নির্মল বাংলা প্রকল্প | Nirmol Bangla Scheme | Mission Nirmol Bangla | নির্মল বাংলা অভিযান
পশ্চিমবঙ্গে গ্রামবাংলার মানুষ উন্নয়নের এক নতুন স্বাদ পেয়েছে। পঞ্চায়েতের মাধ্যমে সরকার তাদের এই উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত করেছে। মিশন নির্মল বাংলা কর্মসূচীতে রাজ্য খুব ভালো কাজ করেছে এবং আন্তর্জাতিক স্তরেও যথেষ্ট প্রশংসা পেয়েছে।মিশন নির্মল বাংলা’ পশ্চিমবঙ্গ সরকারের একটি বৈপ্লবিক প্রকল্প যার লক্ষ্য রাজ্যকে ওপেন ডেফিকেশন ফ্রি করা এবং রাজ্য সরকার এক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছে।
সূচী
Nirmol Bangla Scheme কী ? (What is Nirmol Bangla Scheme?)
পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প শুধুমাত্র ভারতে নয় আন্তর্জাতিক স্তরেও খ্যাতি অর্জন করেছে। 2014-15 আর্থিক বর্ষে ‘নির্মল বাংলা’ স্বাস্থ্যবিধান কর্মসূচীতে ভারত সরকারের কাছ থেকে ‘দেশ সেরার’ শিরোপা জিতেছে পশ্চিমবঙ্গ। এই কর্মসূচীতে প্রায় ৮.৪৭ লক্ষ শৌচালয় নির্মাণ হয়েছে পশ্চিমবঙ্গে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।সারা দেশের পারিবারিক শৌচাগার নির্মাণের ক্ষেত্রে অগ্রগণ্য প্রথম চারটি জেলার মধ্যে তিনটি হল নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি ও বর্ধমান।নদিয়া দেশের মধ্যে প্রথম উন্মুক্ত শৌচবিহীন জেলা হিসেবে পুরস্কার অর্জন করেছে। ৩.৪৭ লক্ষেরও বেশি শৌচালয় নির্মাণ হয়েছে এই জেলায়।এক কথায় এই বলা যায় যে এই Scheme টি নিজের োলক্ষ্য পূরণে ব্যাপার তো ভূমিকা পালন করেছে।
Nirmol Bangla Scheme প্রদানের উদ্দেশ্য কি? (Objective of Nirmol Bangla Scheme):-
ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর মতো ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যেই শুরু হয় ‘মিশন নির্মল বাংলা’। রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও শৌচালয় গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে রাজ্য প্রশাসন। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই প্রকল্পের সাফল্য নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পটি প্রশংসিত হয়েছে বিশ্বমঞ্চে।
শহরে বসে সমাজের চিত্রটা যতই নানা রকম সুযোগ-সুবিধেয় থাকুক না কেন, গ্রামের সামাজিক চিত্রটা মোটেই সুখকর নয়। অন্তত কিছু বছর আগে পর্যন্তও তা ছিল না। কারণ, গ্রাম বাংলায় ন্যূনতম শৌচাগার বা স্বাস্থ্যবিধির সামান্য ব্যবস্থাটুকুও পাওয়া যেত না। কিন্তু ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের হাত ধরে বাংলা নির্মল হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। ভারত সরকারের ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর মতোই পশ্চিমবঙ্গ নিয়েছে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্প। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই প্রকল্পের সাফল্য নিয়ে আলোচনা হয়েছে এবং প্রশংসিতও হয়েছে বাংলা। সাড়া মিলেছে গ্রামাঞ্চলেও |
কারা কারা Nirmol Bangla Scheme এর সুবিধা নিতে পারবে ? (Eligibility of Nirmol Bangla Scheme):–
মূলত গ্রাম বাংলাকে নির্মল এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার উদ্দেশ্যে চালু হয়েছে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্প। তবে এর আওতায় এককালীন ১০০০০ টাকা ভাতা পাওয়ার জন্য সবাই উপযুক্ত নন। কে কে পেতে পারেন ভাতা, দেখে নেওয়া যাক।
- দারিদ্র সীমার নীচে থাকা সমস্ত পরিবারই এই প্রকল্পের অধীনে উৎসাহ ভাতা পাবে।
- তবে দারিদ্র সীমার উপরে থাকা বেশ কিছু পরিবারকেও রাজ্য সরকার ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের আওতায় ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে ক্ষেত্রে তপশিলি উপজাতি, তপশিলি জাতিভুক্ত পরিবার, প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র কৃষক পরিবার, ভূমিহীন শ্রমিক পরিবার পাবে ১০০০০ টাকা ভাতা।
Nirmol Bangla Scheme এর সুবিধা কি?(Benefits of Nirmol Bangla Scheme):-
‘মিশন নির্মল বাংলা’ প্রকম্পের ভাবনাকে বাস্তবায়িত করার জন্য দরকার ছিল সুপরিকল্পিত ভাবনা এবং বিশেষ কিছু কর্মসূচি। তার জন্য কী কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, এক নজরে সেটাই দেখে নেওয়ার পালা।
- গ্রামের প্রত্যেকটি বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচাগার তৈরি করা হবে এই ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের অধীনে।
- মিশন নির্মল বাংলা’ প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেকটি গ্রামে শৌচাগার তৈরি করা হবে। ফলে সমাজ হবে স্বচ্ছ এবং নির্মল। এবং স্বচ্ছ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
- এই প্রকল্পের অধীনে গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি করা হবে। ফলে পরিবারের প্রত্যেক সদস্য সেই শৌচাগার ব্যবহার করতে পারবেন। স্বাভাবিক ভাবেই শৌচের কাজের জন্য আর তাঁদের মাঠ-ঘাটের ওপর ভরসা করতে হবে না।
- শুধুই শৌচাগার তৈরি করা নয়, ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের আওতায় খেয়াল রাখা হবে যাতে গ্রামের সমস্ত মানুষ পানীয় জলের ন্যূনতম সুবিধেটুকু পান।
- যে সব স্থানে জনসমাগম বেশি হয়, সেখানে পথচারীদের এবং গৃহহীন, ভূমিহীন মানুষদের ব্যবহার করার জন্য জন্য শৌচাগার তৈরি করা হবে।
- রাজ্য সরকার ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের খাতে বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের জন্য ১০০০০ টাকা করে ভাতা হিসেবে দেওয়া হবে |
- শুধু শোউচাগার তোইরি করে দিলেই কাজ শেষ নয়। এর পাশাপাশি তরল এবং কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।
Nirmol Bangla Scheme টির সকন্ধে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:-
- উন্মুক্ত স্থানে মল-মূত্র বন্ধ করতে পারলে রোগমুক্ত জীবন পাওয়া সম্ভব, এ কথা সত্যি। বিদ্যালয়ে শৌচাগার না থাকার কারণে এক সময়ে ছাত্রীদের স্কুলে অনুপস্থিতির হার ছিল বেশি। এই ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের আওতায় গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি বিদ্যালয়ে শৌচাগার গড়ে তোলা হয়। ফলে মেয়েদের বিদ্যালয়ে অনুপস্থিতির হার অনেকাংশে হ্রাস পেয়েছে। শৌচাগার ব্যবহার করলেই কাজ মেটে না। এর সঙ্গে জড়িয়ে আছে ন্যূনতম শিক্ষা। শৌচাগার ব্যবহার করার পাশাপাশি আবর্জনা সঠিক স্থানে ফেলা, সাবান ব্যবহার করে হাত ধোয়া এবং সামাজিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ভালো অভ্যেস গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের আওতায় গ্রামের বাড়িতে বাড়িতে শৌচাগার তৈরি হওয়ায় উন্মুক্ত স্থানে মল-মূত্র ত্যাগ করার বদভ্যাস অনেকাংশেই বদলেছে। প্রতিটি শৌচাগার তৈরি করার জন্য সরকার ১২০০০ টাকা বরাদ্দ করেছে। তবে তার মধ্যে ২০০০ টাকা শৌচাগারের জল সংরক্ষণের জন্য ব্যবহার করতে হবে।
Nirmol Bangla Scheme এর জন্য কীভাবে আবেদন করা যাবে? (Nirmol Bangla Scheme Application Process):-
গ্রাম বাংলার প্রত্যেক জেলায়, ব্লক লেভেলে কাজ হচ্ছে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের বাস্তবায়নে। গ্রামের যে যে বাড়িতে শৌচাগার নেই, সেখানে শৌচালয় তৈরির জন্য আবেদন করতে হবে গ্রাম পঞ্চায়েতের কাছে। সেখান থেকেই বাকি ব্যবস্থাপনা হবে।
FAQ:-
ANS:- http://www.wbprd.gov.in/ ANS:- Online application সম্ভব নয় ANS:- 02/10/20221. Mission Nirmal Bangla Official Website কোনটি?
2. Mission Nirmal Bangla Online application করবেন কীভাবে?
3. Nirmol Bangla Scheme এর সূচনা কবে হয়েছে?