Digital Health ID Card Apply Online

Digital Health Id এর জন্য কেমন করে আবেদন করবেন ?

ভারতের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে হতে চলেছে আমূল পরিবর্তন। ভারতবর্ষকে Digitally সংযুক্ত করার উদ্দেশ্যে National Health Authority শুরু করেছে Ayushman Bharat Digital Mission(ABDM) যার মূল লক্ষ্য দেশে স্বাস্থ্য ব্যবস্থার Eco System গড়ে তোলা । স্বাস্থ্য ব্যবস্থার একটি যুগান্তকারী পদক্ষেপ Digital Health ID এর সূচনা।

Digital Health ID কি?

74 তম স্বাধীনতা দিবসে সোমবার ,15 আগস্ট এই মিশনের অন্তর্গত একটি উচ্চাকাঙ্ক্ষী National Digital Health ID Card চালু করার কথা ঘোষণা করে সন্মানীয় প্রধানমন্ত্রী মোদী জি স্বাধীনতা দিবস এ । Arogya Manthan 3.0 হিসাবে Ayushman Bharat Digital Mission(ABDM) এই Health ID এর জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে healthid.ndhm.gov.in ওয়েবসাইটে। Digital Health ID এর সুবিধা-অসুবিধা গুরুত্ব সব আজ আমরা আজ জানতে চলেছি।

Digital Health ID সূচনার উদ্দেশ্য কি?

প্রাথমিকভাবে ভারতের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন এই পদক্ষেপ গ্রহণের মূল উদ্দেশ্য। 27 September সম্মানীয় প্রধানমন্ত্রী মোদি জি Ayushman Bharat Digital Mission এ সূচনা করেন এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে। লক্ষ লক্ষ হাসপাতালকে সংযুক্ত করে চিকিৎসা ব্যবস্থা সমস্ত পদ্ধতিকে ডিজিটালাইজেশনে করা এর পদক্ষেপ গ্রহণের মূল লক্ষ্য। এর মাধ্যমে সমস্ত ভারতবাসীর হেলথ রিপোর্ট একটি নির্দিষ্ট পোর্টাল এ সংরক্ষিত রাখা হবে।

Digital Health ID এর সুবিধা ( Benifits):-

এখনও পর্যন্ত Digital Health ID এর সাহায্যে কোনো রকম এর আর্থিক সাহায্য প্রদানের কথা বলা হয়নি । Digital Health ID এর সূচনা আসলে ভারতবাসী এবং সরকার উভয়ের স্বার্থের সূচনা করা হয়েছে।

  • প্রায়ই গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যায় যার কারণে আমরা ডাক্তার বাবু কে সঠিক ইনফরমেশন প্রদান করতে ব্যর্থ হই এই Digital Health ID এর মাধ্যমে আপনি আপনার সমস্ত বিবরণ খুব সহজেই স্বাস্থ্যসেবা পরিষেবারঅফিসার বা ডাক্তার দেখাতে পারবেন।
  • মেডিকেল রেকর্ড ,খরচের বিবরণ , সাস্ত পরিচয় পত্র সবকিছুই আপনি এই Digital Health ID এর মাধ্যমে পেয়ে যাবেন।
  • আপনার চিকিৎসা সম্বন্ধিত সমস্ত পরীক্ষার Report আপনার Digital Health ID তে পেয়ে যাবেন । কোন পেশাদার হাসপাতাল বা ডাক্তারের কাছে গেলে শুধুমাত্র লিংক শেয়ারের মাধ্যমে আপনি আপনার সমস্ত Medical HistoryDetail ডাক্তার বাবুকে প্রদান করতে পারবেন এক মুহূর্তের মধ্যে।
  • আপনার Digital Health ID এর সামগ্রিক তথ্য আপডেটের জন্য বা প্রয়োজনের মেডিকেল রেকর্ড ট্যাক্সেস এর জন্য আপনি অস্থায়ীভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস স্বাস্থ্যকর্মী/ ডাক্তার কেউ প্রদান করতে পারবেন।
  • প্রয়োজনে আপনি নমিনি ও নির্ধারিত করতে পারবেন যে প্রয়োজনে আপনার Digital Health ID অ্যাকসেস করতে পারবে।
  • 14 সংখ্যার ইউনিক ID Number সম্পূর্ণ ভারতের সব স্বাস্থ্য ক্ষেত্রে (Privet/ Government Hospital, Nursing Home অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে গ্রহণ করা হবে যা সম্পূর্ণ ভারতে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সমতার সূচনা করবে।
  • Covid Centre এও এই Digital Health ID গ্রহণ করা হচ্ছে।

Digital Health ID শুরু করায় সরকারের সুবিধা  :- 

এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে কোন সঠিক ডাটা নেই ভারতবাসীর Medical সমন্ধিত । এর কারণেই ভারতের প্রত্যন্ত অঞ্চলে এখনো স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হতে পারেনি। এই সমস্যা Digital Health ID সম্পূর্ণরূপে পূরণ করবে। ভবিষ্যতের কোনো সরকারি সাহায্য শুধু মাত্র এই Health ID এর মাধ্যমেই প্রদান করতে পারবে Card Holder কে । সম্পূর্ণ ভারতের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন সহ এই পদক্ষেপ ভারত সরকার কে ভবিষ্যতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করবে।

Digital Health ID Registration Process :-

নিজের স্মার্টফোন থেকেই NDHM Health Record App এর মাধ্যমে আপনি আপনার Digital Health ID তৈরি করতে পারবেন। নিম্নে উল্লেখিত পদক্ষেপগুলি মাধ্যমে আপনি সহজেই আপনার Digital Health ID তৈরি করতে পারবেন।

  • NDHM Health Records এর জন্য অ্যাপটি ডাউনলোড করুন।
  • এখন রেজিস্টার এ ক্লিক করুন এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।
  • এখন, আপনার কাছে দুটি বিকল্প আছে: একটি মোবাইল নম্বর বা একটি আধার কার্ড দিয়ে নিবন্ধন করুন।
  • Aadhaar Card লিঙ্কে ক্লিক করুন এবং প্রয়োজনীয় বিবরণ লিখুন।
  • আপনার নিবন্ধিত মোবাইল ফোন নম্বর একটি OTP যাবে সেটি প্রদান করুন ।
  • একবার Health ID  তৈরি হয়ে গেলে, আপনাকে এবার একটি Username তৈরী করতে হবে ।
  • আপনার পরিচয় ভেরিফাইয়ের জন্য প্রমাণপত্র হিসেবে আপনাকে কিছু ডকুমেন্ট প্রদান করতে হবে।
  • ডিজিটাল স্বাস্থ্য কার্ডের জন্য একটি Password তৈরি করুন।
  • একবার এটি সম্পন্ন হলে, আপনি আপনার Digital Health ID  পাবেন।
  • পরবর্তীকালে আপনার Digital Health ID ব্যবহারের জন্য পছন্দ করা Password মনে রাখবেন যার মাধ্যমে আপনি পরবর্তীকালে আপনার Digital Health ID  ব্যবহার করতে পারবেন।

Important Documents Digital Health ID Registration এর জন্য:-

  • Aadhar Card
  • Mobile Number
  • Residential Certificate
  • Health Report

Digital Health ID Registration কি Safe ?

হ্যাঁ একদম। কোন অ্যাডিশনাল ইনফর্মেশন Health ID Registration এর জন্যে নেওয়া হয় না। Card Holder সহ Medical Institution এর ডিটেলস শুধুমাত্র থাকবে যা খুবই স্বাভাবিক। সমস্ত ইউজারের ডাটা এনক্রিপশন থাকবে তাই এই ডাটা ক্র্যাক করা অসম্ভব।

Addition Information Digital Health ID এর সমন্ধে:-

  • শুধুমাত্র মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি আপনার Digital Health ID অ্যাকসেস করতে পারবেন।
  • যেকোনো সময় Digital Health ID Holder চাইলেই নিজের Medical Record সহ Digital Health ID সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবেন।
  • Digital Health ID এর ব্যবহার আপাতত আবশ্যিক নয় , এই ID এর ব্যবহার করবেন কিনা তা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার নিজের ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *