লোকপ্রসার প্রকল্প | Lokprasar Prakalpa | Lokprasar Prakalpa Application Form PDF | Lokprasar Prakalpa Online Application | Lokprasar Prakalpa Lunch Date | শিল্পী ভাতা |Shilpi Bhata |Shilpi Bhata Form West Benagl PDF Download
প্রত্যেক পশ্চিমবঙ্গ বাসীর কাছে গর্ব বাংলার শিল্প ও সংস্কৃতি । প্রাচীনকাল থেকেই এই শিল্প সংস্কৃতি বঙ্গবাসীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গবাসীর জীবনধারণের অনেকটাই পরিবর্তন হয়েছে । ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পেয়েছে আমাদের জীবন থেকে শিল্প-সংস্কৃতি তথা লোকশিল্পের গুরুত্ব। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলার লোকশিল্পীদের ওপর। বাংলা লোকশিল্পীদের এই দৈন্যদশার প্রথম মাথায় রেখে রাজ্য সরকার নিয়ে এসেছে Lokprasar Prakalpa বা লোকপ্রসার প্রকল্প। আপনি যদি কোনো লোকশিল্পী হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই আর্টিকেল টি পরে নিন জানার জন্য কেমন করে আপনি রাজ্য সরকার এই নতুন Scheme এর লাভ নিতে পারবেন।
সূচী
Lokprasar Prakalpa কী (What is Lokprasar Prakalpa)?
আমাদের রাজ্যের সকল লোকশিল্পীদের ক্ষয়িষ্ণু অবস্থার কথা মাথায় রেখে তাদের আর্থিক সাহায্য প্রদান এবং রাজ্যে লোকশিল্পীদের তাদের সম্মান জানানো এবং পুনরায় লোকশিল্প এর পুনর্জাগরণ এর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় Department of Information & Cultural Affairs এর মাধ্যমে এই Scheme এর সূচনা করা হয়েছিলো 2016 সালে।
Lokprasar Prakalpa প্রদানের উদ্দেশ্য কী (Objective of Lokprasar Prakalpa):-
- লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে তাদের মর্যাদা প্রদান করা।
- বাংলার ঐতিহ্যবাহী লোক শিল্প কে সমুন্নত রাখা।
- বিলুপ্ত প্রায় লোক শিল্প ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা।
- লোক সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন।
কারা আবেদন করতে পারবে Lokprasar Prakalpa এর জন্য (Eligibility of Lokprasar Prakalpa):–
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 60 এর মধ্যে।
- আলংকারিকে অবশ্যই লোকশিল্পী হতে হবে।
Lokprasar Prakalpa এর সুবিধা কি?(Benefits of Lokprasar Prakalpa):-
- প্রত্যেক লোকশিল্পীকে পরিচয় – পত্র প্রদান করা হবে।
- বর্ষীয়ান ও দুঃস্থ লোক শিল্পীদের জন্য মাসিক পেনশন -এর ব্যবস্থা করা।
- শিল্পীদের বহাল ভাতা অনুমোদন করা ।
- সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে যুক্ত করে তাঁদের নুন্যতম উপার্জনের ব্যবস্থা করা।
এ সম্বন্ধে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল
- প্রত্যেক লোকশিল্পীদের পরিচয় পত্র প্রদান:-লোকশিল্পীদের যথাযথ সন্মান দেবার উদ্দেশ্যে রাজ্য সরকার এর তরফ থেকে প্রত্যেক লোকশিল্পীকে পরিচয় পত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে এবং এখনও পর্যন্ত , সারা রাজ্যে ১৯৪,৩০০ জন শিল্পীকে পরিচয় – পএ প্রদান করা হয়েছে, যার পরিমাণ ভবিষ্যতে আরো বাড়বে।
- দুঃস্থ ও বয়স্ক লোক শিল্পীদের জন্য পেনশনের ব্যবস্থা:-বাংলায় বহুসংখ্যক লোকশিল্পী আছেন , যাঁরা সুনামের সঙ্গে বহু অনুষ্ঠান করেছেন এবং শ্রোতাদের মনোরঞ্জন করেছেন। তাঁদের মধ্যে বেশিরভাগ শিল্পীই বয়সজনিত কারণে বর্তমানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অপারগ। এদের মধ্যে অনেকের নির্দিষ্ট কোনও আয় নেই এবং তাঁদের দেখাশোনা করার কেউ নেই। তাঁদের সহায়তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সাহায্য প্রদান করা হবে।
60 বছরের বেশী বয়স্ক লোক শিল্পীদের Lokprasar Prakalpa এর অধীনে পেনশন এর ব্যবস্থা করা হয়েছে । পশ্চিমবঙ্গে , বর্তমানে প্রায় 8596 জন শিল্পী প্রতিমাসে 1000 টাকা পাচ্ছেন। এই এই টাকা শিল্পীদের ব্যাংক একাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়।
- শিল্পীদের বহালভাতা:-Lokprasar Prakalpa এর তালিকাভুক্ত ৬০ বছরের কম বয়সী লোকশিল্পীরা – যাঁরা সরকারের বিভিন্ন প্রচারমূলক কাজে অংশ নিচ্ছে বা নিয়েছেন , তাঁরা বহালভাতা হিসাবে প্রতিমাসে 1000 টাকা পাবে। এখনো পর্যন্ত প্রায় 76,000 জন লোকশিল্পী এই Scheme এর মাধ্যমে এত সাহায্য পেয়েছেন নিজের Bank Account এর মাধ্যমে।
- উন্নয়ন মূলক প্রকল্প গুলিতে প্রচারকার্জের জন্য লোকশিল্পীদের যুক্ত করা:-সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী ইত্যাদির প্রচারে লোকশিল্পীরা অগ্রণী ভূমিকা নিতে পারবে। যা এই প্রকল্পকে ঘিরে রাজ্যের লোকশিল্পীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করবে বলে আশা করা হয়েছে।
নিম্নে প্রদান করা যাক এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন জেলা থেকে কতজন লোকশিল্পী এর Prakalpa এর অন্তর্ভুক্ত হয়েছেন।
জেলার নাম | অংশগ্রহণকারী লোকশিল্পীর সংখ্যা |
কোচবিহার | 9,268 |
আলিপুরদুয়ার | 2523 |
জলপাইগুড়ি | 2740 |
দার্জিলিং | 2879 |
কালিম্পং | 451 |
উত্তর দিনাজপুর | 16138 |
দক্ষিণ দিনাজপুর | 3932 |
মালদা | 2335 |
মুর্শিদাবাদ | 13887 |
নদিয়া | 6814 |
উত্তর ২৪ পরগনা | 11306 |
দক্ষিণ ২৪ পরগনা | 6090 |
হাওড়া | 1744 |
হুগলি | 11008 |
পূর্ব মেদিনীপুর | 11491 |
পশ্চিম মেদিনীপুর | 12853 |
ঝাড়গ্রাম | 13566 |
পুরুলিয়া | 23738 |
বাঁকুড়া | 13993 |
পূর্ব র্বর্ধমান | 13277 |
পশ্চিম বর্ধমান | 1419 |
বীরভূম | 12,869 |
Total | 194,300 |
Lokprasar Prakalpa এর জন্য কেমন করে আবেদন করবেন? (Lokprasar Prakalpa Application Process) :-
এই Scheme এর জন্য আবেদন শুধুমাত্র Offline এই সম্ভব। আপনাকে আপনার জেলার Lokprasar Prakalpa এর Department Office এ যোগাযোগ করে আবেদন করতে পারবেন। নিম্নে প্রদান করা Link এ ক্লিক করে জেনে নিতে পারবেন আপনার নিকটস্থ Lokprasar Prakalpa এর Department Office এর প্রয়োজনীয় সমস্ত তথ্য।


Lokprasar Prakalpa Contact Details:-
উপরের প্রদান করা PDF Download বাটনে ক্লিক করুন । সমস্ত তথ্য জানতে পেরে যাবেন।
FAQ:-
1. Lokprasar Prakalpa Official Website কি?
ANS:- https://wblpp.in/