ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো আমদের পশ্চিমবঙ্গ রাজ্যেও পিছিয়ে পড়া আদিম জনগোষ্ঠী তথা Schedule Cast (SC), Schedule Tribe (ST), এবং Other Backward Class (OBC) শ্রেনীর মানুষদের জন্য সুবিধা প্রদানের জন্য আলাদা একটি বিভাগ তৈরি করা হয়েছে যা “The Backward Classes Welfare Department” নামে পরিচিত । এই বিভাগের কাজ হলো ST/SC/OBC শ্রেনীর জনসাধারণদের ST/SC/OBC চিহ্নিত করে Caste Certificate প্রদান করা । আমরা এর আগের নিবন্ধে কাস্ট সার্টিফিকেট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে নিম্নে দেওয়া লিঙ্কে ক্লিক করে সমস্তকিছু জেনে নিতে পারবেন । আজকের এই নিবন্ধে কিভাবে আপনার Caste Certificate এর Application Status Check করবেন তা আলোচনা হয়েছে ।
WB Caste Certificate 2022 : Status, SC/ST/OBC Certificate, Important Documents more in Bengali!
WB Caste Certificate Application Status Checking Process:-
ইতিপূর্বে যারা Cast Certificate এর জন্য অনলাইনে অথবা অফলাইনে আবেদন করে ফেলেছেন । এবার ভাবছেন কিভাবে জানবেন আপনার Cast Certificate টি হয়েছে কি না ? আপনি বারি থেকেই চেক আপনার Cast Certificate এর Application Status Check করতে পারবেন । ফলো করুন নিম্নে দেওয়া পদ্ধতিটি-
- Cast Certificate এর Application Status Check করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://castcertificatewb.gov.in/ লগইন করতে হবে।
- তারপর, হোমপেজে “Application Status” এই লিংকে ক্লিক করতে হবে ।
- তারপর, ফাঁকা জায়গায় “Application Number” প্রদান করে ‘search’ বাটনে ক্লিক করতে হবে ।
- তারপর, আপনার সামনে “Application submitted but hardcopy not received” এরকম কিছু দেখায় তাহলে জানবেন আপনার Cast Certificate এর কাজ এখনো শুরু হয়নি । যদি “Under Process at SDO level” এরকম কিছু দেখায় তাহলে জানবেন আপনার Cast Certificate এর কাজ এখনো শুরু হয়ে গেছে । আর যদি আপনার Cast Certificate হয়ে গিয়ে থাকে তাহলে Application Number সহ Cast Certificate Number দেখতে পাবেন ।
- এইভাবে আপনারা আপনার Cast Certificate এর Application Status Check করতে পারবেন । যদি আপনার কাস্ট সার্টিফিকেট হয়ে গিয়ে থাকে এবং আপনি এখনো হাতে পাননি তাহলে আপনাকে অতিসত্তর যোগাযোগ করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা BDO অফিসে ।
Application no. STWB02022021/48102 sushila oraon kujur akhono under process at SDO level dekhachhe hobe ki na