Pathashree Abhijaan Scheme 2022 কী? Benefits ই বা কী পাবেন পথশ্রী অভিযান প্রকল্প এর মাধ্যমে জানুন বিস্তারিত!

Pathashree Abhijaan | পথশ্রী অভিযান প্রকল্প | Pathashree Abhijaan Scheme 2022

রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক রাস্তাগুলো মেরামতের জন্য দীর্ঘদিন সময় লাগে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘দিদিকে বলো’ কর্মসূচি তে অভিযোগ আসে। তারপর দিদির উত্তরবঙ্গ সফরকালে পথশ্রী অভিযান প্রকল্প ঘোষণা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা মেরামত করার কথা ঘোষনা করেন।

কর্মসূচি চলার সময় সেই সব রাস্তা সারানোর দাবি উঠেছিল। মুখ্যমন্ত্রীর দফতরের এক অফিসার সেই তালিকা পঞ্চায়েত দফতরে পাঠিয়ে রাস্তা সারাতে বলেছেন |  বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক কাজের মধ্যে পথশ্রী অভিযান একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম, শহর, পৌরসভা এলাকার ছোট ছোট রাস্তাগুলো জল জমা কিংবা বড় গাড়ি চলার কারণে খারাপ হয়ে পড়ে আছে।

পথশ্রী অভিযান প্রকল্প কি? ( What is Pathashree Abhijaan Scheme? )

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সঙ্গে যুক্ত কর্তাদের বক্তব্য,রাজ্যের ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা সারানো বা নতুন করে তৈরি করতে ‘পথশ্রী অভিযান’ নামে প্রকল্প শুরু হয়েছে। কিন্তু সেই প্রকল্পের জন্য অর্থ দফতর টাকা বরাদ্দ করেনি।এই উন্নয়নমূলক প্রকল্পে সাড়া দিয়ে গ্রাম এলাকায় রাস্তার উন্নয়ন হয়েছে, বিভিন্ন সুবিধা হয়েছে। পথশ্রী অভিযান প্রকল্প কি, উদ্দেশ্য, ও সুবিধা ইত্যাদি নিয়ে আজকের এই আর্টিকেল।

পথশ্রী অভিযানের উদ্দেশ্য ( Objective of Pathashree Abhijaan Scheme ):-

পথশ্রী অভিযান প্রকল্প হল রাজ্য থেকে জেলা স্তর এবং ব্লক স্তরের সমস্ত গ্রামীণ, শহর, পৌর এলাকার ছোট ছোট রাস্তাগুলোকে মেরামত করা বা পুনঃনির্মাণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা মেরামত করে যোগাযোগ মাধ্যমের সচ্ছলতা আনা হলো পথশ্রী প্রকল্পের প্রধান কাজ।

  • ‘পথশ্রী অভিযান’ প্রকল্প বিজ্ঞাপনে ‘রাজ্য সরকারি’ হলেও তার টাকা সবটাই আসছে কেন্দ্রীয় প্রকল্প থেকে। গ্রামীণ উন্নয়ন পরিকাঠামো প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ছাড়াও ১০০ দিনের কাজের প্রকল্পকেও ব্যবহার করা হচ্ছে রাস্তা সারানোর কাজে।

  • পথশ্রী অভিযানের উদ্দেশ্যরাজ্যে সাত হাজার রাস্তাকে চিহ্নিত করা।আপাতত রাজ্যে ১২ হাজার কিমি রাস্তার কাজ শুরু হয়ে গেছে।

  • রাজ্যের সমস্ত ছোট ছোট রাস্তাগুলোকে প্রকল্পের আওতায় নিয়ে এসে মেরামত করা। রাস্তাকে যত্নশীল করার লক্ষ্যে পথশ্রী প্রকল্পের সূচনা করা হয়েছে।

  • ২০২০-২১ বাজেট অধিবেশনে এই রাস্তা মেরামতির জন্য ৫৭৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়।

  • পথশ্রী অভিযানের সুবিধা পথশ্রী অভিযান প্রকল্প বাস্তবায়িত হলে গ্রাম শহর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রত্যেকের সুবিধা হবে এবং যোগাযোগ মাধ্যমে এক বিস্তর পরিবর্তন আসবে। যার ফলে মানুষের সময় বাঁচবে কাজের অগ্রগতি হবে।

পথশ্রী অভিযানের সুবিধা কী? ( Benefits of Pathashree Abhijaan Scheme):-

  • এ ছাড়া, ২০২০-২১ অর্থবর্ষে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রক্ষণাবেক্ষণ খাতে ৩৩৩টি ব্লকের জন্য ২৩০ কোটি টাকা দেওয়া হয়েছে। গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পেও কিছু টাকা দেওয়া হবে। বাকি টাকা ত্রিস্তর পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে।

  • কিছু মাস আগেই নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজ্যে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ছাঁটাই অব্যাহত থাকবে, ব্যয়সঙ্কোচ কায়েম থাকবে বছরভর। ফলে প্রশাসনের অন্দরে প্রশ্ন, তা হলে ‘পথশ্রী অভিযান’-এর টাকা আসছে কোথা থেকে?

  • পঞ্চায়েত কর্তাদের একাংশের মতে, প্রতি কিলোমিটার গ্রামীণ রাস্তা সারাই করতে খরচ গড়ে ১০ লক্ষ টাকা। ১২ হাজার কিমি রাস্তা সারাতে হলে ১২০০ কোটি টাকা লাগবে। আর গ্রামের ভিতরে কংক্রিটের রাস্তা তৈরি করতে হলে খরচ কিমি-পিছু ৩৫ লক্ষ টাকা। 

  • প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ৫ মিটার চওড়া রাস্তার জন্য খরচ হয় প্রতি কিমিতে ৮০ লক্ষ টাকা। ফলে সব মিলিয়ে ‘পথশ্রী অভিযান’ প্রকল্পে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা।

FAQ:-

1. Pathashree Abhijaan Scheme Lunch Date কি?

ANS:- 2020 সালের October মাসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *