Jol Dhoro Jol Bhoro Scheme 2022

Jol Dhoro Jol Bhoro Scheme 2022 | জল ধরো জল ভরো প্রকল্প কী? উদ্দেশ্য ও সুবিধাই বা কি জানুন সব কিছু

Jol Dhoro Jol Bhoro Scheme 2022  | জল ধরো জল ভরো প্রকল্প |  Joldhara Scheme  |  Joldhoro Egiye Bangla

মানবজাতি অন্যতম একটি সমস্যা জল সংকট । বিশ্বব্যাপী এই সংকটের প্রভাব লক্ষণীয়। জনসাধারণ এবং সরকারের মিলিত উদ্যোগেই এই সমস্যার সমাধান একমাত্র সম্ভব। আন্তর্জাতিক এবং সর্বভারতীয় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই সমস্যা মোকাবেলার চেষ্টা চলছে। অন্যান্য স্থানের মতো পশ্চিমবঙ্গেও গত কয়েক বছরে জল সংকট প্রকট রূপ ধারণ করেছে। তাই এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এ সমস্যা সমাধানের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে Jol Dhoro Jol Bhoro Scheme বা জল ধরো জল ভরো প্রকল্প।

Jol Dhoro Jol Bhoro Scheme কী (What is Jol Dhoro Jol Bhoro Scheme)?

জল সংকটের কথা মাথায় রেখে তৎকালীন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া 2011-12 সালে “Jal Dharo-Jal Bharo” Scheme এর সূচনা করা হয়। আপনাদের জানিয়ে রাখি এই Scheme টি West Bengal Resources Investigation & Development Department  এর অন্তর্গত। এই Scheme এর মাধ্যমে রাজ্যের জলের জল সংরক্ষণের সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশ্যে বিভিন্ন রকম জলাশয় খনন যেমন :- ট্যাংক, পুকুর-জলাশয়, খাল নির্মাণ , ছাদে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় তাছাড়া জল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করা হবে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

Jol Dhoro Jol Bhoro Scheme সূচনার উদ্দেশ্য কী (Objective of Gitanjali Housing Scheme)?

  • সাধারণ মানুষের মধ্যে জল সংরক্ষণের সম্বন্ধে সচেতনতা তৈরি করা।
  • বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা যা পরবর্তীকালে কৃষিকাজ, শিল্প বা তদসংলগ্ন বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।
  • গ্রাম বাংলার প্রতিটি অঞ্চলে পানীয় জলের বন্দোবস্ত করা।
  • ভূগর্ভস্থ জল স্তর এর ওপর রাজ্যবাসীর নির্ভরশীলতা কমানো।
  • যেসকল শ্রমিকরা  ট্যাংক, পুকুর, জলাশয়, খাল ইত্যাদি খননের কাজ করবে তাদের কর্মসংস্থান প্রদান করা।

Jol Dhoro Jol Bhoro Scheme এর সুবিধা কি?( Benefits of Jol Dhoro Jol Bhoro Scheme ):-

  • এই Scheme এর মাধ্যমে জল সংরক্ষণের ব্যবস্থা করা হবে , যার মাধ্যমে ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি পাবে।
  • রাজ্যের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে পানীয় জলের বন্দোবস্ত করা।
  • সেচের জন্য জলের বন্দোবস্ত করা।
  • The Water Resources Investigation & Development Department এর সঙ্গে Panchayats এবং Rural Development Department মিলিত ভাবে MGNREGA এর মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন হবে এর ফলে শ্রমিক দেরও কর্মসংস্থান প্রদান করা সম্ভব হবে।
  • কৃষি, মৎস্য এবং পশু পালনের ক্ষেত্রে সহায়ক হবে এই Scheme।
  • 2018-19 অর্থ বর্ষ এর হিসাব অনুযায়ী জল সংরক্ষণের জন্য 3370 টি জলাশয় নির্মাণ হয়ে গেছে যা জল সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  • 2014 December  মাস পর্যন্ত মোট 118557 টি জলাশয়/জলাধার নির্মাণ করা হয়েছে যার মধ্যে 33851 টি পুকুর জাতীয় জলাশয় তাছাড়া জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ 85423 টি সমতুল্য  জলাশয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন এর সহযোগিতায় এবং 283 টি নতুন জলাধার জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ এবং মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইনের মাধ্যমে তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *