উপরে প্রদান করা Download লিঙ্কে করুন জানার জন্য।

2. West Bengal Digital Ration Card Online Application এর Official Website কোনটি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *