পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রবর্তিত Scheme গুলির মধ্যে অন্যতম একটি Scheme হল Swasthya Sathi । পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি Scheme গুলির মতো পশ্চিমবঙ্গের জনগণ এখন Duare Sarkar Camp এর মাধ্যমে Swasthya Sathi এর সুবিধা নিতে পারবে।
পশ্চিমবঙ্গের সমস্ত জনসাধারণকে স্বাস্থ্যবিষয়ক পরিষেবা প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই Scheme চালু করেছে। আজকের এই ব্লগে আমরা এই Swasthya Sathi Scheme এর সমস্ত মানদণ্ড এবং যোগ্যতার শর্ত গুলির সমন্ধে বিস্তারিত আলোচনা করব।
সূচী
Swasthya Sathi Scheme কী ?
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার একাধিক Scheme চালু করেছে এবং Scheme গুলিকে বাস্তব রূপ দেওয়ার জন্য কিছু পরিকল্পনা মূলক ব্যবস্থাও গ্রহন করেছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর এক জনমুখি Scheme রূপায়ণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে নব্য প্রবর্তিত Scheme গুলির মধ্যে অন্যতম Scheme হলো Swasthya Sathi Scheme। বাংলার সমস্ত সাধারণ মানুষকে স্বাস্থ্য বিষয়ক পরিষেবা প্রদানের জন্য এই Scheme চালু করা হয়েছে। এই Scheme এর অধীনে সমস্ত পরিবারকে 5 Lakh টাকা পর্যন্ত আর্থিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে। এর ফলে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের প্রায় 7 কোটিরও বেশি মানুষ। এই Scheme এর মাধ্যমে বাংলার প্রত্যেকটি পরিবারে একটি করে Smart Card প্রদান করা হয় যার মাধ্যমে প্রায় 5 Lakh টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
2016 সালের February মাসে প্রথম এই Scheme এর কথা ঘোষণা করা হয় এবং Scheme টি বাস্তব রূপ পায় সেই বছরের 30th December । Scheme এর শুরুতে মুষ্টিমেয় কিছু মানুষ এই Scheme এর জন্য আবেদন করেছিল। ফলে পশ্চিমবঙ্গের সকল জনসাধারণকে এই Scheme এর আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। 1st December 2020 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Duare Sarkar নামক একটি Prakalpa চালু করে যেখানে বিভিন্ন সরকারি আধিকারিকরা প্রত্যেকটি অঞ্চলে এবং পৌরসভার ওয়ার্ড এ Camp এর আয়োজন করা হয় । এই Camp এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত জনকল্যাণমুখী Scheme গুলি সাধারণ মানুষের দোড় গোড়ায় নিয়ে আসা হয় যেন কোনো বঙ্গবাসী Scheme গুলি থেকে বাদ না পড়ে। সর্বপ্রথম মোট 12 টি Scheme এর কাজ নিয়ে এই Duare Sarkar Camp শুরু হয়। এই 12 টি Scheme এর মধ্যেই একটি Scheme হল Swasthya Sathi ।
Swasthya Sathi Scheme প্রদানের উদ্দেশ্য কি ?
- পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো।
- ঘরে ঘরে চিকিৎসাসেবার নিয়ে যাওয়া কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দারিদ্রতার কারণে অনেকেই চিকিৎসা সেবার লাভ নিতে পারে না, তাদের এই অধিকার সুরক্ষিত করবে Swasthya Sathi Scheme।
- পশ্চিমবঙ্গের চিকিৎসা কাঠামোর উন্নতি সাধন।
- স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য একত্রিত করে অনলাইনে রেকর্ড রাখা ।
Swasthya Sathi Scheme আবেদনের জন্য Eligibility Criteria:-
- আবেদনকারীকে প্রথমত একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এই Scheme শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য।
- এই Scheme এর মাধ্যমে মহিলাদের একটি করে Smart Card প্রদান করা হবে, সরকারি হাসপাতালে কিংবা বেসরকারি হাসপাতালে এই Card গুলোর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার ওপর সাময়িক ছাড় প্রদান করা হবে।
- পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোন স্বাস্থ্যবিষয়ক সুবিধা পেলে তারা এই Scheme এর জন্য আবেদন করতে পারবে না।
Swasthya Sathi Scheme এর সুবিধা (Benefits ):-
- Swasthya Sathi Scheme এর অন্তর্গত প্রতিটি পরিবার প্রত্যেক বছরে সর্বাধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিষয়ক ছাড় পাবে।
- Swasthya Sathi Smart Card এর মাধ্যমে Cashless এবং Paperless Transction এর সুবিধা পাবে আবেদনকারীরা।
- এই Scheme এ কোন প্রকার পারিবারিক আর্থিক পরিস্থিতি উল্লেখ নেই, পশ্চিমবঙ্গের যেকোনো পরিবারের সদস্যরা এই Scheme এর জন্য আবেদন করতে পারবে।
- বীমা সংক্রান্ত সম্পূর্ণ টাকা রাজ্য সরকার কর্তৃক প্রদান করা হবে।
- যে কোন প্রকারের রোগ এই Scheme এর মাধ্যমে কভার করা হয়।
- এই Scheme এর মাধ্যমে 1.5 লক্ষ টাকার একটি বিমান পরিষেবা প্রদান করা হবে।
- সরকারী Scheme গুলির সাথে বীমা অংশীদারদের দ্বারা বীমা কভার প্রদান করা হবে।
- জাতীয় বীমা Company গুলো এই বীমা Scheme এর অংশীদার হবে। এর পাশাপাশি United India Insurance Company এবং Orientals Insurance Company গুলিও থাকবে। এই Company গুলি একসঙ্গে যথাক্রমে 6 টি, 8 টি এবং 9 টি জেলাতে পরিষেবা প্রদান করবে।
- এই Scheme এর জন্য পশ্চিমবঙ্গের কোন নাগরিককে অগ্রিম টাকা প্রদান করতে হবে না।
- উভয় পত্নীদের ক্ষেত্রে সুবিধাভোগীর পিতা-মাতাও এই Scheme এর আওতায় আসতে পারে।
Swasthya Sathi Scheme Services List:-
- সমস্ত হসপিটালের তালিকাভুক্তিকরণ
- প্রতিটি হসপিটাল এর গ্রেডিং
- Cashless Health Service
- E-Health Records
- Online মাধ্যমে অভিযোগ জানানোর সুবিধা
- এছাড়াও 24X7 ফোন কল সাপোর্টের পরিষেবা
- Card Issue সংক্রান্ত কোন সমস্যা হলে SMS এর মাধ্যমে সর্তকতা
- Mobile এর মাধ্যমে পরিষেবা প্রদানের জন্য Swasthya Sathi Android App।
Swasthya Sathi Smart Card :-
Swasthya Sathi Scheme এর অন্তর্গত প্রত্যেক নাগরিককে একটি করে Smart Card প্রদান করা হবে। Scheme এর প্রচার রূপে এবং Scheme অধীনস্থ হওয়ার প্রমাণ স্বরূপ এই Card গুলি প্রদান করা হবে। এছাড়াও এই কাজগুলি পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে গ্রহণযোগ্য হবে। এই Card এ একটি পরিবারের অন্তর্গত সমস্ত সদস্যের নাম, ঠিকানা, Mobile Number ,ছবি, Biometrics Details, SECC ID প্রভৃতি উল্লেখ করা থাকবে। প্রয়োজনের সময় এই কাজগুলি হসপিটালে শো করলে মানুষ এর সুবিধা গুলি উপভোগ করতে পারবে।
Swasthya Sathi Application Process:-
আপাতত Swastha Sathi Scheme এর জন্য Online এ আবেদন সম্ভব নয় । যদি ভবিষ্যতে Online এ Application শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমার Article Update করে জানিয়ে দেবো। আপাতত এই Scheme এর Offline আবেদনের Application Process নিম্নে বর্ণনা করা হলো।
পশ্চিমবঙ্গের সকল জনসাধারণের কাছে Swasthya Sathi Card এর পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার Duare Sarkar Camps নামক আরো একটি প্রকল্প চালু করেছে।এই ক্যাম্প গুলিতে Swasthya Sathi Card সহকারে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত প্রকল্পগুলির জন্য আবেদন করা যাবে।
- প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প থেকে Swasthya Sathi Card Scheme এর জন্য Application Form সংগ্রহ করতে হবে।
- প্রয়োজনীয় তথ্য সহকারে এই Form টি পূরণ করতে হবে, এবং Form এ উল্লিখিত Documents গুলি Form এর সঙ্গে জুড়ে দিয়ে পুনরায় Camp এর নির্দিষ্ট টেবিলে জমা দিতে হবে।
এছাড়াও বাংলার সমস্ত নাগরিক তাদের নিকটস্থ Medical Store অথবা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সম্পূর্ণ Offline এই Scheme এর জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের স্বাস্থ্যকর্মী অথবা আশা কর্মীরা সম্পূর্ণভাবে সহায়তা করবেন। সঠিকভাবে পূরণ করা Application Form এবং প্রয়োজনীয় Document গুলির Xerox Copy স্বাস্থ্য কেন্দ্রে জমা করলে এই Scheme এর জন্য জন্য তাদের নাম Register হয়ে যাবে। Registration Process সম্পন্ন হলে আবেদনকারীরা একটি করে User ID এবং Password পেয়ে যাবেন। এই User ID এবং Password দ্বারা Scheme এর Portal এ Log In করতে হবে এবং Scheme সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া গুলি সম্পন্ন করতে হবে। এর Portal এ Log In করে প্রার্থীরা নিজেদের Smart Card গুলো সংগ্রহ করতে পারবেন।
Swasthya Sathi Scheme এ আবেদনের জন্য Important Documents:-
Application Form এর সঙ্গে যে সমস্ত Document গুলো জমা করতে হবে সেগুলি হল –
- Aadhar Card
- একটি সরকার স্বীকৃত পরিচয় পত্র
- পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসের একটি প্রমাণ
- কোন Medical সংস্থা তে Registration Certificate
- রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুমোদিত নথি
Swasthya Sathi Scheme Status Checking Process:-
- Smart Card এর Status জানার জন্য প্রথমে Scheme এর Official Website “https://swasthyasathi.gov.in/“) যেতে হবে।
- হোমপেজে থাকা ‘Apply Now’ অপশনের মধ্যে থেকে ‘Check Hospital Registration Status’ আইকনে ক্লিক করতে হবে।
- এই পেজে প্রয়োজনীয় তথ্য গুলি দিয়ে Submit করলে আবেদনকারীরা নিজেদের Registration Status জানতে পারবে।
Swasthya Sathi Card Download Process:-
- Smartphone বা PC তে আপনার সুবিধা মতো একটি Browser এ Link টি Open করুন।
- Website Open হলে ডান দিকে থাকা Log In বাটনে ক্লিক করুন।
- নতুন উইন্ডোতে আপনার সামনে আসবে Find Your Name অপশন,সেটিতে ক্লিক করুন।
- এই নতুন লগইন পেজে আপনাকে প্রদান করতে হবে Mobile Number এবং পাশে থাকা Get OTP বাটনে ক্লিক করুন
- প্রদান করুন প্রাপ্ত OTP এবং Submit বাটনে ক্লিক করুন।
- নতুন উইন্ডোতে প্রদান করুন State Name, District Name, Select By অপশন থেকে Select করুন সুবিধামতো।
- এখন আপনাকে সিলেক্ট করতে হবে Block Name , সহ তত্সংলগ্ন ডিটেইলস ।
- নিচে থাকা Submit বাটনে ক্লিক করুন।
- নিচে আপনার সামনে আপনার Card সম্বন্ধিত সমস্ত ডিটেলস চলে আসবে, আপনি Card টিকে এখন অস্থায়ীভাবে ব্যবহার করতে পারেন।
Swasthya Sathi Scheme এর মাধ্যমে প্রদত্ত টাকার মেয়াদ কতদিন ?
প্রকল্পের মাধ্যমে যে 5 Lakh টাকা স্বাস্থ্য বিষয়ক সহায়তা হিসেবে প্রদান করা হয় তা এক বছরের জন্য। প্রত্যেক বছর এই Scheme টি Renew হতে থাকে। একজন আবেদনকারী এক বছরে সর্বমোট 5 Lakh টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে।
Swasthya Sathi Application Form 2022 Download Link:-
Swasthya Sathi Scheme Hospital Registration :-
যে সমস্ত সুবিধাভোগীরা কোন একটি হসপিটাল এর অধীনে নাম Register করতে চান তবে প্রথমে এই Scheme এর Official Website এ যেতে হবে এবং সেখান থেকে ‘Hospital Registration’ অপশনে ক্লিক করতে হবে। একটি নতুন Page খুলে যাবে, প্রথমে নিজেদের জেলা নির্বাচন করতে হবে এবং ধীরে ধীরে নাম, বেসিক কিছু পরিচয় পত্র, হসপিটাল, হসপিটালের বিভাগ এবং অন্যান্য তথ্য গুলি দিয়ে Form টি পূরণ করতে হবে।
How to register for treatment outside West Bengal ?
Swasthya Sathi Smart Card এর মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের নয় পশ্চিমবঙ্গ রাজ্যের বাহিরের হসপিটালে চিকিৎসার সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরের কোন হাসপাতালে চিকিৎসার জন্য Register করতে চাইলে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুন –
- সর্বপ্রথম Swasthya Sathi Scheme এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে ‘Registration for Treatment Outside of West Bengal’ অপশনটি বেছে নিতে হবে।
- মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্য গুলি প্রদান করতে হবে এবং মোবাইল নম্বরে প্রাপ্ত OTP Submit করতে হবে।
- এরপরে Submit বাটনে ক্লিক করতে হবে।
View Information about the Swasthya Sathi hospital :
- প্রথমে প্রদত্ত লিংকে ক্লিক করে Scheme এর অফিশিয়াল ওয়েবসাইটে https://swasthyasathi.gov.in/ যেতে হবে।
- হোমপেজে থাকা ‘Hospital Information’ অপশনে ক্লিক করতে হবে।
- চারটি অপশন সমন্বিত একটি List আসবে
- Active Hospital List
- Hospital Facility Details
- HR Details
- Hospital Service Details
- প্রয়োজনীয় অপশনটি বেছে নিতে হবে।
- Portal এ উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে প্রদান করতে পারলে আবেদনকারীরা সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে।
Swasthya Sathi Important Links:-
Swasthya Sathi 2022 Official Notice Download | Click Here |
Swasthya Sathi 2022 Application Form Download | Click Here |
Official Website | Click Here |
FAQ:-
1. কারা কারা Swasthya Sathi Scheme এর জন্য যোগ্য ?
ANS:- পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী যেকোনো নাগরিক এই Scheme এর জন্য আবেদন করার যোগ্য। তবে পরিবারের মহিলা প্রধান এর নামে এই প্রকল্পের Smart Card গুলি ইস্যু করা হবে।
2. Swasthya Sathi Cashless Smart Card কী?
ANS:- Smart Card হল একটি Digital Health Card যেগুলি শুধুমাত্র Swasthya Sathi Scheme এর জন্য নির্বাচিত প্রার্থীদের প্রদান করা হয়। প্রকল্পের অধীনস্থ সুবিধাভোগীরা চিকিৎসা ক্ষেত্রে Cashless Payment এর জন্য এই Card গুলি ব্যবহার করতে পারবে।
3. Swasthya Sathi Scheme এর মাধ্যমে কি OPD treatment এর ব্যবস্থা রয়েছে ?
ANS:- না, এই Scheme এর মাধ্যমে OPD Treatment এর ব্যবস্থা নেই। যদিও বা কোন মানুষকে OPD Treatment এর জন্য কোন হসপিটালে ভর্তি করা হয় তবে, OPD এর খরচও আগের হাসপাতালের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হবে।
4. Swasthya Sathi মাধ্যমে কি কোন প্রকার Transportation Allowance প্রদান করা হয়?
ANS:- হ্যাঁ, হসপিটালে ভর্তি হওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে কোন মানুষকে 200 টাকা পরিবহন ভাতা প্রদান করা হয়।
5. Swasthya Sathi Schem এর মাধ্যমে প্রদত্ত টাকার পরিমান কত ?
ANS:- এই Scheme এর অধীনে সমস্ত পরিবারকে 5 Lakh টাকা পর্যন্ত আর্থিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে।
6. Swasthya Sathi Card Status Online Checking Link কি ?
7. Swasthya Sathi কোন Website থেকে Log In করা যাবে?
8. Swasthya Sathi Application Form Download 2022 Link কোথায় পাবেন?
ANS:-এ কিছুটা উপরে দেখুন আমরা প্রদান করেছি Download Link।