Madhaur Sneha Scheme

Madhaur Sneha Scheme 2022 | মধুর স্নেহ প্রকল্প কী? Benefits, Eligibility বা কি জানুন সমস্ত কিছু!

Madhaur Sneha Scheme | মধুর স্নেহ প্রকল্প | West Bengal Milk Bank 

পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই Scheme এর সূচনা করেনি এমন কিছু Scheme রয়েছে যা নবজাতকের সুবিধার্থে বাস্তবায়ন করা হয়েছে। এমনই একটি মানবিক Scheme হলো Madhaur Sneha Scheme। সদ্যোজাত শিশুদের দুধের ব্যবস্থার জন্য সূচনা করা হয়েছে এই Scheme।

Madhaur Sneha Scheme কী (What is Madhaur Sneha Scheme)?

সদ্যোজাত শিশুর ক্ষেত্রে দেখা যায় মাতৃদুগ্ধের অভাব। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যেসব শিশুর মায়েরা সরাসরি খাওয়াতে অক্ষম তারা এই Scheme এর মাধ্যমে  মাতৃদুগ্ধ পেতে পারে। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি 2013 সালের August মাসে SSKM Hospital এ পূর্ব ভারতের প্রথম এবং ভারতের সর্বোন্নত Human Milk Bank এর সূচনা করেন। প্রাথমিকভাবে এটি SSKM এ সূচনা করা হলেও বর্তমানে এটি উত্তর বঙ্গের বিভিন্ন জেলা যেমন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর বিস্তার লাভ করেছে।

Madhaur Sneha Scheme প্রদানের উদ্দেশ্য ও সুবিধা কী (What is the Objective and Benefits of Madhaur Sneha Scheme):-

  • যেসব শিশু সময়ের আগে জন্ম নেয়, বা খুব কম জন্মের ওজনের তাদের মাতৃ দুগ্ধ প্রদান করা হবে।
  • মাতৃহারা নবজাতক ও জাতিকাদের মাতৃদুগ্ধের ব্যবস্থা। 
  • যে সব মায়েরা তাদের শেষ হতে সরাসরি দুধ পান করাতে পারেন না তাদের শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের ব্যবস্থা করা। 

Madhaur Sneha Scheme এর জন্য কেমন করে আবেদন করবেন? (Madhaur Sneha Scheme Application Process) :-

যেসব অভিভাবকের নব জাতক/জাতিকার মাতৃদুগ্ধের প্রয়োজন পড়বে জেলা হাসপাতালে যোগাযোগ করে খুব সহজেই সমাধান পেতে পারে। 

FAQ:-

1. কবে থেকে শুরু হয়েছে Madhaur Sneha Scheme?

ANS:- 2013 সালের August মাসে।

2. সব নবজাতক বা জাতিকার অভিভাবক কি এই Scheme এর লাভ পেতে পারে?

ANS:- হ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *