pm kisan new registration process

আর মাত্র কয়েকদিন, শেষ হতে চলেছে PM Kisan এর New Registration ,জানুন নতুন Registration Process

সমগ্র ভারতবর্ষের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পুনরায় শুরু হয়ে গেছে PM Kisan এর New Registration 2021। প্রসঙ্গত বেশ কিছুকাল সময় পর্যন্ত PM Kisan এর New Registration এর প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ ছিল। যা গতকাল অর্থাৎ 18/10/2021 এ পুনরায় খুলে দেওয়া হয়েছে সমগ্র দেশের কৃষক ভাইদের জন্য। যারা যারা এখনো Registration করেননি তারা এখনই Official Site এর মাধ্যমে তাদের Registration সম্পন্ন করতে পারবেন।

আমরা আমাদের ওয়েবসাইটে আগেই আলোচনা করেছি PM Kisan এর সম্বন্ধে স্বাভাবিক তথ্যসমূহ । যদি আপনি এই সম্বন্ধে সঠিক তথ্য না জেনে থাকেন নিম্নে প্রদান করা হাইলাইট টেক্সট এ ক্লিক করুন।

PM Kisan Samman Nidhi (2021) এর জন্য Application ও Status কেমন করে Check করবেন

এবার নতুন Registration এর কিছু Process Change করা হয়েছে যা আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানার চেষ্টা করব। উল্লেখিত Step-by-Step Process এর মাধ্যমে খুব সহজেই আপনি আপনার Registration সম্পন্ন করতে পারবেন বাড়ি থেকে স্মার্টফোনের মাধ্যমে।

PM Kisan New Registration এর জন্য System Requirment:-

  • New Registration এর জন্য আপনি SmartphoneComputer বা Laptop এর সাহায্য নিতে পারবেন।
  • Server এ অসুবিধা থাকার কারণে Strong Internet Connection বাঞ্ছনীয় ।
  • Web Browser হিসাবে Google Chrome, Firefox ব্যবহার করতে পারবেন।
  • যদি Smartphone থেকে Registration করতে চান সে ক্ষেত্রে অবশ্যই Browser Desktop ModeOn করার পর ই Registration Process শুরু করুন।

উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার Registration সম্পন্ন করতে পারবেন।

PM Kisan New Registration Process ( 2021):-

  • System Requirements এ উল্লেখিত যেকোনো একটি Web BrowserPM Kisan এর Portal বা pmkisan.gov.in ওয়েব অ্যাড্রেস এ ক্লিক করুন।
  • আপনার সামনে New Registration নামের একটি Section ওপেন হবে, সেটিতে ক্লিক করুন।
  • Rural না Urban Farmers এর Registration আপনি করছেন সেটিতে ক্লিক করুন।
  • Adhaar Card No., Mobile Number,State ,OTP এবং Image Code টি যথাযথভাবে প্রদান করুন।
  • পরবর্তী Window তে Open হবে কৃষকের Personal Details ,Bank Account এর সম্বন্ধিত Details। (মনে রাখবেন Adhaar Card এ প্রদান করা ডিটেলস এবং এই ডিটেলস যেন এক হয়)।
  • এখন ক্লিক করুণ Submit for Aadhar Authentication এ।
  • এখন যথাযথভাবে প্রদান করুন আপনার জমির Dag,Area সম্বন্ধিত Details।
  • পরবর্তী ধাপে আপনাকে Upload করতে হবে জমির প্রমাণ সম্বন্ধিত কাগজ ,Aadhar CardBank Account Details ।(মনে রাখবেন সব ডকুমেন্টস থাইস যেন 100kb নিচে হয়)
  • এখন আপনাকে ক্লিক করতে হবে Self Declaration Form এ। চাইলে আপনি একবার Self Declaration Form টি পড়ে নিতে পারবেন। মনে রাখবেন এই Step টি কিন্তু আবশ্যক।
  • Self Declaration Form টি আপনার PM Kisan এর New Registration Process সম্পন্ন হয়েছে এখন অপেক্ষা করুন Verification এর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *