Gitanjali Housing Scheme

Gitanjali Housing Scheme 2022 (গীতাঞ্জলি আবাস যোজনা) New List, Amount, Form PDF Link ইত্যাদি সব কিছু জানুন!

WB Gitanjali Housing Scheme 2022 |  Gitanjali Awas Yojana New List  | Gitanjali Housing Scheme Online Application |  Gitanjali Awas Yojana Amount  | WB Gitanjali Housing Scheme Application Form PDF |  Gitanjali & Amar Thikana 

 অন্য খাদ্য বাসস্থান মানব জীবনের এক অপরিহার্য অংশ। উপরিউক্ত উপাদানগুলি ছাড়া মানব জীবন খুবই কষ্টকর। আমাদের পক্ষে এই ব্যাপারটি খুব হতাশাজনক যে এখনো পশ্চিমবঙ্গের অনেক মানুষের কাছেই জীবনে বাঁচার জন্য অপরিহার্য তিনটি উপাদান মজুদ নেই। এই কারণে রাজ্য সরকার কেন্দ্র সরকার গ্রহণ করেছে দেশবাসীর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প। এমনই রাজ্য সরকার কর্তৃক গৃহীত প্রকল্প হলো Gitanjali Housing Scheme. এবং এই Scheme বাস্তবায়নের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের বাসস্থান এর বন্দোবস্ত করা।

Gitanjali Housing Scheme কী (What is Gitanjali Housing Scheme)?

পশ্চিমবঙ্গের গ্রাম ও শহর অঞ্চলে এমন অনেক জনগণ আছে যাদের নেই ন্যূনতম বাসস্থান। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সাধ্যমত প্রচেষ্টা করেছে এই সমস্যা সমাধানের জন্য। । রাজ্য সরকারের এমন অভিনব উদ্যোগ হলো Gitanjali Housing Scheme যা পূর্বে Amar Thikana নামেও পরিচিত। 2014 সালের 1st April এ Amar Thikana Scheme টি কিছু পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় Gitanjali Housing Scheme। এই Scheme এর মাধ্যমে  পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল গ্রাম ও শহরের বাসিন্দাদের বাসস্থান নেই এবং অর্থনৈতিক অবস্থা খারাপ তারা সকলেই বিনামূল্যে বাসস্থান পেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

Gitanjali Housing Scheme প্রদানের উদ্দেশ্য কী (Objective of Gitanjali Housing Scheme)?

  • আর্থিকভাবে দুর্বল এমন জনগণের বাড়ির বন্দোবস্ত করা ।
  •  সাধারণ মানুষ যেন জীবনযাত্রার মূল স্রোতে ফিরে আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা।
  • বাড়ি তৈরীর জন্য প্রয়োজনীয় শ্রমিকদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

কারা আবেদন করতে পারবে Gitanjali Housing Scheme এর জন্য (Eligibility of Gitanjali Housing Scheme):-

  • আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের মাসিক আয় 6000 এর বেশি হওয়া চলবে না।
  • এক পরিবারের শুধুমাত্র একজনই আবেদন করতে পারবে এই Scheme এর জন্য।
  • আবেদনকারীকে অবশ্যই BPL ও ST/SC Category অন্তর্ভুক্ত হতে হবে।
  • Daily Labourers ও তত্সংলগ্ন পেশার সঙ্গে যুক্ত যেসব আবেদনকারীরা তারা এই Scheme এর লাভ গ্রহণ করতে পারবে।

Gitanjali Housing Scheme এর সুবিধা কি?( Benefits of Gitanjali Housing Scheme ):-

  • প্রাথমিকভাবে মোটামুটি 5 Lakh এর ও বেশি গৃহহীন পরিবার কে বাড়ি তৈরীর জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করা হবে।
  • ভৌগলিক ও অবস্থানের ওপর নির্ভর করবে প্রদত্ত অর্থের পরিমাণ কমবেশি হবে । যেমন:-1)  সমতল গ্রামীণ এলাকার বাসিন্দা এর ক্ষেত্রে 1.67 Lakh টাকা, 2) সুন্দরবনের বসবাসকারী সুবিধাভোগীদের জন্য 1.94 Lakh টাকা, 3) দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে বসবাসকারী সুবিধাভোগীদের জন্য 2.51 Lakh টাকা ও 4) জলপাইগুড়ি জেলার বন্যা অধ্যুষিত গ্রামগুলিতে বসবাসকারীদের জন্য 3 Lakh টাকা।
  • শহর অঞ্চলের ক্ষেত্রে 1) একতলা বাড়ি তৈরীর জন্য আবেদন কারীরা 1.67 Lakh টাকা পাবে, 2) বহুতল বাড়ি নির্মাণের ক্ষেত্রে 3.30 Lakh টাকা প্রদান করা হবে।
  • একাধিকবার সরকার কর্তৃক 70,000 (সমভূমির জন্য) ও 75,000 (পার্বত্য দুর্গম ও উপকূলীয় অঞ্চলের জন্য) টাকা আবেদনকারীর নিজস্ব Bank Account এ পাঠানো হবে।

Gitanjali Housing Scheme এর জন্য কেমন করে আবেদন করবেন? (Gitanjali Housing Scheme Application Process) :-

  • Gitanjali Housing Scheme এর জন্য আবেদন Online এ সম্ভব নয়। এই Scheme এর জন্য আবেদন শুধুমাত্র Offline এই সম্ভব।
  • Eligibility সহ যাবতীয় তথ্য জেনে নেওয়ার পর ভিসিট করুন আপনার নিকটস্থ Panchayat Office/BDO/SDO Office । সেখান থেকে সংগ্রহ করুন Application Form এবং সঙ্গে Attach করুন Important Documents।

Gitanjali Housing Scheme আবেদনের জন্য Important Documents:-

  • Family Income Certificate 2 Xerox Copy
  • Self Declaration Certificate 2 Xerox Copy
  • Age Proof 2 Xerox Copy 
  • Address Proof 2 Xerox Copy
  • Identity Proof 2 Xerox Copy
  • Bank Account Pass Book Details 2 Xerox Copy
  • Passport Size Photo 6 Copy
  • Aadhar Card Original and Xerox Copy
  • Ration Card/Digital Ration Card Original and Xerox Copy
  • Land Details
  • BPL Certificate

Gitanjali Awas Yojana Official PDF Download Link:-

Gitanjali Housing Scheme এর Contact Details:-

এই Scheme সম্বন্ধিত প্রয়োজনীয় তথ্য সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন আপনার নিকটস্থ Panchayet /BDO/ADO Office এ । 

FAQ:-

1. Gitanjali Housing Scheme Official Website কোনটি?
2. BPL Housing Scheme আর Gitanjali Housing Scheme কি এক?

ANS:- হ্যা এক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *