Karma Tirtha Scheme 2022

Karma Tirtha Scheme 2022 । কর্মতীর্থ প্রকল্প ২০২২ কী? Eligibility, Benefits, Application Process সমস্ত কিছু জানুন!

কর্মতীর্থ প্রকল্প 2022 । Karma Tirtha Scheme | Karma Tirtha Apply Online | Karma Tirtha Application Form PDF | Guideline of Karma Tirtha Scheme | Karma Tirtha Scheme Details 

বেকার সমস্যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয় সম্পন্ন ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ সমস্যা। রাজ্য সরকার কেন্দ্র সরকার এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে। আমাদের ওয়েবসাইটটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এমন অনেক Scheme এর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিসিট করুন। এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন রাজ্যবাসীর কর্মসংস্থান এর উদ্দেশ্যে গৃহীত Karma Tirtha Scheme এর সম্বন্ধে বিস্তারিত।

Karma Tirtha Scheme কী (What is Karma Tirtha Scheme)?

রাজ্যে প্রাথমিকভাবে কর্মসংস্থান বৃদ্ধি এবং Entrepreneurship এর ভাবনা যুবক-যুবতীদের মধ্যে আনার উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে 2014 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া এই Scheme বাস্তবায়নের কথা ঘোষণা করেন। এই Scheme এর মাধ্যমে Employment Exchange এ নথিভূক্ত বেকার যুবক যুবতীদের ব্যবসা করার উদ্দেশ্যে বিনামূল্যে দোকানঘর এবং সঙ্গে কোন কোন ক্ষেত্রে সরকারি চাকুরীর ও প্রদান করা হবে । এই Scheme এর সুবিধা পেতে অবশ্যই সম্পন্ন আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।

Karma Tirtha Scheme প্রদানের উদ্দেশ্য কী (Objective of Karma Tirtha Scheme):- 

  • রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
  • রাজ্যের সমস্ত যুবক যুবতীদের মধ্যে Entrepreneurship এর ধারণা বিস্তার করা।
  • কারিগর, তাঁতি, ক্ষুদ্র  উদ্যোক্তা, মহিলা কারিগর সহ অনগ্রসর ও দরিদ্র রাজ্য বাসীদের জন্য Marketplace নির্মাণ।
  • বেকার যুবক যুবতীদের প্রথাগত শিক্ষার বদলে Professional Education প্রদান করা।

কারা আবেদন করতে পারবে Karma Tirtha Scheme এর জন্য (Eligibility of Karma Tirtha Scheme):

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীর নাম Employment Exchange Bank এ নথিভূক্ত থাকতে হবে।
  • কারিগর, তাঁতি, ক্ষুদ্র  উদ্যোক্তা, মহিলা কারিগর সহ অনগ্রসর শ্রেণীর অন্তর্গত বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবে এই Scheme এর জন্য।
  • স্বনির্ভর গোষ্ঠী এবং Co Operative Society এই Scheme এর মাধ্যমে দোকানঘর/Officeঘর পেতে পারে।

Karma Tirtha Scheme এর সুবিধা কি?(Benefits of Karma Tirtha Scheme):-

  • আবেদনকারীকে বিনামূল্যে দোকান প্রদান করা হবে যার মাধ্যমে আবেদনকারী ব্যবসা চালাতে পারবে।( মনে রাখবেন কোনও রাজ্য এবং বিস্ফোরক পদার্থ দোকানে রাখা চলবে না)
  • ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় Additional Information বা Techniques ও শেখানো হবে আবেদনকারীদের।
  • Local Level এর ব্যবসায়ীদের জন্য একটি Market Place নির্মাণ করা হবে যেখানে আঞ্চলিক ভাবে ব্যবসা-বাণিজ্য করা সম্ভব হবে।

Karma Tirtha Scheme এর জন্য কেমন করে আবেদন করবেন? (Karma Tirtha Scheme Application Process) :-

Online ও Offline দুইভাবেই আবেদন সম্ভব । উভয় মাধ্যমে Application এর Process সম্বন্ধে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Online Application Process for Karma Tirtha Scheme:-

  • Karma Tirtha Scheme এর Official Portal https://www.wbkarmatirtha.org/ ভিসিট করুন।
  • Homepage এর উপর এর দিকে পেয়ে যাবেন Entrepreneur Log In অপশন সেটিতে ক্লিক করুন।
  • পরের Page থেকে Not Register ? Create New One এ ক্লিক করুন।
  • এখন আপনাকে প্রদান করতে হবে  আপনার Mobile Number, Email, Name, Address  এবং Register বাটনে ক্লিক করুন।
  • আপনার Registration ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এখন Log In Page এ গিয়ে আপনার Register Mobile Number প্রদান করে Log In করুন।
  • পরবর্তীকালে আপনি এখানে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন Application এর সম্বন্ধে।

Offline Application Process for Karma Tirtha Scheme:-

  • নিম্নে প্রদান করা Download লিংক থেকে Application Form টি Download করুন  বা BDO Office থেকে Application Form টি সংগ্রহ করুন।
  • রসতত্ত্ব তথ্যসহ পূরণ করুন Application Form টি।
  • Important Document যদি সঙ্গে Attach করতে হয় সেটি Attach করুন।
  • এখন Submit  করুন আপনার Application Form টি BDO Office এই।

Karma Tirtha Scheme 2022 Application Form PDF Download Link :- 

Karma Tirtha Scheme 2022 Vacancy List PDF Download Link:- 

Karma Tirtha Scheme 2022 Important Links:-

Karma Tirtha Scheme Application Form Download Link  Click Here
Karma Tirtha Scheme Official Notification Download Link  Click Here
Karma Tirtha Scheme Vacancy List  Click Here
Karma Tirtha Scheme Official Website  Click Here

FAQ:- 

1. Karma Tirtha Scheme Official Website কোনটি?

ANS:- https://www.wbkarmatirtha.org/

2. Karma Tirtha Scheme এর জন্যে Application এর Last Date কি?

ANS:- 18/04/2022 এ আবেদন শেষ হয়ে গেছে । পরের বছর আবার নতুন করে Date জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *