PM Kisan eKYC Update

PM Kisan eKYC করবেন কিভাবে ?, KYC Status Check Online, Last date সমস্ত তথ্য জানুন!

 

ভারত সরকারের নয়া নির্দেশিকা অনুসারে PM Kisan Samman Nidhi Yojana প্রকল্পের অন্তর্ভুক্ত সকল সুবিধাভোগীকে কৃষকদের 31st May এর মধ্যে PM Kisan KYC করতে হবে । সম্ভবত পরবর্তীতে PM Kisan KYC করার তারিখ বাড়ানো যেতে পারে । সরকার কর্তৃক জানানো হয়েছে যে কৃষকদের এই PM Kisan KYC না করা হলে প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে না । জেনে নিন কিভাবে করবেন PM Kisan KYC সমস্ত বিস্তারিত তথ্য । 

PM Kisan eKYC করার জন্য কি কি Documents লাগবে ? 

PM Kisan KYC করার জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন সেগুলি হল –

  • কৃষকের Aadhaar Card Number । 
  • একটি সক্রিয় Mobile Number । 

PM Kisan eKYC করার Process:-

PM Kisan এর eKYC এর জন্য আবেদন পূর্বে দুই ভাবে করা যেত যথা PM Kisan Portal থেকে ও CSC Center থেকে। বর্তমানে Portal এর মাধ্যমে eKYC বন্ধ আছে। শুধুমাত্র CSC Center এর মাধ্যমে এখন eKYC সম্ভব। নিম্নে PM Kishan Portal থেকে ও CSC Center থেকে কেমন করে eKYC করবেন , তার 

Step by step Process নিম্নে বর্ণনা করা হলো।

PM Kisan Portal এর মাধ্যমে কিভাবে করবেন eKYC ?

  • PM Kisan পোর্টাল থেকে eKYC করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে – https://pmkisan.gov.in/ এ যেতে হবে । 
  • হোমপেজ থেকে “Farmer’s Corner” অপশনে ক্লিক করে সেখান থেকে e-KYC লিঙ্কে ক্লিক করতে হবে । 
  • এবারের নতুন একটি পেজ খুলে যাবে, এখানে যেই কৃষকের KYC করতে হবে তাঁর “Aadhaar Number” প্রদান করতে হবে এবং ‘Search’ অপশনে ক্লিক করতে হবে ।
  • তারপর, কৃষকের নিজস্ব Mobile Number যা PM Kisan প্রকল্পের সাথে আগে থেকে রেজিস্টার করা রয়েছে তা প্রদান করতে হবে এবং “Get OTP” অপশনে ক্লিক করতে হবে । 
  • মোবাইল নম্বরে একটি OTP আসবে, পোর্টালে এই OTP টি সাবমিট করার জন্য “Submit OTP” বাটনে ক্লিক করতে হবে। (এক্ষেত্রে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে)।
  • এরপর নির্দিষ্ট স্থানে Mobile OTP সাবমিট করতে হবে । 
  • এবারে “Get Aadhar OTP” অপশনে ক্লিক করতে হবে ।
  • মোবাইল নম্বরে আবার একটি OTP আসবে Uidai পোর্টাল থেকে, সেটি পেজের নির্দিষ্ট স্থানে উক্ত OTP টি সাবমিট করার জন্য “Submit of Auth” অপশনে ক্লিক করতে হবে ।
  • সাবমিট ঠিকঠাক হয়ে গেলে আপনার PM Kisan e-KYC প্রক্রিয়াটি সম্পন্ন হজয়ে যাবে । 

CSC এর মাধ্যমে কিভাবে করবেন PM Kisan eKYC? 

CSC এর মাধ্যমে কিভাবে PM Kisan KYC কিভাবে Update করবেন তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো – 

  • CSC এর মাধ্যমে KYC Update করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে – https://pmkisan.gov.in/ এ । 
  • তারপর, হোমপেজ থেকে “CSC LOGIN” অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর সেখানে আপনাদের নির্দিষ্ট “User Id” এবং “Password” দিয়ে একটি ক্যাপচা কোড পূরণ করে Sign in করতে হবে ।
  • এবারে CSC Dashboard খুলে যাবে, সেখানে বিভিন্ন অপশন থেকে “Biometric Aadhar Authentication” অপশনে ক্লিক করতে হবে ।
  • এবারে KYC Update করার জন্য নতুন একটি পেজ খুলে যাবে ।
  • এই পেজে প্রথমে “Aadhaar Number” ইনপুট করতে হবে এবং সাথে একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে ।
  • এরপরে ‘Search‘ অপশনে ক্লিক করলে একটি “Mobile Number” দিতে হবে ।
  • এখানে আবেদনকারীর নিজস্ব Mobile Number যা PM Kisan প্রকল্পের সাথে আগে থেকে রেজিস্টার করা রয়েছে তা প্রদান করতে হবে এবং “Get OTP” অপশনে ক্লিক করতে হবে ।
  • তারপরে মোবাইল নম্বরে একটি “OTP” আসবে, উক্ত OTP টি পোর্টালে নির্দিষ্ট অপশনে সাবমিট করার জন্য করতে হবে এবং “Submit OTP” বাটনে ক্লিক করতে হবে ।
  • এরপরে বায়োমেট্রিক ডিটেলস অর্থাৎ আবেদনকারীর আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য আপনার কাছে যে Fingerprint Device রয়েছে সেই অপশন অর্থাৎ Morpho, Mantra এবং Startek ইত্যাদি অপশনে ক্লিক করতে হবে । 
  • আপনার Device এর লাইট জ্বলে উঠলেই আবেদনকারীর আঙ্গুলের ছাপ নিতে হবে । 
  • এরপরে KYC Successfully হয়ে গেলে 15 টাকা CSC চার্জ প্রদান করতে হবে, তবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে ।

FAQ:-

PM Kisan e-KYC Update করার Last Date কি?

ANS:- 31/05/2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *