Pathasathi Scheme

Pathasathi Scheme 2022 (পথসাথী প্রকল্প) কী? Benefits ই বা কী পাবেন জানুন বিস্তারিত!

পথসাথী প্রকল্প | Pathasathi Scheme  | Pathasathi Scheme Near Me | Pathasathi Scheme Online Booking | Pathasathi Hotel 

 Pathasathi Scheme টি পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বপ্নের প্রকল্প যা পথচারী মানুষদের কষ্ট লাঘব করতে চালু করা হয়েছে। কর্মরত মানুষদের বিশেষ করে মহিলাদের জন্য রাস্তার পাশে শৌচাগার না থাকলে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় সেই কষ্ট কিছুটা লাঘবের জন্য এই প্রকল্পটি চালু করা হয় ।

পথসাথী প্রকল্প কী ? (What is Pathasathi Scheme )

পথসাথী, প্রকল্পের কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। প্রথম পর্যায়ে রাজ্য জুড়ে ৩১ টি পান্থশালা গড়ে তোলার কথা। সূদুর ভ্রমণে যাওয়ার সময়ে কিছুক্ষনের জন্য ঘুরে আসতে পারেন সেই পান্থশালায়। থাকছে ওয়েটিংরুম, রাত্রিনিবাস থেকে রেস্তোরার সমস্ত আয়োজন। 2018 সালে রাজ্য সরকারের আবাসন দপ্তরের তত্ত্বাবধানে পথসাথী প্রকল্পের ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের অধীনে ব্যস্ত রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের ধারে একগুচ্ছ মোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে ২৩টি জেলার সবক’টিতেই গড়ে উঠেছে এই প্রকল্পটি। 

পথসাথী প্রকল্প সূচনার উদ্দেশ্য কী ? ( Objective of Pathasathi Scheme ):-

  • পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলাগুলিকে একসঙ্গে জুড়েছে ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক, স্টেট হাইওয়ে বা রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা। স্বল্পমূল্যে থাকা এবং খাওয়ার উদ্দেশ্যে নিয়ে রাজ্যের জাতীয় সড়কের পাশে তৈরি করা হছে পথসাথী। পথচারীদের কষ্ট লাঘব করাই হলো এই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য ।
  • গাড়ির দীর্ঘ পথ অতিক্রম করার সময় প্রকৃতির ডাক আমরা কেউই উপেক্ষা করতে পারি না। কখনও কখনও শৌচাগারের সমস্যা আমাদের মুশকিলে ফেলে দেয়। প্রয়োজন হলেও কাছে কোনো শৌচাগারের দেখা মেলে না; যদি ও বা দেখা মেলে তাও অপরিচ্ছন্নতার কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে । বিশেষত এই সমস্যার সম্মুখীন মহিলারা অধিক মাত্রায় হয়ে থাকে। বাংলার সড়কপথে এই রকম অসুবিধাজনক পরিস্থিতি কাটিয়ে তোলার উদ্দেশ্য নিয়েই রাজ্য সরকার পথসাথী প্রকল্পটি চালু করেন। 
  • দূরপাল্লার ভ্রমনে পথে শৌচালয়ের অভাব মিটবে, পরিচ্ছন্নতা বজায় থাকবে। পথচারীদের যাত্রাকালীন সবরকম সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্পের পরিকল্পনা করা হয়।
  • রাজ্য সরকারের প্রকল্প পথসাথী ও কর্মতীর্থ যেখানে যেখানে আছে সেখানে সরকারি বাস থামানো বাধ্যতামূলক করল রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য পরিবহণ দফতের অধীনে থাকা সমস্ত বাসকে পথসাথী ও কর্মতীর্থ রয়েছে এমন জায়গায় স্টপেজ দিতে হবে |
  • দূরের যাত্রিদের জন্য রাত কাটানোর ব্যবস্থা এবং পাশাপাশি স্বল্প খরচে আশ্রয় এবং আহারের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ই এই প্রকল্পের রূপায়ন করা হয়।

পথসাথী প্রকল্পের সুবিধা কী ? ( Benefits of Pathasathi Scheme ):-

এই মুহূর্তে আবাসন দপ্তরের তালিকায় ২৩টি জেলাতে ৬৫টি মোটেল চালু আছে যার সবক’টিই পরিচালনা করে থাকেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা । প্রকল্পটির আওতায় তৈরি মোটেলগুলিতে সুস্বাদু প্রাতরাশ এবং রাতের খাবার পাওয়া যায়।

  • পথসাথী প্রকল্পের মাধ্যমে পথের পাশে অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য শৌচাগার, রাত্রিবাসের ব্যবস্থা, প্রতিক্ষালয় এবং রেস্তোরাঁ সম্বলিত পথসাথী হোটেল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ প্রকল্পের মাধ্যমে। 
  • হাইওয়ের প্রতি ৫০ কিলোমিটার অন্তর গড়ে তোলা হবে পান্থশালা।সেখানে থাকবে পে অ্যান্ড ইউজ টয়লেট, ওয়েটিং রুম বা প্রতীক্ষালয়, রাত্রিনিবাস এবং রেস্তরাঁ।
  • রাজ্যের সমস্ত পথচারীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা। দূরের যাত্রিদের জন্য রাত কাটানোর ব্যবস্থা এবং পাশাপাশি এই প্রকল্পের অধীনে মিলবে স্বল্প খরচে আশ্রয় এবং একই ছাদের তলায় এলাহি আহার, রাতে থাকার ব্যবস্থা, শৌচাগার প্রভৃতির সুবিধাসমূহ। 
  • এই প্রকল্পটি পর্যটকদের আপ্যায়নের সুবন্দোবস্ত করার সাথে সাথে নারী ক্ষমতায়নের জন্যও এক সুদৃঢ় পদক্ষেপের উদাহরণ স্থাপন করেছে। দূরের যে কোনো পর্যাটকরা পথসাথী হোটেলে রাত কাটানোর বন্দোবস্ত করতে পারবে। এর ফলে পথচারীদের কষ্ট লাঘব হবে। 
  • পথসাথী প্রকল্পের অধীনে হোটেলগুলিতে পর্যাটকদের পরিষেবা প্রদান করার জন্য অনেক কর্মচারী নিয়োগ করা হচ্ছে যার মাধ্যমে অনেক বেকার মানুষ স্বনির্ভর হতে পারবে এবং এর কারণে কর্মসংস্থানের ও প্রভূত বৃদ্ধি ঘটবে। 
  • প্রত্যেকটি ‘পথের সাথী’ মোটেলেই পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা রয়েছে। থাকার ঘরেও পাওয়া যাবে শৌচাগার এবং ডাইনিংয়ের সুবিধা। বেশ কয়েকটিতে এসি ঘরও বর্তমান । 

Pathasathi Scheme টির সকন্ধে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:-

  • পশ্চিমবঙ্গের যে যে জেলাগুলিতে ‘পথসাথী’ তৈরি হচ্ছে, সেগুলি হল- আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুর।
  • প্রত্যেক জেলায় কোথায় কোথায় তৈরি হচ্ছে ‘পথসাথী’ পান্থশালা, কোন ‘পথসাথী’তে থাকছে কেমন ঘর, কাকেই বা যোগাযোগ করবেন, এক ঝলকে এবার তা দেখে নেওয়া যাক।নিম্নে প্রদান করা বিভাগ থেকে আপনারা জেনে নিতে পারবেন আপনার নিতকস্থ কোথায় কোথায় পথসাথী হোটেল রয়েছে ।

Pathasathi Scheme Hotel List:-

FAQ:-

Pathasathi Scheme এর সূচনা কবে হয়েছে?

ANS:- 2018 সালে

 Pathasathi Scheme Official Website কোনটি?

ANS:- https://www.wbhousing.gov.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *