ভারত সরকারের নয়া নির্দেশিকা অনুসারে PM Kisan Samman Nidhi Yojana প্রকল্পের অন্তর্ভুক্ত সকল সুবিধাভোগীকে কৃষকদের 31st May এর মধ্যে PM Kisan KYC করতে হবে । সম্ভবত পরবর্তীতে PM Kisan KYC করার তারিখ বাড়ানো যেতে পারে । সরকার কর্তৃক জানানো হয়েছে যে কৃষকদের এই PM Kisan KYC না করা হলে প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে না । জেনে নিন কিভাবে করবেন PM Kisan KYC সমস্ত বিস্তারিত তথ্য ।
সূচী
PM Kisan eKYC করার জন্য কি কি Documents লাগবে ?
PM Kisan KYC করার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল –
- কৃষকের Aadhaar Card Number ।
- একটি সক্রিয় Mobile Number ।
PM Kisan eKYC করার Process:-
PM Kisan এর eKYC এর জন্য আবেদন পূর্বে দুই ভাবে করা যেত যথা PM Kisan Portal থেকে ও CSC Center থেকে। বর্তমানে Portal এর মাধ্যমে eKYC বন্ধ আছে। শুধুমাত্র CSC Center এর মাধ্যমে এখন eKYC সম্ভব। নিম্নে PM Kishan Portal থেকে ও CSC Center থেকে কেমন করে eKYC করবেন , তার
Step by step Process নিম্নে বর্ণনা করা হলো।
PM Kisan Portal এর মাধ্যমে কিভাবে করবেন eKYC ?
- PM Kisan পোর্টাল থেকে eKYC করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে – https://pmkisan.gov.in/ এ যেতে হবে ।
- হোমপেজ থেকে “Farmer’s Corner” অপশনে ক্লিক করে সেখান থেকে e-KYC লিঙ্কে ক্লিক করতে হবে ।
- এবারের নতুন একটি পেজ খুলে যাবে, এখানে যেই কৃষকের KYC করতে হবে তাঁর “Aadhaar Number” প্রদান করতে হবে এবং ‘Search’ অপশনে ক্লিক করতে হবে ।
- তারপর, কৃষকের নিজস্ব Mobile Number যা PM Kisan প্রকল্পের সাথে আগে থেকে রেজিস্টার করা রয়েছে তা প্রদান করতে হবে এবং “Get OTP” অপশনে ক্লিক করতে হবে ।
- মোবাইল নম্বরে একটি OTP আসবে, পোর্টালে এই OTP টি সাবমিট করার জন্য “Submit OTP” বাটনে ক্লিক করতে হবে। (এক্ষেত্রে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে)।
- এরপর নির্দিষ্ট স্থানে Mobile OTP সাবমিট করতে হবে ।
- এবারে “Get Aadhar OTP” অপশনে ক্লিক করতে হবে ।
- মোবাইল নম্বরে আবার একটি OTP আসবে Uidai পোর্টাল থেকে, সেটি পেজের নির্দিষ্ট স্থানে উক্ত OTP টি সাবমিট করার জন্য “Submit of Auth” অপশনে ক্লিক করতে হবে ।
- সাবমিট ঠিকঠাক হয়ে গেলে আপনার PM Kisan e-KYC প্রক্রিয়াটি সম্পন্ন হজয়ে যাবে ।
CSC এর মাধ্যমে কিভাবে করবেন PM Kisan eKYC?
CSC এর মাধ্যমে কিভাবে PM Kisan KYC কিভাবে Update করবেন তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো –
- CSC এর মাধ্যমে KYC Update করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – https://pmkisan.gov.in/ এ ।
- তারপর, হোমপেজ থেকে “CSC LOGIN” অপশনে ক্লিক করতে হবে।
- তারপর সেখানে আপনাদের নির্দিষ্ট “User Id” এবং “Password” দিয়ে একটি ক্যাপচা কোড পূরণ করে Sign in করতে হবে ।
- এবারে CSC Dashboard খুলে যাবে, সেখানে বিভিন্ন অপশন থেকে “Biometric Aadhar Authentication” অপশনে ক্লিক করতে হবে ।
- এবারে KYC Update করার জন্য নতুন একটি পেজ খুলে যাবে ।
- এই পেজে প্রথমে “Aadhaar Number” ইনপুট করতে হবে এবং সাথে একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে ।
- এরপরে ‘Search‘ অপশনে ক্লিক করলে একটি “Mobile Number” দিতে হবে ।
- এখানে আবেদনকারীর নিজস্ব Mobile Number যা PM Kisan প্রকল্পের সাথে আগে থেকে রেজিস্টার করা রয়েছে তা প্রদান করতে হবে এবং “Get OTP” অপশনে ক্লিক করতে হবে ।
- তারপরে মোবাইল নম্বরে একটি “OTP” আসবে, উক্ত OTP টি পোর্টালে নির্দিষ্ট অপশনে সাবমিট করার জন্য করতে হবে এবং “Submit OTP” বাটনে ক্লিক করতে হবে ।
- এরপরে বায়োমেট্রিক ডিটেলস অর্থাৎ আবেদনকারীর আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য আপনার কাছে যে Fingerprint Device রয়েছে সেই অপশন অর্থাৎ Morpho, Mantra এবং Startek ইত্যাদি অপশনে ক্লিক করতে হবে ।
- আপনার Device এর লাইট জ্বলে উঠলেই আবেদনকারীর আঙ্গুলের ছাপ নিতে হবে ।
- এরপরে KYC Successfully হয়ে গেলে 15 টাকা CSC চার্জ প্রদান করতে হবে, তবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে ।
FAQ:-
PM Kisan e-KYC Update করার Last Date কি?
ANS:- 31/05/2022