Ayushman Bharat Scheme

Ayushman Bharat Scheme কি ? কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ?

সমগ্র ভারতবর্ষে সর্বজনীন স্বাস্থ্য কভারেজ বা Universal Health Coverage (UHC) এর দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য জাতীয় স্বাস্থ্য নীতি (National Health Policy) 2017 – এর সুপারিশ অনুসারে আয়ুষ্মান ভারত প্রকল্পটি (Ayushman Bharat Scheme) চালু করা হয়েছে । এই উদ্যোগটি Sustainable Development Goals (SDGs) এবং “কাউকে পিছিয়ে না রাখা” – এই প্রতিশ্রুতি পূরণের জন্য গ্রহন করা হয়েছে । 

Ayushman Bharat হলো Sectoral এবং Segmented পদ্ধতি থেকে দূরে সরে একটি ব্যাপক প্রয়োজন ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রচেষ্টা । Ayushman Bharat স্কিমের লক্ষ্য হলো প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরে স্বাস্থ্যসেবা ব্যবস্থা, যেমন – Prevention, Promotion এবং Ambulatory Care কভার করে সামগ্রিকভাবে মোকাবেলা করার জন্য হস্তক্ষেপ গ্রহণ করা । 

Ayushman Bharat দুটি উপাদান নিয়ে গঠিত, যেগুলো হলো –

  • স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র (Health and Wellness Centres), যার সংক্ষিপ্ত নাম HWCs । 
  • প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Pradhan Mantri Jan Arogya Yojana), যার সংক্ষিপ্ত নাম PM-JAY । 

স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র (HWCs):-

2018 সালের February মাসে ভারত সরকার বিদ্যমান উপকেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে রূপান্তরিত করে 1,50,000 স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র (HWCs) তৈরির ঘোষণা করেছিল । এই কেন্দ্রগুলি মানুষের বাড়ির কাছাকাছি স্বাস্থ্যসেবা নিয়ে এসে ব্যাপক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা (Comprehensive Primary Health Care) প্রদান করে । HWCs মাতৃ ও শিশু উভয়ের স্বাস্থ্য পরিষেবা এবং অসংক্রামক রোগ সহ বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ডায়াগনস্টিক পরিষেবা কভার করে ।

স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলির মাধ্যমে তাদের এলাকার সমগ্র জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা চাহিদা, সম্প্রসারণ, সার্বজনীনতা এবং সম্প্রদায়ের কাছাকাছি সমতা বিস্তারের জন্য একটি বিস্তৃত পরিসরের পরিষেবা সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে । Ayushman Bharat Scheme এর দ্বারা স্বাস্থ্য প্রচার এবং প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছে যাতে ব্যক্তি এবং জনসমাজকে স্বাস্থ্যকর আচরণ চয়ন করতে এবং দীর্ঘস্থায়ী রোগ ও অসুস্থতার ঝুঁকি কমিয়ে মানুষকে সুস্থ রাখার দিকে মনোনিবেশ করা যায় । 

Pradhan Mantri Jan Arogya Yojana(PM-JAY): –

Ayushman Bharat – এর অধীনে দ্বিতীয় উপাদানটি হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) । ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি PM-JAY প্রকল্পটি গত 23rd September এ ঝাড়খণ্ডের রাঁচিতে চালু করেছিলেন ।  Ayushman Bharat PM-JAY হলো বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য নিশ্চয়তা প্রকল্প যার লক্ষ্য হলো রুগীর স্বাস্থ্য কভার প্রদান করা । 10.74 কোটিরও বেশি দরিদ্র ও দুর্বল পরিবার (প্রায় 50 কোটি উপকারভোগী) যা ভারতীয় জনসংখ্যার 40% নীচের অংশকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রতি পরিবারে 5 লক্ষ টাকার সুবিধা । Ayushman Bharat PM-JAY এর এই সুবিধা গ্রামীণ এবং শহুরে এলাকার অন্তর্ভুক্ত পরিবারগুলি যথাক্রমে Socio-Economic Caste Census (SECC) 2011 এর পেশাগত মানদণ্ডের উপর ভিত্তি করে পেয়ে থাকেন । 

PM-JAY নাম হওয়ার আগে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা যোজনা বা National Health Protection Scheme (NHPS) নামে পরিচিত ছিল । এটি তৎকালীন বিদ্যমান রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা (RSBY) কে অন্তর্ভুক্ত করে যা 2008 সালে চালু করা হয়েছিল । PM-JAY সম্পূর্ণরূপে সরকার দ্বারা অর্থায়ন করা হয় এবং বাস্তবায়নের খরচ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ভাগ করা হয় ।

PM-JAY এর প্রধান বৈশিষ্ট্য (Features ) ;- 

  • PM-JAY হলো বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা/ নিশ্চয়তা প্রকল্প যা সম্পূর্ণরূপে সরকারের অর্থায়নে পরিচালিত ।
  • এটি প্রতি পরিবারকে প্রতি বছরে 5 লক্ষ ভারতে সরকারী এবং বেসরকারী তালিকাভুক্ত হাসপাতালে মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের পরিচর্যা হাসপাতালে ভর্তির জন্য একটি কভার প্রদান করে ।
  • 10.74 কোটিরও বেশি দরিদ্র এবং দুর্বল অধিকারী পরিবার এই সুবিধাগুলির জন্য যোগ্য ৷ 
  • PM-JAY সুবিধাভোগীর জন্য স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিতে অর্থাৎ হাসপাতালে নগদহীন প্রবেশাধিকার প্রদান করে, ।
  •  এটি হাসপাতালে ভর্তির 3 দিন আগে থেকে এবং হাসপাতালে ভর্তির পরের 15 দিন পর্যন্ত ডায়াগনস্টিকস এবং ওষুধগুলির খরচ কভার করে ৷  
  • এখানে পরিবারের আকার, বয়স বা লিঙ্গের উপর কোনো সীমাবদ্ধতা নেই ।
  • সমস্ত পূর্ব-বিদ্যমান অবস্থা প্রথম দিন থেকে কভার করা হয় ।
  • এই স্কিমের সুবিধাগুলি সারা দেশে বহনযোগ্য । একজন সুবিধাভোগী নগদহীন চিকিৎসা পেতে ভারতে তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে যেতে পারেন ।
  •  পরিষেবার মধ্যে রয়েছে আনুমানিক 1,393 টি পদ্ধতি যা চিকিৎসার সাথে সম্পর্কিত সমস্ত খরচ বহন করে, যার মধ্যে রয়েছে ওষুধ, সরবরাহ, ডায়াগনস্টিক পরিষেবা, চিকিৎসকের ফি, রুম চার্জ, সার্জন চার্জ, OT এবং ICU চার্জ ইত্যাদি ।
  • সরকারি হাসপাতালগুলির মতো বেসরকারী হাসপাতালগুলিকেও সমানভাবে স্বাস্থ্যসেবা পরিষেবার জন্য খরচ প্রদান করা হয় এই Ayushman Bharat PM-JAY এর মাধ্যমে ।

Ayushman Bharat Scheme এর সুবিধা (Benefit): –

PM-JAY তালিকাভুক্ত মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের অবস্থার জন্য প্রতি যোগ্য পরিবারকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন কভার প্রদান করে । এই স্কিমের কভারের মধ্যে নিম্নলিখিত চিকিৎসার উপাদানগুলির জন্য হওয়া সমস্ত খরচ অন্তর্ভুক্ত রয়েছে ৷

  1. চিকিৎসা, পরীক্ষার এবং পরামর্শ; 
  2.  প্রাক-হাসপাতালে ভর্তি;
  3. ঔষধ এবং চিকিৎসা সামগ্রী;
  4. অ-নিবিড় এবং নিবিড় পরিচর্যা পরিষেবা;
  5. ডায়াগনস্টিক এবং ল্যাবরেটরি তদন্ত;
  6. চিকিৎসা ইমপ্লান্টেশন সেবা (যেখানে প্রয়োজন);
  7. আবাসন সুবিধা;
  8. খাদ্য সেবা;
  9. চিকিৎসার সময় বিভিন্ন জটিলতা;
  10. হাসপাতালে ভর্তির পর 15 দিন পর্যন্ত পরিষেবা । 

কারা কারা পাবেন Ayushman Bharat Scheme এর সুবিধা (Benefit)? 

গ্রামীণ এলাকায় বসবাসকারীদের জন্যঃ-  

গ্রামীন এলাকার মানুষজনদের এই স্কিমের সুবিধা প্রদানের জন্য কয়েকটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে যা D1 থেকে D7 রাখা হয়েছে । 

  1. যাদের কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদ সহ কেবল একটিমাত্র ঘর রয়েছে তারা D1 – এর আওতায় পড়বে ।  
  2. যাদের পরিবারে 16 থেকে 59 বছর বয়েসের মধ্যে কোনও প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তারা D2 – এর আওতায় পড়বে । 
  3. D3 – যাদের পরিবারে 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনও প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, তারা D3 – এর আওতায় পড়বে । 
  4. যেসমস্ত পরিবারে অক্ষম সদস্য এবং কোনও প্রাপ্ত বয়স্ক কর্মী সদস্য নেই, তারা D4 – এর আওতায় পড়বে । 
  5. ST/ SC সম্প্রদায়ের অন্তভুক্ত পরিবার D5 – এর আওতায় পড়বে । 
  6. যেসমস্ত ভূমিহীন পরিবারগুলি বিভিন্ন ধরনের শ্রম থেকে তাদের আয় উপার্জন করে, তারা D7- এর আওতায় পড়বে । 

শহর এলাকায় বসবাসকারীদের জন্যঃ-   

শহরাঞ্চলের নিম্নলিখিত 11 টি পেশাগত বিভাগের কর্মী Ayushman Bharat Scheme এর জন্য যোগ্য:

  1. আবর্জনা সংরহকারী (Ragpicker)
  2. ভিক্ষুক (Beggar)
  3. গৃহকর্মী (Domestic Workar)
  4. রাস্তার বিক্রেতা / মুচি / হকার / অন্যান্য পরিষেবা সরবরাহকারী ।
  5. নির্মাণকর্মী / রাজমিস্ত্রি / প্লাম্বার / ম্যাসন / শ্রমিক / চিত্রশিল্পী / ওয়েল্ডার / সিকিউরিটি গার্ড / কুলি । 
  6. ঝাড়ুদার / স্যানিটেশন কর্মী / মালি । 
  7. গৃহ-ভিত্তিক কর্মী / কারিগর / হস্তশিল্প কর্মী / দর্জি । 
  8. পরিবহন কর্মী / ড্রাইভার / কন্ডাক্টর এবং ভ্যান / রিকশা চালক । 
  9. বৈদ্যুতিক মিস্ত্রি / যান্ত্রিক / সংশ্লেষক / মেরামত কর্মী । 
  10. ধোবি / চৌকিদার । 
  11. দোকান কর্মী/ সহকারী এবং ছোট প্রতিষ্ঠানে পিয়ন/ হেলপার/ ডেলিভারি সহকারী/ পরিচারক/ ওয়েটার । 

Ayushman Bharat Scheme এর জন্য কিভাবে আবেদন করতে হবে ? 

1st স্টেপ:

Ayushman Bharat Scheme এর সরকারি ওয়েবসাইট https://pmjay.gov.in/ লগইন করে PM-JAY Scheme এর জন্য “I am Eligible” (আমি কি যোগ্য) উক্ত আইকনে ক্লিক করুন ।

2nd স্টেপ:

 আপনার পরিচয়ের প্রয়োজনীয় তথ্য বিশদে লিখুন এবং “OTP” উত্পন্ন করুন ।

3rd স্টেপ:

আপনার নিজের রাজ্যটি বাছুন । 

4th স্টেপ:

এরপর, আপনার নাম, মোবাইল নম্বর, রেশন কার্ড নম্বর প্রদান করুন ।

5th স্টেপ:

এই পর্যায়ে আপনি PM-JAY Scheme স্কিমের জন্য যোগ্য কিনা তা আপনি জানতে পারবেন । 

Ayushman Bharat Scheme এর জন্য প্রয়োজনীয় Documents: –

  1. পরিচয় এবং বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা প্যান কার্ড
  2. আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি এবং স্থায়ী ঠিকানার বিবরণ
  3. জাতির শংসাপত্র হিসেবে কাস্ট সার্টিফিকেট;
  4. বাৎসরিক বা মাসিক আয়ের শংসাপত্র হিসেবে ইনকাম সার্টিফিকেট
  5. সাথে আপনার বর্তমান পরিবারের স্থিতি উল্লেখকারী একটি ডকুমেন্ট । 

এই 5,00,000/- (পাঁচ লক্ষ টাকার) সুবিধাগুলি পরিবারের একজন বা সমস্ত সদস্য ব্যবহার করতে পারেন ৷ PM-JAY এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পরিবারের আকার বা সদস্যদের বয়সের কোন সীমা নেই । উপরন্তু, প্রাক-বিদ্যমান রোগগুলি প্রথম দিন থেকেই আচ্ছাদিত । এর মানে হলো যে, Ayushman Bharat PM-JAY এর আওতায় আসার আগে যে কোনও যোগ্য ব্যক্তি যে কোনও মেডিকেল কন্ডিশনে ভুগছেন, সেই দিন থেকেই এই স্কিমের আওতায় সেই সমস্ত মেডিকেল অবস্থার জন্য চিকিৎসা নিতে পারবেন ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *