সামাজিক মুক্তি প্রকল্প | Samajik Mukti Scheme | Bina Mulya Samajik Suraksha Yojana | West Bengal Scheme
পশ্চিমবঙ্গের শ্রমিক ও পরিবহন ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের কোনো অভাব নেই। সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হওয়া সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ছবিটা কোন সুযোগ সুবিধা পায় না। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া Samajik Mukti Scheme বা Bina Mulya Samajik Suraksha Yojana ০১.০৪.২০১৭ থেকে সামাজিক সুরক্ষা, ২০১৮ সমগ্র পশ্চিমবঙ্গে চালু করা করেছিলেন।
এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমগ্র অসংগঠিত শ্রমিকদের সরকারি বিভিন্ন স্টক সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের আওতায় এক বই তৈরি করা হবে যার মাধ্যমে ভবিষ্যতে সেই শ্রমিকরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প খুব সহজেই পেতে পারে তাই বলা বাহুল্য যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সামাজিক মুক্তি প্রকল্প কী? (What is Samajik Mukti Scheme ?)
সামাজিক মুক্তি প্রকল্প হল পশ্চিমবঙ্গের শ্রমিকদের সুরক্ষার জন্য আর্থিক সাহার্য্য। সামাজিক সুরক্ষা যোজনা ফলে সন্তানদের পাড়াশুনার টাকা, চিকিৎসার জন্য সাহার্য্য, হেল্থ ইন্সুরেন্স ও আধুনিক কাজের প্রশিক্ষণের শুব্যবস্থা। সামাজিক সুরক্ষা যোজনা আবেদন পদ্ধতি, সুবিধা যোগ্যতা সম্পর্কে জানুন।
এই সামাজিক মুক্তি প্রকল্প এর মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারী সুবিধা পেয়ে থাকে ও তাদেরকে সন্তানদের পড়াশুনার জন্য সরকারী সাহার্য্য দেওয়া হয়।
সামাজিক মুক্তি প্রকল্প সূচনার উদ্দেশ্য কি? (Objective of Samajik Mukti Scheme):-
- উপভোক্তা এবং অথবা তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বিকল্প অর্থনৈতিক কাজ কারবার, মূলত স্বনিযুক্তিতে সমর্থ হয়। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভলপমেন্ট থেকে বিনা খরচে তারা এই প্রশিক্ষণ পেতে পারে।
- নথিভূক্ত শ্রমিকের সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে। একাদশ শ্রেণিতে পাঠরত ৪ হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে পাঠরত ৫ হাজার টাকা আই টি আই প্রশিক্ষণরত বাৎসরিক ৬ হাজার টাকা দেওয়া হবে |
- স্নাতক স্তরে পাঠরত (কলা/বিজ্ঞান/বাণিজ্য) বাৎসরিক ৬ হাজার টাকা স্নাতকোত্তর স্তরে পাঠারত ও পলিটেকনিক পাঠরত বাৎসরিক ১০ হাজার হাজার টাকা, ডাক্তারি/ইঞ্জিনিয়ারিং পাঠরত বাৎসরিক ৩০ হাজার হাজার টাকা তাদের দুটি কন্যা সন্তান এর স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেক কে ২৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এই সুবিধা ওই কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে|
- প্রতিদিন অধিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হবে। মৃত্যু ও শারীরিক অসমর্থ্যতা:মৃত্যু: দুর্ঘটনার কারণে মৃত্যু হলে দুই লক্ষ টাকা প্রদান। স্বাভাবিক মৃত্যুকে ৫০ হাজার টাকা প্রদান শারীরিক অসমর্থ্যতা: উপভোক্তার ন্যূনতম ৪০ শতাংশ শারীরিক অসমর্থতা থাকলে ৫০ হাজার টাকা প্রদান।
সামাজিক মুক্তি প্রকল্পের সুবিধা কি? (Benefits of Samajik Mukti Scheme):-
- নির্মাণ শ্রমিকদের জন্য সামাজিক মুক্তি প্রকল্প, ভবন, সড়কপথ, রেল, ট্রাম লাইন, বিমানবন্দর, সেচ নিকাশি, বন্যা নিয়ন্ত্রণ, বিজলী ও জল সরবরাহ ব্যবস্থা, টেলিভিশন এবং টেলিফোন টাওয়ার নির্মাণ ও তার লাগানো, জলাশয়, জলাধার ও সুড়ঙ্গ বানানো, পাইপ লাইন, তেল ও গ্যাস সংস্থাপন ইত্যাদি কাজে নির্মাণ ও মেরামতি, রক্ষণাবেক্ষণ এমনকী ভাঙার কাজ করছেন তাঁরা নির্মাণ কর্মী হিসাবে গণ্য হবেন ও এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন।
- পরিবহণ শ্রমিকদের জন্য সামাজিক মুক্তি প্রকল্প 2010 বাণিজ্যিক কারণে ব্যবহৃত যানবাহন যথা বাস, ট্যাক্সি, লাক্সারি ট্যাক্সি, হাল্কা বাণিজ্যিক যানাহন, ভ্যান, অটোরিক্সা, টেম্পো, লরি, ট্রাক প্রভৃতির সঙ্গে যুক্ত শ্রমিকগণ এই প্রকল্প অনুযায়ী পরিবহণ শ্রমিক।
- বিড়ি শ্রমিকদের জন্য এই প্রকল্পের অধীনে তিন ধরনের সুবিধার ব্যবস্থা আছে। বিড়ি শ্রমিকদের গৃহে বিদ্যুৎ সংযোগের জন্য অনুদান। বিড়ি শ্রমিকদের গৃহনির্মাণের জন্য অনুদান। পরিকাঠামো উন্নয়নের জন্য অনুদান।
সামাজিক মুক্তি প্রকল্পের যোগ্যতা (Eligibility for Applying Samajik Mukti Scheme):-
এটি শ্রম দপ্তর দ্বারা প্রজ্ঞাপিত অসংগঠিত শিল্প ও অনিযুক্ত পেশার অনুমোদিত তালিকার প্রত্যেক যোগ্য অসংগঠিত শ্রমিক এর ক্ষেত্রে প্রযোজ্য। সদস্য হতে ইচ্ছুক অসংগঠিত শ্রমিকদের পশ্চিমবঙ্গে বাস করতে হবে বয়স 18 থেকে 60 হতে হবে এবং পারিবারিক উপার্জন মাসে 65 হাজার টাকার বেশি হওয়া চলবে না।নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের ঊর্ধ্বসীমা নেই।
সামাজিক মুক্তি প্রকল্পে আবেদনের জন্য Important Documents:-
- চার কপি পাসপোর্ট মাপের ছবি |
- বয়সের প্রমাণপত্র হিসাবে কোনও শংসাপত্র অথবা ভোটার পরিচয়পত্র/রেশন কার্ডের প্রত্যায়িত নকল।
- ২০ টাকা রেজিস্ট্রেশন ফি ও মাসে ২০ টাকা হারে তিন মাস অগ্রিম চাঁদা।
FAQ:-
1. Samajik Mukti Scheme এর সূচনা কবে হয়েছে?
ANS:- 01/04/2017
2. Samajik Mukti Scheme Official Website কোনটি?
ANS:- https://bmssy.wblabour.gov.in/