PM Kisan Samman Nidhi

PM Kisan Samman Nidhi (2021) এর জন্য Application ও Status কেমন করে Check করবেন

স্বাধীনতার পূর্ব কাল থেকেই ভারত বর্ষ এক কৃষিপ্রধান অর্থনীতি যা স্বাধীনতার পরও পরিবর্তন হয়নি । কৃষকরা দেশ গঠনের এক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ করা হলেও তারা স্বাধীনতার পরও সঠিক সুযোগ সুবিধা পায়নি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে থাকে।  কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন সময় কৃষকের সমস্যা সমাধানের উদ্দেশ্যে এনেছে বেশ কিছু প্রকল্প । কেন্দ্র সরকার কর্তৃক এমনই এক প্রকল্পের নাম PM Kisan Samman Nidhi  । আজকে আমরা PM Kisan Samman Nidhi যোজনা সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি।

PM Kisan Samman Nidhi 2021 কী ?

1 , February,2019 এর Union Budget এ অর্থমন্ত্রী Piyush Goyel মূলত গরিব শ্রেণীর কৃষকদের স্বার্থে PM Kisan Samman Nidhi যোজনা শুরু করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তৎকালীন সময়ে এই যোজনা জন্য 75,000 কোটি টাকা বরাদ্দ করা হয় এবং সঙ্গে এও জানানো হয় যে ভবিষ্যতে বরাদ্দকৃত টাকার পরিমাণ বাড়ানো হবে যেন সমস্ত কৃষকরা এই প্রকল্পের সুবিধা ভালোভাবে নিতে পারেন।

ভারতবর্ষের সমস্ত কৃষকদের আর্থিক অবস্থা যাচাই করলে মূলত তিন ধরনের কৃষক সম্প্রদায় দেখতে পাওয়া যায় । 1) ধনী,2) মধ্যবিত্ত ও 3) গরীব। প্রসঙ্গত দেশের অধিকাংশ কৃষক তৃতীয় শ্রেণীর অন্তর্গত। এই শ্রেণীর কৃষকদের কাছে না রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা, না রয়েছে অন্যান্য কোনো রকমের সুবিধা । যে কারণে এই ধরনের কৃষকদের পড়তে হয় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় । এই শ্রেনীর কৃষকদের স্বার্থে PM Modi 01/12/2018 তে সূচনা করেন PM Kisan Samman Nidhi যোজনা।

PM Kisan Samman Nidhi শুরু করার উদ্দেশ্য কি?

  • গরীব শ্রেনীর কৃষকদের স্বার্থে PM Modi 01/12/2018 তে সূচনা করেন PM Kisan Samman Nidhi যোজনা।অর্থনৈতিকভাবে দেশের ক্ষুদ্র চাষীদের অর্থ দানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এই যোজনার মূল লক্ষ্য।
  • সমস্ত কৃষকের সরকারি ডকুমেন্ট এর Digitalization। ভারতবর্ষে এখনো অনেক কিছু কাছে তাদের পক্ষে কাগজপত্র মেনটেন করা একদমই সম্ভব নয় যার প্রভাব পড়ে প্রশাসনিক ক্ষেত্রে। সঠিক ডিটেলস এর অভাবে অনেক ক্ষেত্রেই অনেক প্রকল্প ভেস্তে যায় সরকারের এই সমস্যা এড়িয়ে চলার উদ্দেশ্যেই PM Kisan Samman Nidhi শুরু করা হয়েছে।
  • PM Kisan Samman Nidhi মাধ্যমে টাকা কৃষকদের একাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করা হয়ে থাকে এর জন্য Middle man বা দালাল এর ভূমিকা অনেকাংশে কমানো সম্ভব হবে, যা কৃষকদের সরাসরি উপকার করবে।

কারা PM Kisan Samman Nidhi 2021 এর জন্য আবেদন করতে পারবেন ?

ভারতবর্ষের সমস্ত কৃষকদের আর্থিক অবস্থা যাচাই করলে মূলত তিন ধরনের কৃষক সম্প্রদায় দেখতে পাওয়া যায় । 1) ধনী,2) মধ্যবিত্ত ও 3) গরীব। প্রসঙ্গত দেশের অধিকাংশ কৃষক তৃতীয় শ্রেণীর অন্তর্গত। এই শ্রেণীর কৃষকদের কাছে না রয়েছে অর্থনৈতিক স্বাধীনতা, না রয়েছে অন্যান্য কোনো রকমের সুবিধা । যে কারণে এই ধরনের কৃষকদের পড়তে হয় বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায়। 2019 এর Survey এ তথ্য অনুসারে 12.56 কোটি কৃষক এই PM Kisan Samman Nidhi এর মাধ্যমে লাভবান হবেন।

**মনে রাখবেন ভূমিহীন কৃষক কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কোন প্রকারের সাহায্য পাবেন না। ভূমিহীন কৃষকদের জন্য রয়েছে MNREGA স্কিম যার সম্পর্কে আমরা ভবিষ্যতে আলোচনা করব।

কত টাকা দেওয়া হবে কৃষকদের PM Kisan Samman Nidhi এর মাধ্যমে ?

দেশে প্রায় অর্ধেক জনসংখ্যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি কাজের সঙ্গে যুক্ত। এত বেশি সংখ্যক জনসংখ্যা কৃষি কাজের সঙ্গে যুক্ত হওয়া সত্বেও কৃষকদের দৈন অবস্থা কথা আমাদের কারও অজানা নয়। প্রকল্পের জন্য ঘোষণার সময় আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক কৃষক প্রতিমাসে 500 টাকা হিসাবে বছরে মোট 6000 টাকা অনুদান পাবেন। আশা করা যায় সামনে কয়েক বছরের মধ্যেই অ্যামাউন্ট অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে । বছরে তিনবার 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা প্রদান করা হবে কৃষকদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে।

কারা কারা PM Kisan Samman Nidhi যোজনার জন্য আবেদন করতে পারবেন না –

  • যেসব কৃষক সরকারি চাকরি করছেন।
  • যারা নিয়মিত Income Tax প্রদান করেন।
  • যারা পেনশন পেয়ে থাকেন তারা এই যোজনার কোন সুবিধা পাবেন না।
  • MLA বা কাউন্সিলের সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না।
  • জেলা পঞ্চায়েতের সদস্য হলে সেই কৃষক এই যোজনার জন্য আবেদন করতে পারবেন না।

Application Process PM Kisan Samman Nidhi এর ?

  • প্রথম ধাপ হিসাবে, অফিসিয়াল PM কিষাণ পোর্টাল অর্থাৎ pmkisan.gov.in এ যেতে হবে ।
  • হোমপেজ থেকে, Farmars Corner এ যান ।
  • ক্লিক করুন New Registration এ ।

  • নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে।
  • সেখানে আপনাকে আধার নম্বর, ক্যাপচা কোড লিখতে বলা হবে এবং তারপর আপনার রাজ্য নির্বাচন করুন।

  • প্রধানমন্ত্রী কিষাণ নিবন্ধনের বিশদ বিবরণ ভালো ভাবে পড়ে নিন একবার ।
  • সমস্ত বিবরণ পূরণ করার পরে, Search বোতামে ক্লিক করুন।
  • নতুন পেজ এ আপনাকে প্রয়োজনীয় সমস্ত তথ্য প্রদান করতে হবে
  • সব ডিটেলস যথাযথ ভাবে প্রদান করা হলে ক্লিক করুন বোতামে ।
  • এখনআপনার ব্যাঙ্কের বিবরণ লিখতে হবে ,পরবর্তী তে টাকা এই একাউন্ট এই পাঠানো হবে ।
  • ব্যাঙ্কের বিবরণ জমা দিন এবং এখন কর্মকর্তারা আপনার আবেদন পর্যালোচনা করার জন্য অপেক্ষা করুন।

কেমন করে PM Kisan Samman Nidhi Application Status Check করবেন ?

আপনার আবেদনের স্থিতি যাচাই করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে ।

  • .PM-KISAN- এর অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in – এ যান।
  • এখন কৃষকের বিভাগ থেকে, Kisan Beneficiary Status লিঙ্কে ক্লিক করুন।

  • পরবর্তী ধাপে আপনার রাজ্য , জেলা, সাব ডিসটিক, ব্লক এবং গ্রাম বাছাই করুন

  • এখন Get Report বাটনে ক্লিক করুন এবং আপনি আপনার এলাকার সুবিধাভোগীদের তালিকা দেখতে পাবেন।

কিভাবে প্রস্তুত করা হয় PM Kisan Samman Nidhi এর Beneficiary List ?

  • রাজ্য সরকার এই প্রকল্পের জন্য যোগ্য কৃষকদের ডাটাবেস প্রস্তুত করে থাকে।
  • কৃষক যোগ্য কিনা তা চিহ্নিত করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের।
  • আবেদনকারীকে Self Declaration form Submit করতে হয় , যার মাধ্যমে আপনাকে অঙ্গীকারও স্বীকার করতে হয় ।
  • উপভোক্তা দের যোগ্যতা যাচাইয়ের জন্য Self Declaration form এর অঙ্গীকার ব্যবহার করা হয়ে থাকে
  • রাজ্য সরকার তাদের জমির রেকর্ডে জমির মালিকানা নিশ্চিত করবে।
  • তারপর যোগ্য উপকারভোগীদের তালিকা pmkisan.gov.in এ গ্রাম পর্যায়ে প্রকাশ করবে ।
  • এরপর রাজ্য সরকার PM কৃষক পোর্টালে যোগ্য কৃষকদের তালিকা আপলোড করা হয় যাদের নাম এই লিস্ট এ থাকবে তারা এর মাধ্যমে টাকা পাবেন ।

FAQ :-

  1. PM Kisan Status কোন Website এর মাধ্যমে  জানতে পারবেন ?

ANS :- https://pmkisan.gov.in/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *