Karmashree Scheme 2022

Karmashree Scheme 2022 | কর্মশ্রী প্রকল্প কী? Eligibility, Benefit বা কি জানুন সমস্ত কিছু!

West Bengal Scheme for Labour  | Karmashree Scheme  | কর্মশ্রী প্রকল্প 

সমাজে শ্রমিক শ্রেণীর বরাবরই পিছিয়ে থাকে । দেখা যায় তারা অধিকাংশ সময়ে সমাজের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় এমনকি দৈনিক কাজ করা সত্ত্বেও তাদের অর্থকষ্ট কখনোই দূর হয় না। রাজ্য সরকার পক্ষ থেকে এই  সমস্যা নিবারণের উদ্দেশ্যে Karmashree Scheme এর রচনা করেন তৎকালীন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া। 

 কর্মশ্রী প্রকল্প কী (What is Karmashree Scheme)?

Kanyashree Scheme এর চূড়ান্ত সাফল্য লাভের পর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রমিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে Karmashree Scheme এর উন্মোচন করেন 2012 সালে। Labour Department of West Bengal এর অন্তর্গত এই Scheme টি আসলে একাধিক Scheme এর সংমিশ্রণ । যে সব ব্যক্তিরা 20 দিনের কাজের প্রকল্পে অংশগ্রহণ করেছেন তাদের আরো 20 দিনের কাজ পাবে। Scheme সজনাকালীন সময়ে মুখ্যমন্ত্রী শ্রমিক শ্রেণীর কাজের গুরুত্বের কথা যথাযথভাবে আলোচনা করার সঙ্গে সঙ্গে এ ও ঘোষণা করা হয় যে 10 লাখ যুবক যুবতীদের এই Scheme এর মাধ্যমে কাজ সংক্রান্ত বিভিন্ন শিক্ষা প্রদান করা হবে। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।

Karmashree Scheme প্রদানের উদ্দেশ্য কী (Objective of Karmashree Scheme)?

  • শ্রমিক শ্রেণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা ।
  • বিভিন্ন রকম সরকারি কাজ ত্বরান্বিত করা। 
  • বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের Skill Based শিক্ষা প্রদান করা ।
  • Marketing Hub এর নির্মাণ যেখানে সাধারণ মানুষ তাদের দোকান দিতে পারবে।

Karmashree Scheme এর জন্য কারা আবেদন করতে পারবে? (Eligibility of Karmashree Scheme):-

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে Labour শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া আবশ্যক। 

Karmashree Scheme এর সুবিধা কি?( Benefits of Karmashree Scheme ):-

  • Skill Development এর জন্য 10 লক্ষ যুবক যুবতীদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে।
  • রাজ্যজুড়ে 500 টি Karma Tirtha Marketing Hub নির্মাণ করা হবে , যার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে দোকান পাবে।
  • Labour শ্রেণীর অন্তর্গত জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

Karmashree Scheme এর জন্য কেমন করে আবেদন করবেন? (Karmashree Scheme Application Process) :-

এই Scheme এর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন Panchayet /BDO/ADO Office থেকে। 

FAQ:-

1. কবে থেকে শুরু হয়েছে Karmashree Scheme টি?

ANS:- 2012 থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *